আকাশ জাতীয় ডেস্ক :
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় সাবেক স্ত্রীর বাসায় ঢুকে ছুরিকাঘাতে তাকে হত্যা করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।
ঘটনার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেন অভিযুক্ত ওই যুবক। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে নগরীর পাহাড়তলী থানার কাট্টলী ছদু চৌধুরী সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই নারীর নাম বৈশাখী আকতার (২৯)। অভিযুক্ত যুবকের নাম জয়নাল আবেদীন, তিনি বৈশাখীর সাবেক স্বামী। ছয় মাস আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। দুইজনই চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিবাহবিচ্ছেদের পর সম্প্রতি বৈশাখী আকতার পুনরায় বিয়ে করেন। এতে ক্ষিপ্ত হয়ে জয়নাল আবেদীন বৃহস্পতিবার রাতে সাবেক স্ত্রীর বাসায় প্রবেশ করে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় বৈশাখীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার জানান, ছুরিকাঘাতের সময় বৈশাখীকে রক্ষার জন্য তার এক চাচা এগিয়ে এলে জয়নাল তাকেও ছুরিকাঘাত করেন। আহত চাচাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরও জানান, ঘটনার পর স্থানীয় লোকজন জয়নাল আবেদীনকে আটক করার চেষ্টা করলে তিনি নিজের পেট, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে পুলিশ তাকে আটক করে চিকিৎসার ব্যবস্থা নেয়। ঘটনার পর পুলিশ বৈশাখী আকতার হত্যার মামলায় জয়নাল আবেদীনকে গ্রেফতার দেখিয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 



















