ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাকরির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা তা দেখা উচিত : আমীর খসরু ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি ভুয়া জরিপ ও মিথ্যা প্রচারণা দিয়ে রাজনৈতিক ইতিহাস বদলানো যাবে না : দুদু গণ-অভ্যুত্থানের নিষ্ঠুরতম খুনিদের বিচার নিশ্চিত করা হবে : তাজুল ইসলাম এক্সপেকটেশন যদি ১০ থাকে, অন্তত চার তো অর্জন করতে পেরেছি : আসিফ নজরুল দাবি আদায় না হলে সারারাত ইসি অবরুদ্ধ রাখবে ছাত্রদল নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব নতুন করে সুরক্ষিত হয়েছে চব্বিশে: তারেক রহমান গুলশানে একটি ভাড়া বাসা থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

একদিনে ভারতের তিন বড় পরাজয়

আকাশ স্পোর্টস ডেস্ক :

ভারতের ক্রিকেট দল রোববার ভিন্ন ফরম্যাট ও ভিন্ন স্তরের খেলায় বিরলভাবে তিনটি বড় পরাজয়ের সম্মুখীন হয়েছে। এর ফলে দিনটি ভারতের ইতিহাসে ব্ল্যাক সানডে হিসেবে রেকর্ড হয়ে থাকল।

এদিন ভারতীয় জাতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়া জাতীয় দলের কাছে, জাতীয় নারী ক্রিকেট দল অস্ট্রেলিয়া নারী দলের কাছে এবং অনূর্ধ্ব-১৯ দল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কাছে হার মানে এদিন।

এর মধ্যে ভারত অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে টানা দ্বিতীয়বার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের যুবারা।

১. পুরুষ জাতীয় দল অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত:

রোববার অ্যাডিলেডে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতের বিপক্ষে ১০ উইকেটে দুর্দান্ত জয় অর্জন করে স্বাগতিক অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার সিরিজটি এদিন ১-১ সমতায় নিয়ে আসতে অস্ট্রেলিয়া মাত্র তিন দিনের মধ্যেই ম্যাচ শেষ করে দেয়।

ভারত প্রথম ইনিংসে ব্যাট করে মাত্র ১৮০ রান করে। দলের পক্ষে নীতিন কুমার রেড্ডি সর্বাধিক ৪২ রান করেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স একাই পাঁচ উইকেট নিয়ে ভারতীয় ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দেন।

এরপর অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৩৩৭ রান সংগ্রহ করে ১৫৭ রানের লিড নেয়। জবাবে দ্বিতীয় ইনিংসে ভারত মোটে ১৭৫ রান তুলতে সক্ষম হয়। যার ফলে অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় মাত্র ১৯ রান। যা ন্যাথান ম্যাকসুইনি এবং উসমান খাজা সহজেই ছুঁয়ে ফেলেন।

২. অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতের পরাজয়:

দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে বাংলাদেশের তরুণ তুর্কিরা ভারতের যুবাদেরকে ৫৯ রানে পরাজিত করে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতে নেয়।

প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল ৪৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯৮ রান তুলতে পারে। দলের পক্ষে রেজান হোসেন সর্বোচ্চ ৪৭ রান করেন। ভারতের হয়ে চেতন শর্মা এবং হার্দিক রাজ দুটি করে উইকেট পান।

তবে ব্যাটিংয়ে নেমে ভারতীয় দল রীতিমত তাসের ঘরের মতো ভেঙে পড়ে। মাত্র ৩৫.২ ওভারে ১৩৯ রানে অলআউট হয় তারা। দলের হয়ে অধিনায়ক মোহাম্মদ আমান সর্বোচ্চ ২৬ রান করেন। যা দলকে জয় এনে দিতে ব্যর্থ হয়।

বাংলাদেশের পক্ষে ইকবাল হোসেন ইমন এবং অধিনায়ক আজিজুল হাকিম তিনটি করে উইকেট তুলে নেন। ম্যাচের সঙ্গে ১৩ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হন ইকবাল হোসেন ইমন।

৩. ভারতের নারী দলের হার:

অন্যদিকে রোববার ব্রিসবেনে অনুষ্ঠিত দ্বিতীয় একদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার নারী দল ভারতের বিরুদ্ধে ১২২ রানের বড় জয় অর্জন করে।

এদিন অস্ট্রেলিয়ার নারীরা প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৩৭১ রান তোলে। সেখানে ভারতের বোলিং আক্রমণ ছিল একেবারেই নিষ্ক্রিয়। জবাবে ভারত ৪৪.৫ ওভারে মাত্র ২৪৯ রান তুলতে সক্ষম হয়।

