আকাশ জাতীয় ডেস্ক :
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে। যারা শিরক করে এবং ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করে তাদের থেকে সতর্ক থাকতে হবে।
রবিবার (১১ জানুয়ারি) বিকালে দাসপাড়া নাসারী মাঠ এলাকায় চিনিশপুর ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়াডের আয়োজিত বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, যারা বলেন ধানের শীষকে দেখেছেন নৌকাকে দেখেছেন লাঙ্গলকে দেখেছেন এবার আমাদেরকেও দেখেন। আমরা বলতে চাই একাত্তরে দেখেছি আপনাদের ২ লক্ষ মা-বোনদের সর্বস্ব নষ্ট করেতে এবং ৩১ লক্ষ শহীদ হয়েছে এই রাজাকার, বেইমান, বিশ্বাসঘাতক, মুনাফিকদের জন্য। তাই আপনারা বিভ্রান্ত হবেন না।
অনুষ্ঠানে চিনিশপুর ইউনিয়নের ৬ নং ওয়াড বিএনপির সভাপতি আব্দুল আল মামুন মুন্সির সভাপতিত্বে এবং ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বিএনপি’র স্বনির্ভর বিষয়ক সম্পাদক এডভোকেট শিরিন সুলতানা, নরসিংদী জেলা বিএনপির সহ সভাপতি গোলাম কবির কামাল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন হোসেন বিদ্যুৎ, শহর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূইয়া, জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল রউফ ফকির রনিসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আকাশ নিউজ ডেস্ক 



















