আকাশ জাতীয় ডেস্ক:
কুমিল্লায় সোহেল রানা (৩৫) নামে এক যুবকের গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। বুধবার (৩ আগস্ট) দিবাগত রাতে দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত সোহেল রানাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী হাজেরা বেগমকে (৩২) আটক করেছে পুলিশ। সোহেল রানা রাধানগর গ্রামের তৈয়ব আলীর ছেলে। এই দম্পতির ৩টি সন্তান রয়েছে।
দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর জানান, সোহেল রানার সঙ্গে তার স্ত্রী হাজেরার দীর্ঘদিনের কলহ চলছিল। সেই কলহের জের ধরে বুধবার দিবাগত রাতে ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত সোহেল মিয়ার গোপনাঙ্গ কেটে দেন হাজেরা। এ সময় সোহেলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। স্ত্রী হাজেরাকে পুলিশের হেফাজতে আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আকাশ নিউজ ডেস্ক 



















