ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা ‘ধর্মের নামে ব্যবসা করে যারা নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো গ্রহণযোগ্যতা পাবে না’:ফারুক পার্থকে ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী গণহত্যার বিচারে ধরনের কম্প্রোমাইজ নয়: প্রসিকিউটর তামিম স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে ৩১ ভরি স্বর্ণ নির্বাচনে ভোট ডাকাতি যেন আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা ইরানে অর্ধশতাধিক মসজিদ-১৮০ অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস

প্রতি ডলারে সর্বোচ্চ মুনাফা হবে এক টাকা: কেন্দ্রীয় ব্যাংক

আকাশ জাতীয় ডেস্ক:   

দেশে ডলারের অস্থিরতা কাটাতে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এবার ব্যাংকের ডলার কেনা ও বেচার মধ্যে সর্বোচ্চ এক টাকা মুনাফা করার সিদ্ধান্ত দেয় কেন্দ্রীয় ব্যাংক।

ডলার বাজারে অস্থিরতা কাটাতে কেন্দ্রীয় ব্যাংকে অনুষ্ঠিত এক বৈঠকে এমন নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবি ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকের সংগঠন বাফেদা এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে গভর্নর আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সব ডেপুটি গভর্নরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় এবিবির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসেন, বাফেদার চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের এমডি আতাউর রহমান প্রধানসহ বিভিন্ন ব্যাংকের এমডিরা অংশ নেন।

বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, বেশ কিছুদিন ধরে ডলার বাজারে একটা টানাপোড়েন চলছে। এ থেকে কীভাবে উত্তোরণ করা যায়, সে বিষয়ে বাফেদা ও এবিবির সঙ্গে বৈঠক হয়েছে। ব্যাংকাররাও মনে করেন আমদানি যেভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে, তাতে খুব স্বল্প সময়ের মধ্যে মুদ্রাবাজার স্থিতিশীল হয়ে আসবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জানান, রপ্তানির অর্থ দ্রুত দেশে আনা এবং আন্তঃব্যাংক লেনদেন কার্যকর করতে বলা হয়েছে। রপ্তানিকারককে কম দর দিয়ে আমদানিকারকের থেকে বেশি নেওয়ার অভিযোগ রয়েছে।

এক্ষেত্রে একটা সমতার মাধ্যমে দর নির্ধারিত করে কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করতে বলা হয়েছে। ডলারের একরকম দর দেখিয়ে আরেক দামে বেচাকেনার কোনো তথ্য পাওয়া গেলে ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি

প্রতি ডলারে সর্বোচ্চ মুনাফা হবে এক টাকা: কেন্দ্রীয় ব্যাংক

আপডেট সময় ০৩:৩৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২

আকাশ জাতীয় ডেস্ক:   

দেশে ডলারের অস্থিরতা কাটাতে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এবার ব্যাংকের ডলার কেনা ও বেচার মধ্যে সর্বোচ্চ এক টাকা মুনাফা করার সিদ্ধান্ত দেয় কেন্দ্রীয় ব্যাংক।

ডলার বাজারে অস্থিরতা কাটাতে কেন্দ্রীয় ব্যাংকে অনুষ্ঠিত এক বৈঠকে এমন নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবি ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকের সংগঠন বাফেদা এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে গভর্নর আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সব ডেপুটি গভর্নরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় এবিবির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসেন, বাফেদার চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের এমডি আতাউর রহমান প্রধানসহ বিভিন্ন ব্যাংকের এমডিরা অংশ নেন।

বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, বেশ কিছুদিন ধরে ডলার বাজারে একটা টানাপোড়েন চলছে। এ থেকে কীভাবে উত্তোরণ করা যায়, সে বিষয়ে বাফেদা ও এবিবির সঙ্গে বৈঠক হয়েছে। ব্যাংকাররাও মনে করেন আমদানি যেভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে, তাতে খুব স্বল্প সময়ের মধ্যে মুদ্রাবাজার স্থিতিশীল হয়ে আসবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জানান, রপ্তানির অর্থ দ্রুত দেশে আনা এবং আন্তঃব্যাংক লেনদেন কার্যকর করতে বলা হয়েছে। রপ্তানিকারককে কম দর দিয়ে আমদানিকারকের থেকে বেশি নেওয়ার অভিযোগ রয়েছে।

এক্ষেত্রে একটা সমতার মাধ্যমে দর নির্ধারিত করে কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করতে বলা হয়েছে। ডলারের একরকম দর দেখিয়ে আরেক দামে বেচাকেনার কোনো তথ্য পাওয়া গেলে ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক।