ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: ফখরুলের অভিযোগ নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর-আগুন ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে: জাইমা রহমান চাকরির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা তা দেখা উচিত : আমীর খসরু ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি ভুয়া জরিপ ও মিথ্যা প্রচারণা দিয়ে রাজনৈতিক ইতিহাস বদলানো যাবে না : দুদু গণ-অভ্যুত্থানের নিষ্ঠুরতম খুনিদের বিচার নিশ্চিত করা হবে : তাজুল ইসলাম এক্সপেকটেশন যদি ১০ থাকে, অন্তত চার তো অর্জন করতে পেরেছি : আসিফ নজরুল

লোক দেখানো ইবাদত আমল নষ্ট করে

আকাশ নিউজ ডেস্ক:

ইসলামের দৃষ্টিতে রিয়া শব্দটির অর্থ দেখানো, দৃশ্যমান করা। শরিয়তের দৃষ্টিতে কেউ যদি মানুষকে দেখানোর জন্য বা সমাজে বাহবা পাওয়ার জন্য কোনো আমল বা অভিনয় করে কিংবা সমাজে লোকে তাকে ধার্মিক বলবে এবং সম্মান করবে, দান করার জন্য দানশীল বলবে, এ উদ্দেশ্যে নিজেকে মানুষের সামনে আল্লাহভীরু পরহেজগার হিসেবে উপস্থাপিত করার জন্য আমল করে ইসলামের পরিভাষায় তাকে রিয়া বা লোক দেখানো আমল বলে। রিয়া হলো লোক দেখানো ইবাদত। অথচ আমাদের ইবাদত হবে আল্লাহতায়ালার সন্তুষ্টির জন্য।

আল্লাহতায়ালা ইরশাদ করেন, ‘যে ব্যক্তি তার প্রভুর সান্নিধ্য লাভের আশা রাখে সে যেন নেক কাজ করে এবং তার ইবাদতে অন্য কাউকে শরিক না করে।’ আল্লাহ আরও বলেন, ‘ওইসব নামাজি লোকের জন্য ওয়ায়েল দোজখ, যারা অন্যমনস্কভাবে নামাজ পড়ে এবং অন্যকে দেখায়।’

হাদিসে ইরশাদ হয়েছে, ‘কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাজির হওয়া পরহেজগার এক বান্দাকে জিজ্ঞেস করা হবে, তুমি কী প্রকার ইবাদত করেছ? সেই পরহেজগার ব্যক্তি বলবে আমি আপনার রাস্তায় আপনার দীনকে প্রতিষ্ঠার জন্য আমার জীবনকে কোরবান করেছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছ, তুমি নিজেকে বীর যোদ্ধা হিসেবে সমাজে সম্মান ও সুনামের জন্য যুদ্ধ করেছ।

হে ফেরেশতারা, তোমরা একে দোজখে নিক্ষেপ কর। এভাবে আরেকজন পরহেজগার ব্যক্তির কাছে আল্লাহ জানতে চাইবেন, তুমি কী প্রকার ইবাদত করেছ? সে ব্যক্তি উত্তরে বলবে, আমি আমার যাবতীয় ধনসম্পদ যা কিছু ছিল তা আল্লাহর রাস্তায় দান-খয়রাত করেছি।

তখন আল্লাহ বলবেন, তুমিও মিথ্যা বলছ, তুমি এ উদ্দেশ্যে দান-খয়রাত করেছ যাতে লোকে তোমাকে দাতা বলে, দানবীর হিসেবে সমাজে সবাই তোমার প্রশংসা করে। তুমি তা পেয়েছ। সুতরাং আজ তুমিও দোজখে গমন কর। এরপর আরেক পরহেজগার ব্যক্তিকে হাজির করা হবে। তাকেও জিজ্ঞাসা করা হবে, তুমি কী এমন আমল করেছ? সে ব্যক্তি বলবে আমি এমনভাবে পরিশ্রম করে কোরআন শিখেছি, যাতে মানুষকে তা শিক্ষা দিয়ে নেক অর্জন করতে পারি।

আল্লাহ বলবেন, না, তুমি এজন্য তা শিক্ষা গ্রহণ করনি। তুমি নিজেকে সমাজে বড় আলেম হিসেবে পরিচিতি পাওয়ার জন্য কোরআন শিখেছ। তুমি মিথ্যা বলছ। আল্লাহর আদেশে ফেরেশতারা তাকেও দোজখে নিক্ষেপ করবে।’

আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য লোক দেখানো ইবাদত পরিহার করা জরুরি। কিয়ামতের ময়দানের কঠিন সময়ে মানুষকে তাদের আমল তথা ইবাদত-বন্দেগির বিনিময় দেওয়া হবে।

তখন আল্লাহতায়ালা রিয়াকারীদের বলবেন, ‘তোমরা তাদের কাছে যাও যাদের তোমরা দুনিয়ায় ইবাদত-বন্দেগি করে দেখাতে। দেখ তাদের কাছ থেকে ইবাদতের কোনো প্রতিদান পাও কি না।’ মুসনাদে আহমদ।

প্রত্যেক মুসলমান নর-নারীকে লোক দেখানো ইবাদত থেকে মুক্ত হতে হবে। পরকালে আল্লাহর কাছে সবকিছু ব্যর্থতায় পর্যবসিত হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে তাঁর নৈকট্য অর্জনের জন্য যথাযথভাবে আহকাম আরকান অনুযায়ী নেক আমল করার তৌফিক দান করুন।

