ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

কোটি টাকার সম্পত্তি রিকশাচালককে দিলেন বৃদ্ধা!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পরিচিত এক রিকশাচালককে অন্তত কোটি টাকার সম্পত্তি দান করেছেন মিনতি পট্টনায়েক নামের এক বৃদ্ধা। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, ভারতের পূর্ব উপকূলীয় রাজ্য ওড়িশার কটকের বাসিন্দা মিনতি পট্টনায়েক।

স্বামী ও মেয়েকে নিয়েই ছিল ৬৩ বছরের এই বৃদ্ধার সংসার। বরাবরই তাদের টুকটাক কাজ করে দিতেন বুদ্ধ শ্যামল নামের এক রিকশাচালক। রিকশায় পৌঁছে দিতেন গন্তব্যে।

২০২০ সালে মৃত্যু হয় মিনতির স্বামীর। পরের বছর মারা যান তার মেয়ে। স্বাভাবিকভাবেই একা হয়ে যান ওই বৃদ্ধা। অনেক আত্মীয়স্বজন থাকলেও মিনতির একাকীত্ব ঘোঁচাতে পাশে এসে দাঁড়াননি কেউই। কিন্তু রিকশাচালক বুদ্ধ ও তার পরিবার সব সময়ই মিনতির পাশে ছিলেন।

তাই নিজের বাড়ি, গয়নাসহ মোট কোটি টাকার সম্পত্তি ওই রিকশাচালককে দান করার সিদ্ধান্ত নিয়েছের মিনতি।

মিনতি পট্টনায়েক বলেন, স্বামী-সন্তানের মৃত্যুর পর সম্পত্তির কোনো মূল্য নেই। দুঃসময়ে বুদ্ধ ও তার পরিবার ছাড়া কেউ আমার পাশে দাঁড়ায়নি। তারা আমার জন্য প্রাণপাত করে চলেছে। এ কারণেই আমার সমস্ত সম্পত্তি বুদ্ধকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যাতে আমার মৃত্যুর পর কেউ তাদের সমস্যায় না ফেলতে পারে।

এমন উপহারের কথা কল্পনাও করেননি রিকশাচালক বুদ্ধ। তিনি বলেন, ২৫ বছর ধরে পট্টনায়েক পরিবারের সঙ্গে রয়েছি। এই পরিবারের সদস্য ছাড়া আর কেউ আমার রিকশায় ওঠেননি। তবে কোনো দিনও এমন কিছু আশা করিনি।

বুদ্ধ আরও বলেন, তিনি এত বছর মিনতির পাশে ছিলেন, আগামীতেও থাকবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

কোটি টাকার সম্পত্তি রিকশাচালককে দিলেন বৃদ্ধা!

আপডেট সময় ০৯:১৮:৫০ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পরিচিত এক রিকশাচালককে অন্তত কোটি টাকার সম্পত্তি দান করেছেন মিনতি পট্টনায়েক নামের এক বৃদ্ধা। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, ভারতের পূর্ব উপকূলীয় রাজ্য ওড়িশার কটকের বাসিন্দা মিনতি পট্টনায়েক।

স্বামী ও মেয়েকে নিয়েই ছিল ৬৩ বছরের এই বৃদ্ধার সংসার। বরাবরই তাদের টুকটাক কাজ করে দিতেন বুদ্ধ শ্যামল নামের এক রিকশাচালক। রিকশায় পৌঁছে দিতেন গন্তব্যে।

২০২০ সালে মৃত্যু হয় মিনতির স্বামীর। পরের বছর মারা যান তার মেয়ে। স্বাভাবিকভাবেই একা হয়ে যান ওই বৃদ্ধা। অনেক আত্মীয়স্বজন থাকলেও মিনতির একাকীত্ব ঘোঁচাতে পাশে এসে দাঁড়াননি কেউই। কিন্তু রিকশাচালক বুদ্ধ ও তার পরিবার সব সময়ই মিনতির পাশে ছিলেন।

তাই নিজের বাড়ি, গয়নাসহ মোট কোটি টাকার সম্পত্তি ওই রিকশাচালককে দান করার সিদ্ধান্ত নিয়েছের মিনতি।

মিনতি পট্টনায়েক বলেন, স্বামী-সন্তানের মৃত্যুর পর সম্পত্তির কোনো মূল্য নেই। দুঃসময়ে বুদ্ধ ও তার পরিবার ছাড়া কেউ আমার পাশে দাঁড়ায়নি। তারা আমার জন্য প্রাণপাত করে চলেছে। এ কারণেই আমার সমস্ত সম্পত্তি বুদ্ধকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যাতে আমার মৃত্যুর পর কেউ তাদের সমস্যায় না ফেলতে পারে।

এমন উপহারের কথা কল্পনাও করেননি রিকশাচালক বুদ্ধ। তিনি বলেন, ২৫ বছর ধরে পট্টনায়েক পরিবারের সঙ্গে রয়েছি। এই পরিবারের সদস্য ছাড়া আর কেউ আমার রিকশায় ওঠেননি। তবে কোনো দিনও এমন কিছু আশা করিনি।

বুদ্ধ আরও বলেন, তিনি এত বছর মিনতির পাশে ছিলেন, আগামীতেও থাকবেন।