অাকাশ জাতীয় ডেস্ক:
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর আলী লক্ষ্মীপুরের রামগতিতে নিষিদ্ধ সময়ে মেঘনা নদীতে ইলিশ ধরার অপরাধে ৯ জেলেকে আটক করে রোববার দুপুরে তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
পুলিশ জানায়, মেঘনা নদীর চরগজারিয়া এলাকায় মাছ ধরার সময় সকালে ৯ জেলেকে আটক করা হয়। আটকদের কারাদণ্ডের আদেশ দেয়ায় তারা থানা হেফাজতে রয়েছে। প্রশাসনের এ অভিযান অব্যহত থাকব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর আলী জানান,আগামী ২২ দিন ইলিশ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রশাসন তৎপর রয়েছে। সার্বক্ষণিক নদীতে নজরদারি করা হচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 
























