আকাশ নিউজ ডেস্ক:
বিখ্যাত ব্যক্তি বা জায়গার নামের সঙ্গে মিলিয়ে সন্তানের নাম রাখার রীতি নতুন নয়। কিন্তু স্ট্রিট ফুডের বা খাবারের নামে সন্তানের নাম রাখার ঘটনা বিরলই বলা চলে। ভোজন রসিকের কমতি নেই দুনিয়া জুড়ে। সেইসঙ্গে উপ-মহাদেশিয় খাবারের বেশ কদর দুনিয়া জুড়েই। কিন্তু আপনি যতই ভোজন রসিক হোন না কেন, নিজের সন্তানের নাম নিশ্চই কখনো খাবারের নামে রাখতে চাইবেন না।
সম্প্রতি যুক্তরাজ্যের এক দম্পতি তাদের সন্তানের নাম রেখেছেন পাকোড়া রাখা। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরেই শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। এ নিয়েই আগ্রহটাওকেম দেখাননি নেটিজেনরা।
সবজাতকের নাম পাকোড়া রাখার বিষয়টি আয়ারল্যান্ডের নিউটাউনঅ্যাবে রেস্তোরাঁ দ্য ক্যাপ্টেনস টেবিল ফেসবুকে জানিয়েছে। রেস্তোরাঁটি যুক্তরাজ্যের এক দম্পতির অর্ডারের রসিদসহ ২৪ আগস্ট জন্মগ্রহণকারী নবজাতক মেয়েটির একটি ছবি শেয়ার করেছে। নবজাতকের মা তার মেয়ের নাম রেখেছিলেন ‘পাকোড়া’। কারণ এই খাবারটি রেস্টুরেন্টে তার প্রিয় খাবারগুলির মধ্যে একটি।
তারা এই পোস্ট করার পর থেকে হাজার হাজার বার শেয়ার এবং প্রচুর মন্তব্য এসেছে। এতে অনেকেই বিমোহিত হয়ে পড়েন। একজন ব্যক্তি লিখেছেন, ‘আমি যদি মার্কিন যুক্তরাষ্ট্রে আপনার খাবার পেতাম! একটি চিকেন পাকোড়া স্যান্ডউইচ, ইয়াম! এবং সেই শিশুটি সুন্দর। অভিনন্দন!’
অন্য অনেক ব্যবহারকারী রসিকতা করে তাদের বাচ্চাদের খাবারের নাম দিয়ে নাম পরিবর্তন করতে শুরু করেছেন। একজন লিখেছেন, ‘আমার বাবা-মা আমার নাম রেখেছেন স্ক্র্যাম্বলড এগস, আমার ভাইয়ের জালাপেনো পপার- আমি বুঝতে পারছি না কেন তার নাম আপনাদের সবার কাছে অদ্ভুত।’
অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, ‘আমার মা আমার নাম রেখেছিলেন কুয়েসাডিলা। আমার ১৮ বছর বয়সের পর আইনগতভাবে আমার নাম পরিবর্তন করতে হয়েছিল।
আরেকজন তো বলেই বসেছে, ‘আমি আমার পরের দুই বাচ্চার নাম রাখবো পেঁয়াজ আর ভাজি।’
আকাশ নিউজ ডেস্ক 



















