ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদি হত্যার কেবল চার আসামি নয়, সম্পূর্ণ নেটওয়ার্কের বিচার চাই: ইনকিলাব মঞ্চ অচেতন অবস্থায় রংপুরে উদ্ধার গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী কোনো বিশেষ ক্ষেত্রে ভোট দেওয়ার নির্দেশনা দেওয়া সরকারের উচিত নয়: আমির খসরু আওয়ামী লীগকে নির্বাচনে আনতে আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই: শফিকুল আলম আমরা এখন আর আইসিইউতে নেই, কেবিনে উঠে এসেছি: অর্থ উপদেষ্টা ‘বন্দি থাকাকালে বেগম জিয়ার পক্ষে কথা বলার কেউই ছিলেন না’:আসিফ নজরুল নোয়াখালীকে হারিয়ে টেবিলের শীর্ষে চট্টগ্রাম রয়্যালস খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা জোট নয়, এককভাবেই নির্বাচনে লড়বে ইসলামী আন্দোলন ওসমান হাদির ভাইকে যুক্তরাজ্যে বাংলাদেশ মিশনে নিয়োগ

প্রথম দফায় দেশে ফিরলেন তাসকিন-মিরাজরা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ওয়েস্ট ইন্ডিজ থেকে দফায় দফায় দেশে ফেরার কথা ছিল বাংলাদেশের ক্রিকেটারদের। ইতিমধ্যেই প্রথম দফায় দেশে পৌঁছেও গেছেন তাসকিন-মিরাজরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ সময় আনুমানিক বিকেল পাঁচটায় অবতরণ করে টাইগারদের বহনকারী বিমানটি।

প্রথম ভাগে ক্রিকেটারও কোচিং স্টাফসহ ফিরেছেন মোটে ছয়জন। এরমধ্যে ক্রিকেটার রয়েছেন কেবল দুজন। তারা হলেন- টাইগার পেসার তাসকিন আহমেদ ও ডানহাতি স্পিনার মেহেদি হাসান মিরাজ। বাকি চারজনের মধ্যে রয়েছেন ফিল্ডিং কোচ শন ম্যাকডারমট ও ক্রিকেট অপারেশন্স ম্যানেজার নাফিস ইকবাল। তাদের সঙ্গে রয়েছেন- দুজন সাপোর্টিং স্টাফও।

এদিকে দেশে পৌঁছানো ফিল্ডিং কোচ শন ম্যাকডারমটও বুধবার রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। অন্যদিকে ব্যাটিং কোচ জেমি সিডন্স ও ফিজিও বায়েজিদুল ইসলাম সবার আগে দেশে ফেরেন। আর ইতিমধ্যে ঢাকা ছেড়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন সিডন্স।

বাংলাদেশ দলের দ্বিতীয় বহরটি দেশে ফিরবে আগামীকাল বৃহস্পতিবার। ধারণা করা হচ্ছে বিকেল পাঁচটা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তারা। দ্বিতীয় দফায় ফিরবেন- বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, ওপেনার লিটন কুমার দাস, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকতসহ বাকি ক্রিকেটাররা।

অন্যদিকে দুফার কোনোটিতেই থাকছেন না ওয়ানডে দলের অধিনায়ক ও দেশসেরা ওপেনার তামিম ইকবাল খান। জানা গেছে, সেখান থেকে সোজা লন্ডনে পাড়ি জমাবেন বাঁ-হাতি এই টাইগার ওপেনার। সেখানে অবকাশ যাপনের পরে দেশের উদ্দেশে রওনা দেবেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার।

উল্লেখ্য, পূর্ণাঙ্গ এই সিরিজের শুরুটা মোটেও সুখকর ছিল না। টেস্ট সিরিজের দুই ম্যাচেই ইনিংস ব্যবধানের হারের শঙ্কায় পড়েছিলো দল। উভয় ম্যাচে ইনিংস হার এড়ানো গেলেও বড় হার আটকাতে পারেননি রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। টি-টোয়েন্টিতেও দেখা মেলে একই চিত্র।

তবে ওয়ানডে সিরিজেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করে দল। আর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ করেন তামিমরা। তিন ম্যাচে ১১৭ রান করে ওয়ানডে সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত টাইগার দলনেতা

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাদি হত্যার কেবল চার আসামি নয়, সম্পূর্ণ নেটওয়ার্কের বিচার চাই: ইনকিলাব মঞ্চ

প্রথম দফায় দেশে ফিরলেন তাসকিন-মিরাজরা

আপডেট সময় ০৭:৩০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ওয়েস্ট ইন্ডিজ থেকে দফায় দফায় দেশে ফেরার কথা ছিল বাংলাদেশের ক্রিকেটারদের। ইতিমধ্যেই প্রথম দফায় দেশে পৌঁছেও গেছেন তাসকিন-মিরাজরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ সময় আনুমানিক বিকেল পাঁচটায় অবতরণ করে টাইগারদের বহনকারী বিমানটি।

প্রথম ভাগে ক্রিকেটারও কোচিং স্টাফসহ ফিরেছেন মোটে ছয়জন। এরমধ্যে ক্রিকেটার রয়েছেন কেবল দুজন। তারা হলেন- টাইগার পেসার তাসকিন আহমেদ ও ডানহাতি স্পিনার মেহেদি হাসান মিরাজ। বাকি চারজনের মধ্যে রয়েছেন ফিল্ডিং কোচ শন ম্যাকডারমট ও ক্রিকেট অপারেশন্স ম্যানেজার নাফিস ইকবাল। তাদের সঙ্গে রয়েছেন- দুজন সাপোর্টিং স্টাফও।

এদিকে দেশে পৌঁছানো ফিল্ডিং কোচ শন ম্যাকডারমটও বুধবার রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। অন্যদিকে ব্যাটিং কোচ জেমি সিডন্স ও ফিজিও বায়েজিদুল ইসলাম সবার আগে দেশে ফেরেন। আর ইতিমধ্যে ঢাকা ছেড়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন সিডন্স।

বাংলাদেশ দলের দ্বিতীয় বহরটি দেশে ফিরবে আগামীকাল বৃহস্পতিবার। ধারণা করা হচ্ছে বিকেল পাঁচটা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তারা। দ্বিতীয় দফায় ফিরবেন- বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, ওপেনার লিটন কুমার দাস, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকতসহ বাকি ক্রিকেটাররা।

অন্যদিকে দুফার কোনোটিতেই থাকছেন না ওয়ানডে দলের অধিনায়ক ও দেশসেরা ওপেনার তামিম ইকবাল খান। জানা গেছে, সেখান থেকে সোজা লন্ডনে পাড়ি জমাবেন বাঁ-হাতি এই টাইগার ওপেনার। সেখানে অবকাশ যাপনের পরে দেশের উদ্দেশে রওনা দেবেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার।

উল্লেখ্য, পূর্ণাঙ্গ এই সিরিজের শুরুটা মোটেও সুখকর ছিল না। টেস্ট সিরিজের দুই ম্যাচেই ইনিংস ব্যবধানের হারের শঙ্কায় পড়েছিলো দল। উভয় ম্যাচে ইনিংস হার এড়ানো গেলেও বড় হার আটকাতে পারেননি রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। টি-টোয়েন্টিতেও দেখা মেলে একই চিত্র।

তবে ওয়ানডে সিরিজেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করে দল। আর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ করেন তামিমরা। তিন ম্যাচে ১১৭ রান করে ওয়ানডে সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত টাইগার দলনেতা