ঢাকা ১১:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি নেতা সাজুকে বহিষ্কার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ডাকসুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস

বারান্দায় আসতেই আ.লীগ নেতাকে গুলি, আটক ৩, অস্ত্র উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালুর মুন্সিডাঙ্গার বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তিনি ঘর থেকে বের হয়ে বারান্দায় আসতেই তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান তিনি। এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে নগরীর মিয়াপাড়ায়, রাজশাহী সিটি হাটের ইজারাদার আতিকুর রহমানের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে বোয়ালিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে গাড়ির পথ অনুসরণ করে উপশহরের একটি বাসা থেকে তিনজনকে আটকসহ দুটি শটগান, একটি পিস্তল, তিনটি ম্যাগজিন ও শতাধিক রাউন্ড গুলি উদ্ধার করে। পুলিশ অস্ত্রধারীদের ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করেছে।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, দুজন ব্যক্তি হাতে অস্ত্র নিয়ে আতিকুর রহমানের বাড়ির সামনে ঘোরাঘুরি করছেন। একপর্যায়ে বাড়ির ভেতরেও প্রবেশ করতে দেখা যায় তাদের। কিছুক্ষণ পর বাড়ি থেকে বেরিয়ে পালিয়ে যায় তারা।

শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে একটি প্রাইভেটকারযোগে তার মুন্সিডাঙ্গার বাসার প্রধান ফটকে যায় একদল দুর্বৃত্ত। অস্ত্রধারীরা গেটম্যানের কাছে কালুর খোঁজ করে। আওয়ামী লীগ নেতা কালু ঘুম থেকে উঠে বারান্দায় দাঁড়ালে অস্ত্রধারীরা তাকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি চালায়। পরে তারা পালিয়ে যায়।

এদিকে রবিবার সকাল থেকে পুলিশ ও বিভিন্ন সংস্থার লোকজন আটককৃত ব্যক্তিদের বোয়ালিয়া থানায় জিজ্ঞাসাবাদ করেছেন বলে জানা গেছে। পুলিশ ও র‌্যাবের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অস্ত্রধারীরা কী উদ্দেশ্যে আতিকুর রহমান কালুকে হত্যা করতে এসেছিল- তার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ।

আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান কালু অভিযোগে জানান, প্রতিদিনের মতো তিনি রাত সাড়ে ১১টায় ঘুমিয়ে পড়েন। বোয়ালিয়া থানাধীন মুন্সিডাঙ্গা রানীবাজার এলাকার ছয়তলা ভবনটির তিনতলায় থাকেন তিনি। রাত সোয়া একটার দিকে বাসার প্রধান ফটকে চিৎকার চেঁচামেচি গালাগালি শুনে তার ঘুম ভাঙে।

তিনি ভবনের তিনতলার বারান্দায় দাঁড়িয়ে গেটম্যান আমজাদের কাছে ঘটনা জানতে চান। এ সময় একদল অস্ত্রধারী লোক তাকেই খুঁজছেন বলে জানিয়ে শটগান থেকে পরপর তিনটি গুলি ছুড়েন। তবে দ্রুত মাথা নিচু করায় গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে বারান্দার গ্রিলে লাগে।

এদিকে গুলির শব্দে মহল্লার লোকজন বাসা থেকে রেবিয়ে এলে অস্ত্রধারীরা গাড়ি নিয়ে পালিয়ে যায়। দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছে সিসিটিভি ফুটেজ দেখে গাড়িটিকে শনাক্ত করেন। পুলিশ গাড়ির পথ অনুসরণ করে রাত ২টার দিকে উপশহরের একটি ভবনে অভিযান চালিয়ে ওয়াহিদ জামিল মুরাদ লিঙ্কন (৪৬), তার গাড়িচালক সজল আলি (৩৮) এবং অজ্ঞাত এক ব্যক্তিকে আটক করেন।

ওই বাসা থেকে দুটি শটগান, একটি পিস্তল, দুটি ম্যাগজিন ও গুলি উদ্ধার করেন। সেই সঙ্গে অস্ত্রধারীদের ব্যবহৃত ঢাকা-মেট্টো-খ-১১-৮৩৮৫ নম্বরের একটি টয়োটা গাড়ি জব্দ করেন।

বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম জানান, আটককৃত মুরাদ লিঙ্কন নিজেকে একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের পরিচালক পরিচয় দিয়েছেন। কেন তারা গভীর রাতে আওয়ামী লীগ নেতা কালুর বাড়িতে তাকে হত্যা করতে গিয়েছিলেন সেই তথ্য উদঘাটনের চেষ্টা করছে পুলিশ। ওয়াহিদ জামিল মুরাদ লিঙ্কনের বাড়ি নগরীর উপকণ্ঠ নওহাটায়। তবে উপশহরের একটি ভবনে তিনি পরিবার নিয়ে বসবাস করেন।

এ ঘটনায় রবিবার দুপুরে থানায় একটি এজাহার দিয়েছেন আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান কালু।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে ঘুসের টাকাসহ পরিবার পরিকল্পনা অফিস সহকারী আটক

