ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ ‘আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না’ গুম হওয়া পরিবারের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকাশক্তি : খন্দকার মোশাররফ

‘বাংলাদেশ ক্রিকেট নিয়ে আপনাদের ভাবার দরকার নেই’

আকাশ স্পোর্টস ডেস্ক: 

টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে পাকিস্তানের একটি টিভি চ্যানেলের এক অনুষ্ঠানে নিয়মিত উপস্থিত হচ্ছেন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, মিসবাহ-উল হক ও ওয়াহাব রিয়াজরা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলের হতাশাজনক পারফরম্যান্সের পর বেশ কিছু পরামর্শও দিয়েছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটাররা। সেসব পরামর্শ পছন্দ হয়নি জাতীয় দলের সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফীসের।

পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক বোলিং কোচ ওয়াসিম আকরাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সমালোচনা করে বলেন, বাংলাদেশের মানুষ অনেক ভালোবাসে ক্রিকেট। কিন্তু দেশটির ক্রিকেট বোর্ড মনে করে তারা সবচেয়ে ভালো ক্রিকেট বিশেষজ্ঞ। আপনারা ক্রিকেট বোর্ড চালাতে পারেন, কিন্তু ক্রিকেট বিশেষজ্ঞ নন। কোচ নিয়োগ দিলেই তো সবকিছু হয় না।

পাকিস্তানের সাবেক প্রধান কোচ মিসবাহ বলেন, বাংলাদেশের খেলা দেখলে বুঝা যায় তারা গতি আর বাউন্স খেলতে পারে না। বল একটু উঁচু হলেই তাদের সমস্যা হয়ে যাচ্ছে। লেগ স্পিন খেলতে পারে না। তারা অফ স্পিনার আর ফিঙ্গার স্পিনারদের ওপর অতিমাত্রায় নির্ভরশীল।

পাকিস্তানের তারকা পেসার ওয়াহাব রিয়াজ বলেন, বাংলাদেশের ব্যাটসম্যানরা বল না বুঝে মারতে গিয়ে আউট হয়েছে। ওদের শরীরী ভাষা দেখলেই মনে হয় তারা জেতার জন্য খেলছে না, খেলতে হয় বলেই খেলছে। আজ আমরা দেখলাম ওদের ব্যাটসম্যানরা শুধু এলো আর গেল। কারও খেলা দেখে মনে হয়নি তারা অনেকক্ষণ খেলতে চায়। তারা স্পিন বুঝতে পারছে না, গুগলি বুঝতে পারছে না। দলের রসায়ন, জেতার ইচ্ছা, পরিকল্পনা- কিছুই বোঝা যায়নি তাদের খেলায়।

বাংলাদেশের ক্রিকেটের উন্নতি প্রসঙ্গে ওয়াহাব রিয়াজ বলেন, ওরা অনেক বেশি বাঁহাতি স্পিনারের ওপর নির্ভরশীল। মোস্তাফিজ-শরিফুল ছাড়া ওদের পেস বোলার তেমন কেউ নেই। মাশরাফি অধিনায়ক থাকা অবস্থায় দলটাকে অনেক ভালোভাবে আগলে রেখেছিলেন। কিন্তু মাহমুদউল্লাহ রিয়াদ তেমন কিছু করতে পারেননি। দলের বাকিদের মধ্যেও সেই ইচ্ছাটা দেখিনি।

এসব পরামর্শ মনে ধরেনি শাহরিয়ার নাফীসের। নিজের ফেসবুক পেজে বাংলাদেশ দলের প্রথম টি-টোয়েন্টি অধিনায়ক লিখেছেন— পাকিস্তান দল এখন যেমন খেলছে তা সত্যিই প্রশংসার দাবিদার। কিন্তু পাকিস্তানি কিংবদন্তিদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই- স্যার আপনাদের বাংলাদেশ ক্রিকেট নিয়ে ভাবার দরকার নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ

‘বাংলাদেশ ক্রিকেট নিয়ে আপনাদের ভাবার দরকার নেই’

আপডেট সময় ০৮:১৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১

আকাশ স্পোর্টস ডেস্ক: 

টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে পাকিস্তানের একটি টিভি চ্যানেলের এক অনুষ্ঠানে নিয়মিত উপস্থিত হচ্ছেন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, মিসবাহ-উল হক ও ওয়াহাব রিয়াজরা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলের হতাশাজনক পারফরম্যান্সের পর বেশ কিছু পরামর্শও দিয়েছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটাররা। সেসব পরামর্শ পছন্দ হয়নি জাতীয় দলের সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফীসের।

পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক বোলিং কোচ ওয়াসিম আকরাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সমালোচনা করে বলেন, বাংলাদেশের মানুষ অনেক ভালোবাসে ক্রিকেট। কিন্তু দেশটির ক্রিকেট বোর্ড মনে করে তারা সবচেয়ে ভালো ক্রিকেট বিশেষজ্ঞ। আপনারা ক্রিকেট বোর্ড চালাতে পারেন, কিন্তু ক্রিকেট বিশেষজ্ঞ নন। কোচ নিয়োগ দিলেই তো সবকিছু হয় না।

পাকিস্তানের সাবেক প্রধান কোচ মিসবাহ বলেন, বাংলাদেশের খেলা দেখলে বুঝা যায় তারা গতি আর বাউন্স খেলতে পারে না। বল একটু উঁচু হলেই তাদের সমস্যা হয়ে যাচ্ছে। লেগ স্পিন খেলতে পারে না। তারা অফ স্পিনার আর ফিঙ্গার স্পিনারদের ওপর অতিমাত্রায় নির্ভরশীল।

পাকিস্তানের তারকা পেসার ওয়াহাব রিয়াজ বলেন, বাংলাদেশের ব্যাটসম্যানরা বল না বুঝে মারতে গিয়ে আউট হয়েছে। ওদের শরীরী ভাষা দেখলেই মনে হয় তারা জেতার জন্য খেলছে না, খেলতে হয় বলেই খেলছে। আজ আমরা দেখলাম ওদের ব্যাটসম্যানরা শুধু এলো আর গেল। কারও খেলা দেখে মনে হয়নি তারা অনেকক্ষণ খেলতে চায়। তারা স্পিন বুঝতে পারছে না, গুগলি বুঝতে পারছে না। দলের রসায়ন, জেতার ইচ্ছা, পরিকল্পনা- কিছুই বোঝা যায়নি তাদের খেলায়।

বাংলাদেশের ক্রিকেটের উন্নতি প্রসঙ্গে ওয়াহাব রিয়াজ বলেন, ওরা অনেক বেশি বাঁহাতি স্পিনারের ওপর নির্ভরশীল। মোস্তাফিজ-শরিফুল ছাড়া ওদের পেস বোলার তেমন কেউ নেই। মাশরাফি অধিনায়ক থাকা অবস্থায় দলটাকে অনেক ভালোভাবে আগলে রেখেছিলেন। কিন্তু মাহমুদউল্লাহ রিয়াদ তেমন কিছু করতে পারেননি। দলের বাকিদের মধ্যেও সেই ইচ্ছাটা দেখিনি।

এসব পরামর্শ মনে ধরেনি শাহরিয়ার নাফীসের। নিজের ফেসবুক পেজে বাংলাদেশ দলের প্রথম টি-টোয়েন্টি অধিনায়ক লিখেছেন— পাকিস্তান দল এখন যেমন খেলছে তা সত্যিই প্রশংসার দাবিদার। কিন্তু পাকিস্তানি কিংবদন্তিদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই- স্যার আপনাদের বাংলাদেশ ক্রিকেট নিয়ে ভাবার দরকার নেই।