ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ ‘আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না’ গুম হওয়া পরিবারের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকাশক্তি : খন্দকার মোশাররফ

শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারাল অস্ট্রেলিয়া

আকাশ স্পোর্টস ডেস্ক:

চলতি আইসিসি টি২০ বিশ্বকাপে বেশ ভালোই ফর্মে ছিল শ্রীলঙ্কা। নিজেদের প্রথম চারটে ম্যাচের মধ্যে চারটেই জিতেছিল তারা। তবে অস্ট্রেলিয়া বিপক্ষে বড় সংগ্রহ করেও শেষ রক্ষা হয়নি লঙ্কানদের। সহজেই ৭ উইকেট ও ১৮ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অজিরা। শ্রীলঙ্কার বোলিং আক্রমণ খুব এটা চাপে ফেলতে পারেনি অসি ব্যাটারদের। অস্ট্রেলিয়ার জয়ে সর্বোচ্চ সংগ্রহ ডেভিড ওয়ার্নারের, তিনি করেন ৬৫ রান। আর অধিনায়ন অ্যারন ফিঞ্চ ৩৭ ও স্মিথ ২৮ রান করেন।

এই নিয়ে গ্রুপ লিগের প্রথম দুটি ম্যাচের মধ্যে দুটিতেই জিতে সেমিফাইনালের পথে আরও একধাপ এগিয়ে গেল অস্ট্রেলিয়া। এর আগে, নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে লঙ্কানরা অস্ট্রেলিয়াকে ১৫৫ রানের টার্গেট ছুঁড়ে দেয়। চারিথ আসালাঙ্কা, কুশল পেরেরা ও ভানুকা রাজাপাকশের ব্যাটে ভর করে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে ১৫৪ রানের চ্যালেঞ্জিং স্কোর করে শ্রীলঙ্কা।

ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে শ্রীলঙ্কা। তিন নম্বরে নামা চারিথ আসালাঙ্কা ও কুশল পেরেরার ব্যাটিং ঝড়ে পাওয়ার প্লে-তে ৫৩ রান এবং ৯ ওভারে ৭৫ রান তুলে ভালো স্কোরের ইঙ্গিত দেয় লঙ্কানরা। কিন্তু এরপরই উড়ন্ত লঙ্কাকে মাটিতে নামান অ্যাডাম জাম্পা ও মিচেল স্টার্ক। টানা চার ওভারেই দুটি করে চারটি উইকেট তুলে নেন এই দুই অজি বোলার। যাতে ৭৮ রানে দ্বিতীয় উইকেট হারানো লঙ্কানরা ৯৪ রানেই হারায় পঞ্চম উইকেট। ব্যাট হাতে ঝড় তোলা চারিথ আসালাঙ্কা ও ওপেনার কুশল পেরেরা দুজনেই আউট হন সমান ৩৫ রান করে।

প্রথম জন ২৭টি এবং পরের জন ২৫টি বল মোকাবেলা করলেও দুজনেই হাঁকান সমান পাঁচটি করে বাউন্ডারি (চারটি চার ও একটি করে ছক্কা)। এর আগে পাথুম নিশাঙ্কা সাজঘরে ফেরেন মাত্র ৭ রান করে। আর চার ও ছয় নম্বরে নামা আভিষ্কা ফার্নান্ডো ও হাসারাঙ্গা ডি সিলভা দুজনেই ফেরেন সমান ৪ রান করে।

অধিনায়ক শানাকাও ফেরেন ১৯ বলে ১২ রান করে। তবে ভানুকা রাজাপাকশের ২৬ বলে ৩৩ রানের ক্যামিও ইনিংসে চড়ে শেষ পর্যন্ত ১৫৪ রানের স্কোর দাঁড় করতে সমর্থ হয় ৬ উইকেট হারানো শ্রীলঙ্কা। ৬ বলে ৯ রান করে অপরাজিত থাকেন চামিকা করুনারত্নে।

ইনিংসে অজিদের পক্ষে চার ওভারে মাত্র ১২টি রান দিয়ে ২টি উইকেট নিয়ে সফল বোলার ছিলেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। তাঁর সমান দুটি করে উইকেট লাভ করেন মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সও। তবে এই দুজনে খরচ করেন যথাক্রমে ২৭ ও ৩৪ রান। অন্যদিকে, নিজের কোটায় ২৭ রান দিয়েও উইকেটশূন্য থাকেন জশ হ্যাজলউড।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ

শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারাল অস্ট্রেলিয়া

আপডেট সময় ১১:৩৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১

আকাশ স্পোর্টস ডেস্ক:

চলতি আইসিসি টি২০ বিশ্বকাপে বেশ ভালোই ফর্মে ছিল শ্রীলঙ্কা। নিজেদের প্রথম চারটে ম্যাচের মধ্যে চারটেই জিতেছিল তারা। তবে অস্ট্রেলিয়া বিপক্ষে বড় সংগ্রহ করেও শেষ রক্ষা হয়নি লঙ্কানদের। সহজেই ৭ উইকেট ও ১৮ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অজিরা। শ্রীলঙ্কার বোলিং আক্রমণ খুব এটা চাপে ফেলতে পারেনি অসি ব্যাটারদের। অস্ট্রেলিয়ার জয়ে সর্বোচ্চ সংগ্রহ ডেভিড ওয়ার্নারের, তিনি করেন ৬৫ রান। আর অধিনায়ন অ্যারন ফিঞ্চ ৩৭ ও স্মিথ ২৮ রান করেন।

এই নিয়ে গ্রুপ লিগের প্রথম দুটি ম্যাচের মধ্যে দুটিতেই জিতে সেমিফাইনালের পথে আরও একধাপ এগিয়ে গেল অস্ট্রেলিয়া। এর আগে, নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে লঙ্কানরা অস্ট্রেলিয়াকে ১৫৫ রানের টার্গেট ছুঁড়ে দেয়। চারিথ আসালাঙ্কা, কুশল পেরেরা ও ভানুকা রাজাপাকশের ব্যাটে ভর করে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে ১৫৪ রানের চ্যালেঞ্জিং স্কোর করে শ্রীলঙ্কা।

ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে শ্রীলঙ্কা। তিন নম্বরে নামা চারিথ আসালাঙ্কা ও কুশল পেরেরার ব্যাটিং ঝড়ে পাওয়ার প্লে-তে ৫৩ রান এবং ৯ ওভারে ৭৫ রান তুলে ভালো স্কোরের ইঙ্গিত দেয় লঙ্কানরা। কিন্তু এরপরই উড়ন্ত লঙ্কাকে মাটিতে নামান অ্যাডাম জাম্পা ও মিচেল স্টার্ক। টানা চার ওভারেই দুটি করে চারটি উইকেট তুলে নেন এই দুই অজি বোলার। যাতে ৭৮ রানে দ্বিতীয় উইকেট হারানো লঙ্কানরা ৯৪ রানেই হারায় পঞ্চম উইকেট। ব্যাট হাতে ঝড় তোলা চারিথ আসালাঙ্কা ও ওপেনার কুশল পেরেরা দুজনেই আউট হন সমান ৩৫ রান করে।

প্রথম জন ২৭টি এবং পরের জন ২৫টি বল মোকাবেলা করলেও দুজনেই হাঁকান সমান পাঁচটি করে বাউন্ডারি (চারটি চার ও একটি করে ছক্কা)। এর আগে পাথুম নিশাঙ্কা সাজঘরে ফেরেন মাত্র ৭ রান করে। আর চার ও ছয় নম্বরে নামা আভিষ্কা ফার্নান্ডো ও হাসারাঙ্গা ডি সিলভা দুজনেই ফেরেন সমান ৪ রান করে।

অধিনায়ক শানাকাও ফেরেন ১৯ বলে ১২ রান করে। তবে ভানুকা রাজাপাকশের ২৬ বলে ৩৩ রানের ক্যামিও ইনিংসে চড়ে শেষ পর্যন্ত ১৫৪ রানের স্কোর দাঁড় করতে সমর্থ হয় ৬ উইকেট হারানো শ্রীলঙ্কা। ৬ বলে ৯ রান করে অপরাজিত থাকেন চামিকা করুনারত্নে।

ইনিংসে অজিদের পক্ষে চার ওভারে মাত্র ১২টি রান দিয়ে ২টি উইকেট নিয়ে সফল বোলার ছিলেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। তাঁর সমান দুটি করে উইকেট লাভ করেন মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সও। তবে এই দুজনে খরচ করেন যথাক্রমে ২৭ ও ৩৪ রান। অন্যদিকে, নিজের কোটায় ২৭ রান দিয়েও উইকেটশূন্য থাকেন জশ হ্যাজলউড।