বারান্দায় আসতেই আ.লীগ নেতাকে গুলি, আটক ৩, অস্ত্র উদ্ধার

আপডেট সময় ০৪:৪৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালুর মুন্সিডাঙ্গার বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তিনি ঘর থেকে বের হয়ে বারান্দায় আসতেই তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান তিনি। এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে নগরীর মিয়াপাড়ায়, রাজশাহী সিটি হাটের ইজারাদার আতিকুর রহমানের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে বোয়ালিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে গাড়ির পথ অনুসরণ করে উপশহরের একটি বাসা থেকে তিনজনকে আটকসহ দুটি শটগান, একটি পিস্তল, তিনটি ম্যাগজিন ও শতাধিক রাউন্ড গুলি উদ্ধার করে। পুলিশ অস্ত্রধারীদের ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করেছে।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, দুজন ব্যক্তি হাতে অস্ত্র নিয়ে আতিকুর রহমানের বাড়ির সামনে ঘোরাঘুরি করছেন। একপর্যায়ে বাড়ির ভেতরেও প্রবেশ করতে দেখা যায় তাদের। কিছুক্ষণ পর বাড়ি থেকে বেরিয়ে পালিয়ে যায় তারা।

শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে একটি প্রাইভেটকারযোগে তার মুন্সিডাঙ্গার বাসার প্রধান ফটকে যায় একদল দুর্বৃত্ত। অস্ত্রধারীরা গেটম্যানের কাছে কালুর খোঁজ করে। আওয়ামী লীগ নেতা কালু ঘুম থেকে উঠে বারান্দায় দাঁড়ালে অস্ত্রধারীরা তাকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি চালায়। পরে তারা পালিয়ে যায়।

এদিকে রবিবার সকাল থেকে পুলিশ ও বিভিন্ন সংস্থার লোকজন আটককৃত ব্যক্তিদের বোয়ালিয়া থানায় জিজ্ঞাসাবাদ করেছেন বলে জানা গেছে। পুলিশ ও র‌্যাবের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অস্ত্রধারীরা কী উদ্দেশ্যে আতিকুর রহমান কালুকে হত্যা করতে এসেছিল- তার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ।

আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান কালু অভিযোগে জানান, প্রতিদিনের মতো তিনি রাত সাড়ে ১১টায় ঘুমিয়ে পড়েন। বোয়ালিয়া থানাধীন মুন্সিডাঙ্গা রানীবাজার এলাকার ছয়তলা ভবনটির তিনতলায় থাকেন তিনি। রাত সোয়া একটার দিকে বাসার প্রধান ফটকে চিৎকার চেঁচামেচি গালাগালি শুনে তার ঘুম ভাঙে।

তিনি ভবনের তিনতলার বারান্দায় দাঁড়িয়ে গেটম্যান আমজাদের কাছে ঘটনা জানতে চান। এ সময় একদল অস্ত্রধারী লোক তাকেই খুঁজছেন বলে জানিয়ে শটগান থেকে পরপর তিনটি গুলি ছুড়েন। তবে দ্রুত মাথা নিচু করায় গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে বারান্দার গ্রিলে লাগে।

এদিকে গুলির শব্দে মহল্লার লোকজন বাসা থেকে রেবিয়ে এলে অস্ত্রধারীরা গাড়ি নিয়ে পালিয়ে যায়। দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছে সিসিটিভি ফুটেজ দেখে গাড়িটিকে শনাক্ত করেন। পুলিশ গাড়ির পথ অনুসরণ করে রাত ২টার দিকে উপশহরের একটি ভবনে অভিযান চালিয়ে ওয়াহিদ জামিল মুরাদ লিঙ্কন (৪৬), তার গাড়িচালক সজল আলি (৩৮) এবং অজ্ঞাত এক ব্যক্তিকে আটক করেন।

ওই বাসা থেকে দুটি শটগান, একটি পিস্তল, দুটি ম্যাগজিন ও গুলি উদ্ধার করেন। সেই সঙ্গে অস্ত্রধারীদের ব্যবহৃত ঢাকা-মেট্টো-খ-১১-৮৩৮৫ নম্বরের একটি টয়োটা গাড়ি জব্দ করেন।

বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম জানান, আটককৃত মুরাদ লিঙ্কন নিজেকে একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের পরিচালক পরিচয় দিয়েছেন। কেন তারা গভীর রাতে আওয়ামী লীগ নেতা কালুর বাড়িতে তাকে হত্যা করতে গিয়েছিলেন সেই তথ্য উদঘাটনের চেষ্টা করছে পুলিশ। ওয়াহিদ জামিল মুরাদ লিঙ্কনের বাড়ি নগরীর উপকণ্ঠ নওহাটায়। তবে উপশহরের একটি ভবনে তিনি পরিবার নিয়ে বসবাস করেন।

এ ঘটনায় রবিবার দুপুরে থানায় একটি এজাহার দিয়েছেন আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান কালু।