অাকাশ জাতীয় ডেস্ক:
বেনাপোল চেকপোষ্টের সাদিপুর মোড় থেকে বুধবার সকালে বিজিবি সদস্যরা সাড়ে ২২ হাজার ডলারসহ মাহমুদুল হাসান লিটন (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে। বেনাপোল বিজিবি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে বিজিবি সদস্যরা মাহমুদুল হাসান লিটনের শরীর ও কাছে থাকা ব্যাগ তল্লাশি করে সাড়ে ২২ হাজার ইউএস ডলার উদ্ধার করে। যার বাংলাদেশী সমমূল্যের টাকার পরিমাণ হচ্ছে প্রায় সাড়ে ১৮ লাখ টাকা।
আটক ব্যক্তি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বৈরাটি গ্রামের আব্দুল আজিজের ছেলে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের হয়েছে এবং আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্তা নেওয়া হবে।
আকাশ নিউজ ডেস্ক 