লেখক : অবসরপ্রাপ্ত ব্যাংকার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উত্তরায় নিরাপত্তাকর্মীকে পিটিয়ে অস্ত্র ছিনতাই-অপহরণ

লোক দেখানো ইবাদত আমল নষ্ট করে

আপডেট সময় ০৭:০৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১

আকাশ নিউজ ডেস্ক:

ইসলামের দৃষ্টিতে রিয়া শব্দটির অর্থ দেখানো, দৃশ্যমান করা। শরিয়তের দৃষ্টিতে কেউ যদি মানুষকে দেখানোর জন্য বা সমাজে বাহবা পাওয়ার জন্য কোনো আমল বা অভিনয় করে কিংবা সমাজে লোকে তাকে ধার্মিক বলবে এবং সম্মান করবে, দান করার জন্য দানশীল বলবে, এ উদ্দেশ্যে নিজেকে মানুষের সামনে আল্লাহভীরু পরহেজগার হিসেবে উপস্থাপিত করার জন্য আমল করে ইসলামের পরিভাষায় তাকে রিয়া বা লোক দেখানো আমল বলে। রিয়া হলো লোক দেখানো ইবাদত। অথচ আমাদের ইবাদত হবে আল্লাহতায়ালার সন্তুষ্টির জন্য।

আল্লাহতায়ালা ইরশাদ করেন, ‘যে ব্যক্তি তার প্রভুর সান্নিধ্য লাভের আশা রাখে সে যেন নেক কাজ করে এবং তার ইবাদতে অন্য কাউকে শরিক না করে।’ আল্লাহ আরও বলেন, ‘ওইসব নামাজি লোকের জন্য ওয়ায়েল দোজখ, যারা অন্যমনস্কভাবে নামাজ পড়ে এবং অন্যকে দেখায়।’

হাদিসে ইরশাদ হয়েছে, ‘কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাজির হওয়া পরহেজগার এক বান্দাকে জিজ্ঞেস করা হবে, তুমি কী প্রকার ইবাদত করেছ? সেই পরহেজগার ব্যক্তি বলবে আমি আপনার রাস্তায় আপনার দীনকে প্রতিষ্ঠার জন্য আমার জীবনকে কোরবান করেছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছ, তুমি নিজেকে বীর যোদ্ধা হিসেবে সমাজে সম্মান ও সুনামের জন্য যুদ্ধ করেছ।

হে ফেরেশতারা, তোমরা একে দোজখে নিক্ষেপ কর। এভাবে আরেকজন পরহেজগার ব্যক্তির কাছে আল্লাহ জানতে চাইবেন, তুমি কী প্রকার ইবাদত করেছ? সে ব্যক্তি উত্তরে বলবে, আমি আমার যাবতীয় ধনসম্পদ যা কিছু ছিল তা আল্লাহর রাস্তায় দান-খয়রাত করেছি।

তখন আল্লাহ বলবেন, তুমিও মিথ্যা বলছ, তুমি এ উদ্দেশ্যে দান-খয়রাত করেছ যাতে লোকে তোমাকে দাতা বলে, দানবীর হিসেবে সমাজে সবাই তোমার প্রশংসা করে। তুমি তা পেয়েছ। সুতরাং আজ তুমিও দোজখে গমন কর। এরপর আরেক পরহেজগার ব্যক্তিকে হাজির করা হবে। তাকেও জিজ্ঞাসা করা হবে, তুমি কী এমন আমল করেছ? সে ব্যক্তি বলবে আমি এমনভাবে পরিশ্রম করে কোরআন শিখেছি, যাতে মানুষকে তা শিক্ষা দিয়ে নেক অর্জন করতে পারি।

আল্লাহ বলবেন, না, তুমি এজন্য তা শিক্ষা গ্রহণ করনি। তুমি নিজেকে সমাজে বড় আলেম হিসেবে পরিচিতি পাওয়ার জন্য কোরআন শিখেছ। তুমি মিথ্যা বলছ। আল্লাহর আদেশে ফেরেশতারা তাকেও দোজখে নিক্ষেপ করবে।’

আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য লোক দেখানো ইবাদত পরিহার করা জরুরি। কিয়ামতের ময়দানের কঠিন সময়ে মানুষকে তাদের আমল তথা ইবাদত-বন্দেগির বিনিময় দেওয়া হবে।

তখন আল্লাহতায়ালা রিয়াকারীদের বলবেন, ‘তোমরা তাদের কাছে যাও যাদের তোমরা দুনিয়ায় ইবাদত-বন্দেগি করে দেখাতে। দেখ তাদের কাছ থেকে ইবাদতের কোনো প্রতিদান পাও কি না।’ মুসনাদে আহমদ।

প্রত্যেক মুসলমান নর-নারীকে লোক দেখানো ইবাদত থেকে মুক্ত হতে হবে। পরকালে আল্লাহর কাছে সবকিছু ব্যর্থতায় পর্যবসিত হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে তাঁর নৈকট্য অর্জনের জন্য যথাযথভাবে আহকাম আরকান অনুযায়ী নেক আমল করার তৌফিক দান করুন।

লেখক : অবসরপ্রাপ্ত ব্যাংকার।