অাকাশ জাতীয় ডেস্ক:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধরলা নদী থেকে ৫৬৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ধরলা নদী থেকে উদ্ধার করা লোহার বাক্স থেকে এসব গুলি উদ্ধার করা হয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর কর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে স্থানীয় মাদ্রাসার দুই ছাত্র ধরলা নদীতে গোসল করছিল। এ সময় তারা একটি লোহার বাক্স দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই বাক্সটি খুলে ৫৬৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে।
তিনি আরও বলেন, গুলি রাখার বাক্সটির গায়ে ১৯৭০ সাল লেখা রয়েছে। এসব গুলি থ্রি নট থ্রি রাইফেলে ব্যবহার হয়ে থাকে বলে উল্লেখ করেন তিনি।
আকাশ নিউজ ডেস্ক 






















