ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আটকের পর ডাবলুর মৃত্যু, সেনাপ্রধানের হস্তক্ষেপ চান বিএনপি মহাসচিব পে স্কেল বাস্তবায়ন পে কমিশনের প্রতিবেদনের ওপর নির্ভর করছে :অর্থ উপদেষ্টা প্রবাসীদের সুসংবাদ দিলেন উপদেষ্টা আসিফ নজরুল প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা টিউলিপসহ ১৮ জনের মামলার রায় ২ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর হাতে আটকের পর বিএনপি নেতার মৃত্যু ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটই নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ: ড. মুহাম্মদ ইউনূস ব্যক্তির স্বৈরাচার হওয়া রোধেই আইনসভার উচ্চকক্ষ : আলী রীয়াজ ইরানে বিক্ষোভকারীদের ওপর সরকারের দমন-পীড়ন, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের ইরানি জনগণই স্বৈরশাসকদের ক্ষমতাচ্যুত করবে: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি

ম্যাচের ১৩ ঘণ্টা আগে বড় চমক, টি-টোয়েন্টি দলে নতুন মুখ

আকাশ স্পোর্টস ডেস্ক :

টেস্টে দ্যুতি ছড়িয়ে হেড কোচ ফিল সিমন্সের নজর কেড়েছিলেন পেসার নাহিদ রানা। কোচ বলেছিলেন, ‘সুযোগ থাকলে পেসার নাহিদ রানাকে টি-টোয়েন্টিতে পরখ করতে চাই।’ সে সুযোগটা হয়েই গেল।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার আগের দিন নাহিদ রানাকে দলভুক্ত করলেন নির্বাচকরা। টেস্ট, ওয়ানডের পর এবার ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটেও নিজের গতির ঝলক দেখানোর পাচ্ছেন এই এক্সপ্রেস পেসার।

রোববার (১৫ ডিসেম্বর) এক বিবৃতির মাধ্যমে নাহিদ রানার অন্তর্ভুক্তির বিষয়টি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর আগে গত ১০ ডিসেম্বর টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। সে দলে প্রথমবারের মতো জায়গা করে নেন পেসার রিপন মণ্ডল। নাহিদ রানার অন্তর্ভুক্তির মধ্য দিয়ে আরও ফুলে-ফেঁপে উঠেছে বাংলাদেশের পেস বিভাগ। রিপন নাহিদ ছাড়াও এই ডিপার্টমেন্টে আরও রয়েছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব।

প্রসঙ্গত, সেন্ট ভিনসেন্টে সিরিজের প্রথম ম্যাচ সোমবার (১৬ ডিসেম্বর) ভোর ৬টায়। বাকি দুই ম্যাচ ১৮ ও ২০ ডিসেম্বর। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চোটের কারণে না থাকায়, তার পরিবর্তে অধিনায়কের দায়িত্ব সামলাবেন লিটন দাস।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড-

লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ তামিম, পারভেজ ইমন, আফিফ হোসেন, শামিম পাটোয়ারী, জাকের আলী, মেহেদী মিরাজ, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, সাকিব, রিপন মণ্ডল ও নাহিদ রানা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আটকের পর ডাবলুর মৃত্যু, সেনাপ্রধানের হস্তক্ষেপ চান বিএনপি মহাসচিব

ম্যাচের ১৩ ঘণ্টা আগে বড় চমক, টি-টোয়েন্টি দলে নতুন মুখ

আপডেট সময় ০৫:১৫:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪

আকাশ স্পোর্টস ডেস্ক :

টেস্টে দ্যুতি ছড়িয়ে হেড কোচ ফিল সিমন্সের নজর কেড়েছিলেন পেসার নাহিদ রানা। কোচ বলেছিলেন, ‘সুযোগ থাকলে পেসার নাহিদ রানাকে টি-টোয়েন্টিতে পরখ করতে চাই।’ সে সুযোগটা হয়েই গেল।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার আগের দিন নাহিদ রানাকে দলভুক্ত করলেন নির্বাচকরা। টেস্ট, ওয়ানডের পর এবার ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটেও নিজের গতির ঝলক দেখানোর পাচ্ছেন এই এক্সপ্রেস পেসার।

রোববার (১৫ ডিসেম্বর) এক বিবৃতির মাধ্যমে নাহিদ রানার অন্তর্ভুক্তির বিষয়টি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর আগে গত ১০ ডিসেম্বর টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। সে দলে প্রথমবারের মতো জায়গা করে নেন পেসার রিপন মণ্ডল। নাহিদ রানার অন্তর্ভুক্তির মধ্য দিয়ে আরও ফুলে-ফেঁপে উঠেছে বাংলাদেশের পেস বিভাগ। রিপন নাহিদ ছাড়াও এই ডিপার্টমেন্টে আরও রয়েছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব।

প্রসঙ্গত, সেন্ট ভিনসেন্টে সিরিজের প্রথম ম্যাচ সোমবার (১৬ ডিসেম্বর) ভোর ৬টায়। বাকি দুই ম্যাচ ১৮ ও ২০ ডিসেম্বর। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চোটের কারণে না থাকায়, তার পরিবর্তে অধিনায়কের দায়িত্ব সামলাবেন লিটন দাস।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড-

লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ তামিম, পারভেজ ইমন, আফিফ হোসেন, শামিম পাটোয়ারী, জাকের আলী, মেহেদী মিরাজ, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, সাকিব, রিপন মণ্ডল ও নাহিদ রানা।