ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ ‘আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না’ গুম হওয়া পরিবারের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকাশক্তি : খন্দকার মোশাররফ

হাসিনার পলায়নের ফলে দেশে যে পরিবর্তন এসেছে, তা ধরে রাখতে হবে :আমীর খসরু

আকাশ জাতীয় ডেস্ক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘তারেক রহমানের নেতৃত্বে আমরা যে বাংলাদেশ তৈরির স্বপ্ন দেখছি, সেই বাংলাদেশ তৈরি করতে হলে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে যে পরিবর্তন এসেছে, তা ধরে রাখতে হবে। সেই পরিবর্তনের ধারাকে বুকে লালন করে আগামীর বাংলাদেশ তৈরি করতে হবে।’

মঙ্গলবার লালমনিরহাট বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পঞ্চম খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘যদি আমরা পরিবর্তনকে মনে ধারণ করে পরিচ্ছন্ন রাজনীতি উপহার দিতে পারি, তাহলেই তারেক রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ চেয়েছি, সেই বাংলাদেশ তৈরি সম্ভব। বাংলাদেশি জাতীয়তাবাদ চেতনায় বিশ্বাসী সবাইকে সাথে নিয়ে এ যাত্রায় আমাদের জয়ী হতে হবে।’

তিনি বলেন, ‘বিগত দিনগুলোতে আমরা রাজপথে রক্ত দিয়েছি, জেলে গিয়েছি, অনেক নেতাকর্মী হারিয়েছি। কিন্তু একটা জায়গায় ভালো কাজ করেছি। বিএনপি নেতাকর্মীরা জ্বলে-পুড়ে খাঁটি স্বর্ণে পরিণত হয়েছে। এ জন্য বিএনপিকে ভাঙতে পারেনি। আমরা আজ অনেক শক্তিশালী। বিএনপিকে যারা যখন থামাতে গেছে, তখনই তারা ধ্বংস হয়ে গেছে। বিএনপিকে যারা ধ্বংস করতে চেয়েছিল, তারা আজ কোথায়?’

বিএনপির এই শীর্ষ পর্যায়ের নেতা বলেন, ‘দেশের গণতন্ত্রের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত সরকার দেখতে চায়। বিএনপি এ জন্য বিগত দিনে অনেক ত্যাগ শিকার করেছে, প্রয়োজনে আবার ত্যাগ শিকার করতে আমরা রাজি আছি।’

লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির জাতীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি ও লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক একেএম মমিনুল হক।

খেলায় পঞ্চগড় জেলা বিএনপি একাদশ ও দিনাজপুর জেলা বিএনপি একাদশ অংশগ্রহণ করে। লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টে রংপুর বিভাগের ১০টি সাংগঠনিক জেলা বিএনপি অংশ নিচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ

হাসিনার পলায়নের ফলে দেশে যে পরিবর্তন এসেছে, তা ধরে রাখতে হবে :আমীর খসরু

আপডেট সময় ০৬:২৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

আকাশ জাতীয় ডেস্ক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘তারেক রহমানের নেতৃত্বে আমরা যে বাংলাদেশ তৈরির স্বপ্ন দেখছি, সেই বাংলাদেশ তৈরি করতে হলে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে যে পরিবর্তন এসেছে, তা ধরে রাখতে হবে। সেই পরিবর্তনের ধারাকে বুকে লালন করে আগামীর বাংলাদেশ তৈরি করতে হবে।’

মঙ্গলবার লালমনিরহাট বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পঞ্চম খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘যদি আমরা পরিবর্তনকে মনে ধারণ করে পরিচ্ছন্ন রাজনীতি উপহার দিতে পারি, তাহলেই তারেক রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ চেয়েছি, সেই বাংলাদেশ তৈরি সম্ভব। বাংলাদেশি জাতীয়তাবাদ চেতনায় বিশ্বাসী সবাইকে সাথে নিয়ে এ যাত্রায় আমাদের জয়ী হতে হবে।’

তিনি বলেন, ‘বিগত দিনগুলোতে আমরা রাজপথে রক্ত দিয়েছি, জেলে গিয়েছি, অনেক নেতাকর্মী হারিয়েছি। কিন্তু একটা জায়গায় ভালো কাজ করেছি। বিএনপি নেতাকর্মীরা জ্বলে-পুড়ে খাঁটি স্বর্ণে পরিণত হয়েছে। এ জন্য বিএনপিকে ভাঙতে পারেনি। আমরা আজ অনেক শক্তিশালী। বিএনপিকে যারা যখন থামাতে গেছে, তখনই তারা ধ্বংস হয়ে গেছে। বিএনপিকে যারা ধ্বংস করতে চেয়েছিল, তারা আজ কোথায়?’

বিএনপির এই শীর্ষ পর্যায়ের নেতা বলেন, ‘দেশের গণতন্ত্রের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত সরকার দেখতে চায়। বিএনপি এ জন্য বিগত দিনে অনেক ত্যাগ শিকার করেছে, প্রয়োজনে আবার ত্যাগ শিকার করতে আমরা রাজি আছি।’

লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির জাতীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি ও লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক একেএম মমিনুল হক।

খেলায় পঞ্চগড় জেলা বিএনপি একাদশ ও দিনাজপুর জেলা বিএনপি একাদশ অংশগ্রহণ করে। লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টে রংপুর বিভাগের ১০টি সাংগঠনিক জেলা বিএনপি অংশ নিচ্ছে।