একই দিনে এই ত্রিমুখী পরাজয় ভারতীয় ক্রিকেটের জন্য সত্যিই একটি চ্যালেঞ্জিং এবং বিব্রতকর দিন হিসাবে রয়ে গেল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাকরির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা তা দেখা উচিত : আমীর খসরু

একদিনে ভারতের তিন বড় পরাজয়

আপডেট সময় ১০:৫০:৪৪ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪

আকাশ স্পোর্টস ডেস্ক :

ভারতের ক্রিকেট দল রোববার ভিন্ন ফরম্যাট ও ভিন্ন স্তরের খেলায় বিরলভাবে তিনটি বড় পরাজয়ের সম্মুখীন হয়েছে। এর ফলে দিনটি ভারতের ইতিহাসে ব্ল্যাক সানডে হিসেবে রেকর্ড হয়ে থাকল।

এদিন ভারতীয় জাতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়া জাতীয় দলের কাছে, জাতীয় নারী ক্রিকেট দল অস্ট্রেলিয়া নারী দলের কাছে এবং অনূর্ধ্ব-১৯ দল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কাছে হার মানে এদিন।

এর মধ্যে ভারত অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে টানা দ্বিতীয়বার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের যুবারা।

১. পুরুষ জাতীয় দল অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত:

রোববার অ্যাডিলেডে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতের বিপক্ষে ১০ উইকেটে দুর্দান্ত জয় অর্জন করে স্বাগতিক অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার সিরিজটি এদিন ১-১ সমতায় নিয়ে আসতে অস্ট্রেলিয়া মাত্র তিন দিনের মধ্যেই ম্যাচ শেষ করে দেয়।

ভারত প্রথম ইনিংসে ব্যাট করে মাত্র ১৮০ রান করে। দলের পক্ষে নীতিন কুমার রেড্ডি সর্বাধিক ৪২ রান করেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স একাই পাঁচ উইকেট নিয়ে ভারতীয় ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দেন।

এরপর অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৩৩৭ রান সংগ্রহ করে ১৫৭ রানের লিড নেয়। জবাবে দ্বিতীয় ইনিংসে ভারত মোটে ১৭৫ রান তুলতে সক্ষম হয়। যার ফলে অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় মাত্র ১৯ রান। যা ন্যাথান ম্যাকসুইনি এবং উসমান খাজা সহজেই ছুঁয়ে ফেলেন।

২. অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতের পরাজয়:

দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে বাংলাদেশের তরুণ তুর্কিরা ভারতের যুবাদেরকে ৫৯ রানে পরাজিত করে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতে নেয়।

প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল ৪৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯৮ রান তুলতে পারে। দলের পক্ষে রেজান হোসেন সর্বোচ্চ ৪৭ রান করেন। ভারতের হয়ে চেতন শর্মা এবং হার্দিক রাজ দুটি করে উইকেট পান।

তবে ব্যাটিংয়ে নেমে ভারতীয় দল রীতিমত তাসের ঘরের মতো ভেঙে পড়ে। মাত্র ৩৫.২ ওভারে ১৩৯ রানে অলআউট হয় তারা। দলের হয়ে অধিনায়ক মোহাম্মদ আমান সর্বোচ্চ ২৬ রান করেন। যা দলকে জয় এনে দিতে ব্যর্থ হয়।

বাংলাদেশের পক্ষে ইকবাল হোসেন ইমন এবং অধিনায়ক আজিজুল হাকিম তিনটি করে উইকেট তুলে নেন। ম্যাচের সঙ্গে ১৩ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হন ইকবাল হোসেন ইমন।

৩. ভারতের নারী দলের হার:

অন্যদিকে রোববার ব্রিসবেনে অনুষ্ঠিত দ্বিতীয় একদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার নারী দল ভারতের বিরুদ্ধে ১২২ রানের বড় জয় অর্জন করে।

এদিন অস্ট্রেলিয়ার নারীরা প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৩৭১ রান তোলে। সেখানে ভারতের বোলিং আক্রমণ ছিল একেবারেই নিষ্ক্রিয়। জবাবে ভারত ৪৪.৫ ওভারে মাত্র ২৪৯ রান তুলতে সক্ষম হয়।

একই দিনে এই ত্রিমুখী পরাজয় ভারতীয় ক্রিকেটের জন্য সত্যিই একটি চ্যালেঞ্জিং এবং বিব্রতকর দিন হিসাবে রয়ে গেল।