আকাশ স্পোর্টস ডেস্ক:
আগামী নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজে অলরাউন্ডার বেন স্টোকসকে ছাড়া খেলতে নামলে বড় ধরনের সমস্যায় পড়বে ইংল্যান্ড ক্রিকেট দল। এমনটা মনে করেন একসময় ইংলিশদের প্রতিনিধিত্ব করা ডান-হাতি ব্যাটসম্যান কেভিন পিটারসেন। তিনি বলেন, ‘ইংল্যান্ড দলের অন্যতম সেরা সদস্য স্টোকস। তার না খেলাটা ইংল্যান্ডের জন্য হবে বড় ধরনের ক্ষতি। সিরিজ চলাকালীন বড় ধরনের সমস্যায় পড়বে ইংল্যান্ড।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচের পর ব্রিস্টলে এক নাইটক্লাবে গিয়েছিলেন স্টোকস। ঐ নাইট ক্লাবের বাইরে অপ্রীতিকর ঘটনায় জড়িয়ে পড়েন স্টোকস। ঐসময় স্টোকসের সাথে ছিলেন ওপেনার অ্যালেক্স হেলসও।
কিছুদিন আগে ব্রিটিশ ট্যাবলয়েড ‘দ্য সান’-এর একটি ভিডিও ফুটেজে দেখা যায় দু’জন ব্যক্তিকে ঘুষি মারছেন স্টোকস। ঐ ট্যাবলয়েড একটি প্রতিবেদনে প্রকাশ করেছে যে, ১ মিনিটে ১৫টি ঘুষি মেরেছেন স্টোকস।
এমন ভিডিও ফুটেজ দেখেই স্টোকস ও হেলসকে নিষিদ্ধ করে ইসিবি। অবশ্য নিষিদ্ধের আগেই স্টোকসকে দলে রেখে অ্যাশেজ স্কোয়াড ঘোষণা করে ইসিবি। তবে ইংল্যান্ড দলের সাথে অস্ট্রেলিয়ায় যাবেন না স্টোকস, এমনটাই ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন ইংলিশ ক্রিকেট ডিরেক্টর এন্ড্রু স্ট্রস, ‘আমরা স্টোকসের সঙ্গে কথা বলেছি এবং তাকে কেন্দ্রীয় চুক্তিতে রাখার নিশ্চয়তা দিয়েছি। তবে যেহেতু বিষয়টি নিয়ে পুলিশ এখনও তদন্ত করছে, তাই এখন তাকে অস্ট্রেলিয়া সফরের দলে নেয়া সম্ভব নয়।’
এমন খবর প্রকাশের পর স্টোকসকে নিয়ে মুখ খুললেন ইংল্যান্ডের হয়ে ১০৪টি টেস্ট, ১৩৬টি ওয়ানডে ও ৩৭টি টি-২০ ম্যাচ খেলা পিটারসেন। তিনি বলেন, ‘অবশ্যই বড় ধরনের সমস্যায় পড়বে ইংল্যান্ড, যদি না অ্যাশেজে খেলতে পারেন স্টোকস। সে দলের তিনটি বিভাগই সামলায়। সে বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং-এও দুর্দান্ত। বোলিং ব্রেক-থ্রু এনে দিতে পারদর্শী সে। আর দলের বিপদে ব্যাট হাতে হাল ধরতে এবং স্লিপে ক্যাচ ধরতে পছন্দ করে। তাই এমন খেলোয়াড়কে বাইরে রেখে খেলতে নামলে অনেক বেশি সমস্যায় পড়বে ইংল্যান্ড।’
স্টোকস থাকলে অ্যাশেজে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা দেখছেন পিটারসেন। তিনি বলেন, ‘মিডল-অর্ডারে ইংল্যান্ডের প্রধান ভরসা তিনজন। স্টোকসের সাথে আছেন জনি বেয়ারস্টো ও মঈন আলী। এরা তিনজনের পারফরমেন্স দলকে সাফল্য এনে দিতে পারবে। কিন্তু স্টোকস না খেললে ইংল্যান্ডের সম্ভাবনা অনেকাংশেই শেষ হয়ে যাবে। তবে স্টোকস থাকলে ফলাফল ইংল্যান্ডের পক্ষেই আসবে।’
অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ হওয়াতে হোম কন্ডিশন সুবিধা পাবে না ইংল্যান্ড। কিন্তু সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার পারফরমেন্স আহামরি কিছু নয়। তাই এই সুযোগটা ভালোভাবে কাজে লাগানোর পরামর্শ ইংল্যান্ডকে দিলেন পিটারসেন। তিনি বলেন, ‘নিজেদের মাটিতে খেলার সুবিধা পাবে অস্ট্রেলিয়া। কিন্তু সাম্প্রতিক সময়ে টেস্টে ভালো করতে পারেনি অসিরা। ভারতের কাছে হারের পর বাংলাদেশের মাটিতে টেস্ট সিরিজ ড্র করেছে তারা। তাই আত্মবিশ্বাসের দিক দিয়ে কিছুটা হলেও পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। এজন্য এই সুযোগটা কাজে লাগানো উচিত ইংল্যান্ডের।’
এ্যাশেজ সিরিজ খেলতে আগামী ২৮ অক্টোবর অস্ট্রেলিয়া রওনা হবে ইংল্যান্ড দল।
আকাশ নিউজ ডেস্ক 

























