ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমরা মা-বোনদের নিরাপত্তার ব্যাপারে অত্যন্ত এটেন্টিভ : ডা. শফিকুর রহমান আন্তর্জাতিক আদালতে সাক্ষ্য দিতে যাচ্ছেন তিন রোহিঙ্গা নির্বাচনে ৫ লাখ ৫৫ হাজার আনসার-ভিডিপি দায়িত্ব পালন করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গুলি ছুড়ে যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ ইরানি কর্তৃপক্ষকে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জাতিসংঘ মহাসচিবের দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে মাহফিল শোনার দরকার নেই :জামায়াতের আমির মো. মিজানুর রহমান বনশ্রীতে স্কুলছাত্রী খুনের ঘটনায় রেস্তোরাঁ কর্মী মিলন গ্রেপ্তার নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ইরানে বিরুদ্ধে ‘কঠোর’ পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের এসএসসি-এইচএসসি পরীক্ষার সময়সূচি জানাল শিক্ষা বোর্ড

বলিউড আন্টিদের আলোচনার ‘হট টপিক’ শুভমন

আকাশ বিনোদন ডেস্ক :

হুক আপ! ক্যাজুয়্যাল সেক্স বলা যায় বিষয়টাকে, জেন জি, জেন আলফা কিংবা মিলেনিয়ালসদের কাছে খুব পরিচিত শব্দ। ‘বলিউড আন্টিদের’ আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার শুভমন গিল আর হুক-আপ! ভাবছেন ব্যাপারটা কী? তাহলে চলুন খোলসা করা যাক। খবর হিন্দুস্তান টাইমসের।

বলিউডের শুভমন-যোগ নতুন নয়। এতদিন ‘শুভমন তুমি কোন সারার?’ সেই প্রশ্নে বিভ্রান্ত থেকেছে সকলে। এবার টিম ইন্ডিয়ার এই সুদর্শন ব্যাটসম্যান হয়ে উঠলেন ‘ফ্যাবুলাস লাইভস ভার্সেস বলিউড ওয়াইফস’দের আলোচনার হট টপিক। নেটফ্লিক্সের এই রিয়ালিটি শো সিরিজের তৃতীয় সিজন সদ্য মুক্তি পেয়েছে। সেই সিরিজের মাঝখানেই বলিউডের তারকা-পত্নী এবং দিল্লির সোশালাইটরা আলোচনায় মাতলেন হাঁটুর বয়সী শুভমনকে নিয়ে।

খোলা ছাদের নিচে জম্পেশ আড্ডা চলছিল খাবার টেবিলে বসে। সেখানেই উঠে আসন্ন এক ইভেন্টের কথা। যেখানে হাজির থাকবেন ক্রিকেটাররা। ভাবনা পাণ্ডের (অনন্যা পাণ্ডের মা) এই কথা শুনেই অভিনেত্রী তথা সমীর সোনির স্ত্রী নীলম কোঠারি জানতে চান, ‘ধোনি আসবে? আর শুভম’ (শুভমনের নাম গণ্ডোগোল করে)। নীলমের কথা শুনেই ভাবনার সপাট জবাব, ‘শুভম তোমার বয়সের চারের ভাগের এক ভাগ’। বান্ধবীর এমন বাঁকা ইঙ্গিতের জবাবে হাসতে হাসতে নীলম বলেন, ‘তো? আমি ওর সঙ্গে যৌনতায় লিপ্ত হতে চাই না…’।

এরপর নীলমের ভুল শুধরে দিতে চান ভাবনা, বলেন- ‘ওর নাম শুভম নয়, শুভনম’। এরপর কেউ বললেন, শুভম তো কারুর মুখ দিয়ে বেরিয়ে এল শবনম, কেউ বললেন শুভনম! শুভনমের সঠিক নাম উচ্চারণ করতে গিয়ে হোঁচট খেলেন ঋদ্ধিমা সাহানি, মাহিপ কাপুররা। ভিডিয়োর শেষে নীলমকে বলতে শোনা যায়,শুভমন যেন ভুলেও এই ভিডিওটি না দেখেন।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই হাসির রোল। সকলেই শুভমনকে এই সব ভুলে ক্রিকেটে মন দেওয়ার পরামর্শ দিয়েছেন। অনেকেই নেটফ্লিক্সকে তুলোধনা করেন এই ধরণের নিম্নরুচির বিনোদন তুলে ধরার জন্য। অনেকেই আবার বলেন, নারীবাদীরা রে রে করে তেড়ে আসত যদি উলটোটা ঘটত। প্রসঙ্গত, শুভমন গিলের বয়স মাত্র ২৫ বছর! সে জায়গায় নীলম কোঠারির বয়স এখন ৫৪! ২৯ বছরের বড় অভিনেত্রীর সঙ্গে ভাবনা শুভমনের নাম এইভাবে জড়ানোয় খুশি নয়, ক্রিকেট তারকার ভক্তরা।

