ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইরান ইস্যু নিয়ে জার্মানিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:   

ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ এখন জার্মানি অবস্থান করছেন। ইরানের সঙ্গে করা পশ্চিমা শক্তিসমূহের ভেঙ্গে যাওয়া পরমাণু চুক্তি থেকে তাদের সরিয়ে নেওয়ার কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে রবিবার তিনি এ সফর শুরু করেন।

যুক্তরাষ্ট্র ও কয়েকটি পশ্চিমা দেশ ইরানের সঙ্গে ২০১৫ সালের চুক্তি নতুন করে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে। এ নিয়ে আলোচনা চলছে। নতুন এ উদ্যোগ সফল হলে ইরানের ওপর থেকে কিছু অবরোধ তুলে নেওয়া হবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী লাপিদ বলেছেন, পরমাণু চুক্তি বন্ধ এবং অবরোধ তুলে নেওয়া প্রতিহত করতে ইসরায়েল সফল কূটনৈতিক প্রচারণা চালাচ্ছে। এ প্রচারণা শেষ হয়নি। এখনো বহুদূর যেতে হবে। তবে, আশাব্যঞ্জক সাড়া পাওয়া যাচ্ছে বলেও উল্লেখ করেছেন তিনি।

ইসরায়েলের একজন সিনিয়র কর্মকর্তা বলছেন, আমাদের অবস্থান হলো, অন্তত মধ্য নভেম্বর পর্যন্ত পরমাণু চুক্তিতে ফেরা ঠেকানো। নতুন কৌশল প্রণয়নে আমরা আমাদের অংশীদারদের সাথে কাজ করছি।

ইসরায়েল জোর দিয়ে বলছে, ইরানের ওপর থেকে অবরোধ তুলে নেওয়া হলে দেশটি আর্থিকভাবে লাভবান হয়ে সে অর্থ তেলআবিবের ওপর হামলা চালাতে মিত্রদেশগুলোতে খরচ করবে। বিশেষ করে হামাস, হিজবুল্লাহ ও ইসলামিক জিহাদের কথা এ প্রসঙ্গে তুলে ধরা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান ইস্যু নিয়ে জার্মানিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৬:৩২:১৮ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:   

ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ এখন জার্মানি অবস্থান করছেন। ইরানের সঙ্গে করা পশ্চিমা শক্তিসমূহের ভেঙ্গে যাওয়া পরমাণু চুক্তি থেকে তাদের সরিয়ে নেওয়ার কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে রবিবার তিনি এ সফর শুরু করেন।

যুক্তরাষ্ট্র ও কয়েকটি পশ্চিমা দেশ ইরানের সঙ্গে ২০১৫ সালের চুক্তি নতুন করে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে। এ নিয়ে আলোচনা চলছে। নতুন এ উদ্যোগ সফল হলে ইরানের ওপর থেকে কিছু অবরোধ তুলে নেওয়া হবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী লাপিদ বলেছেন, পরমাণু চুক্তি বন্ধ এবং অবরোধ তুলে নেওয়া প্রতিহত করতে ইসরায়েল সফল কূটনৈতিক প্রচারণা চালাচ্ছে। এ প্রচারণা শেষ হয়নি। এখনো বহুদূর যেতে হবে। তবে, আশাব্যঞ্জক সাড়া পাওয়া যাচ্ছে বলেও উল্লেখ করেছেন তিনি।

ইসরায়েলের একজন সিনিয়র কর্মকর্তা বলছেন, আমাদের অবস্থান হলো, অন্তত মধ্য নভেম্বর পর্যন্ত পরমাণু চুক্তিতে ফেরা ঠেকানো। নতুন কৌশল প্রণয়নে আমরা আমাদের অংশীদারদের সাথে কাজ করছি।

ইসরায়েল জোর দিয়ে বলছে, ইরানের ওপর থেকে অবরোধ তুলে নেওয়া হলে দেশটি আর্থিকভাবে লাভবান হয়ে সে অর্থ তেলআবিবের ওপর হামলা চালাতে মিত্রদেশগুলোতে খরচ করবে। বিশেষ করে হামাস, হিজবুল্লাহ ও ইসলামিক জিহাদের কথা এ প্রসঙ্গে তুলে ধরা হয়।