প্রসঙ্গত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম টেস্টে ব্যাটিং বিপর্যয়ের শিকার হয়েছে টিম ইন্ডিয়া। সেই লজ্জাজনক হারের পর দ্বিতীয় টেস্টে শুভমনের ফেরার সম্ভাবনা চর্চায়। ঘাড়ের চোটের জেরে প্রথম টেস্টে দলে ছিলেন না ২৫ বছরের এই তারকা ব্যাটসম্যান। দ্বিতীয় টেস্টে কি ফিরবেন তিনি? রোহিত শর্মা তেমনই ইঙ্গিত দিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমরা মা-বোনদের নিরাপত্তার ব্যাপারে অত্যন্ত এটেন্টিভ : ডা. শফিকুর রহমান

বলিউড আন্টিদের আলোচনার ‘হট টপিক’ শুভমন

আপডেট সময় ১০:৩৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

আকাশ বিনোদন ডেস্ক :

হুক আপ! ক্যাজুয়্যাল সেক্স বলা যায় বিষয়টাকে, জেন জি, জেন আলফা কিংবা মিলেনিয়ালসদের কাছে খুব পরিচিত শব্দ। ‘বলিউড আন্টিদের’ আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার শুভমন গিল আর হুক-আপ! ভাবছেন ব্যাপারটা কী? তাহলে চলুন খোলসা করা যাক। খবর হিন্দুস্তান টাইমসের।

বলিউডের শুভমন-যোগ নতুন নয়। এতদিন ‘শুভমন তুমি কোন সারার?’ সেই প্রশ্নে বিভ্রান্ত থেকেছে সকলে। এবার টিম ইন্ডিয়ার এই সুদর্শন ব্যাটসম্যান হয়ে উঠলেন ‘ফ্যাবুলাস লাইভস ভার্সেস বলিউড ওয়াইফস’দের আলোচনার হট টপিক। নেটফ্লিক্সের এই রিয়ালিটি শো সিরিজের তৃতীয় সিজন সদ্য মুক্তি পেয়েছে। সেই সিরিজের মাঝখানেই বলিউডের তারকা-পত্নী এবং দিল্লির সোশালাইটরা আলোচনায় মাতলেন হাঁটুর বয়সী শুভমনকে নিয়ে।

খোলা ছাদের নিচে জম্পেশ আড্ডা চলছিল খাবার টেবিলে বসে। সেখানেই উঠে আসন্ন এক ইভেন্টের কথা। যেখানে হাজির থাকবেন ক্রিকেটাররা। ভাবনা পাণ্ডের (অনন্যা পাণ্ডের মা) এই কথা শুনেই অভিনেত্রী তথা সমীর সোনির স্ত্রী নীলম কোঠারি জানতে চান, ‘ধোনি আসবে? আর শুভম’ (শুভমনের নাম গণ্ডোগোল করে)। নীলমের কথা শুনেই ভাবনার সপাট জবাব, ‘শুভম তোমার বয়সের চারের ভাগের এক ভাগ’। বান্ধবীর এমন বাঁকা ইঙ্গিতের জবাবে হাসতে হাসতে নীলম বলেন, ‘তো? আমি ওর সঙ্গে যৌনতায় লিপ্ত হতে চাই না…’।

এরপর নীলমের ভুল শুধরে দিতে চান ভাবনা, বলেন- ‘ওর নাম শুভম নয়, শুভনম’। এরপর কেউ বললেন, শুভম তো কারুর মুখ দিয়ে বেরিয়ে এল শবনম, কেউ বললেন শুভনম! শুভনমের সঠিক নাম উচ্চারণ করতে গিয়ে হোঁচট খেলেন ঋদ্ধিমা সাহানি, মাহিপ কাপুররা। ভিডিয়োর শেষে নীলমকে বলতে শোনা যায়,শুভমন যেন ভুলেও এই ভিডিওটি না দেখেন।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই হাসির রোল। সকলেই শুভমনকে এই সব ভুলে ক্রিকেটে মন দেওয়ার পরামর্শ দিয়েছেন। অনেকেই নেটফ্লিক্সকে তুলোধনা করেন এই ধরণের নিম্নরুচির বিনোদন তুলে ধরার জন্য। অনেকেই আবার বলেন, নারীবাদীরা রে রে করে তেড়ে আসত যদি উলটোটা ঘটত। প্রসঙ্গত, শুভমন গিলের বয়স মাত্র ২৫ বছর! সে জায়গায় নীলম কোঠারির বয়স এখন ৫৪! ২৯ বছরের বড় অভিনেত্রীর সঙ্গে ভাবনা শুভমনের নাম এইভাবে জড়ানোয় খুশি নয়, ক্রিকেট তারকার ভক্তরা।

প্রসঙ্গত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম টেস্টে ব্যাটিং বিপর্যয়ের শিকার হয়েছে টিম ইন্ডিয়া। সেই লজ্জাজনক হারের পর দ্বিতীয় টেস্টে শুভমনের ফেরার সম্ভাবনা চর্চায়। ঘাড়ের চোটের জেরে প্রথম টেস্টে দলে ছিলেন না ২৫ বছরের এই তারকা ব্যাটসম্যান। দ্বিতীয় টেস্টে কি ফিরবেন তিনি? রোহিত শর্মা তেমনই ইঙ্গিত দিয়েছেন।