ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ ‘আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না’ গুম হওয়া পরিবারের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকাশক্তি : খন্দকার মোশাররফ

মালদ্বীপ ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ

আকাশ স্পোর্টস ডেস্ক:

সল্টলেকে বিশ্বকাপ বাছাই পর্ব আর কাল মালেতে সাফ চ্যাম্পিয়নশিপ; বাংলাদেশ দলের পারফরম্যান্সের পার্থক্য কতটা? বল দখল, আক্রমণ, গোলে শট এবং শক্তি— সব কিছুতে এগিয়ে থাকা ভারতকে কাল কার্যত হারের স্বাদই দিয়েছে জামাল-ইয়াসিনরা। আর পার্থক্য বলতে, গেলবার এগিয়ে থেকেও শেষ সময়ে হতাশার ড্র করে বাংলাদেশ এবার পিছিয়ে থেকে দুর্দান্ত কামব্যাক করে ১০ জনে পরিণত হওয়া দল। পাঁড় ভারতীয় সমর্থকও মানবেন যেগুলো সুযোগ বাংলাদেশ মিস করেছে তাতে ভারতের বিপক্ষে ১-১ গোল ব্যবধানে ড্র করাটাই বেমানান।

অবশ্য ফিফা র‍্যাংঙ্কিংয়েও ৮২ ধাপ পিছিয়ে থাকা বাংলাদেশ (১৮৯) শক্তিশালী ভারতের বিপক্ষে ১ পয়েন্ট নিতে পেরেই খুশি। খুশি ভারতকে ড্রতে আটকে রাখতে পেরে। তবে বাংলাদেশের আনন্দে ছেদ ফেলল একটি দুঃসংবাদ। আগামী ৭ অক্টোবর স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে থাকতে পারবেন না লাল-সবুজ জার্সিধারীদের দুই অন্যতম সেরা খেলোয়াড়।

ভারতের বিপক্ষে ১০ জনের দল নিয়েও সমতায় ফেরে বাংলাদেশ।

কার্ড সমস্যার কারণে ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ ও উইঙ্গার রাকিব হোসেনকে ছাড়াই নামতে হবে অস্কার ব্রুজেনের শিষ্যদের। বিশ্বনাথ ঘোষ কাল ম্যাচে সরাসরি লাল কার্ড দেখে। আর শ্রীলংকা ও ভারতের বিপক্ষে দুটি হলুদ কার্ড দেখায় ৭ তারিখ থাকবেন না রাকিব।

দলের অন্যতম দুই ফুটবলারকে হারিয়ে নিশ্চয়ই একটু সমস্যায় পড়বেন জামাল-জিকোদের কোচ। মালদ্বীপের বিপক্ষে বিশ্বনাথ-রাকিবের পরিবর্তে রিয়াদুল হাসান রাফি এবং ইব্রাহিমের খেলার সম্ভাবনা রয়েছে।

চলমান আসরে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বাংলাদেশ। দুই ম্যাচে দুটি জয়ে ৬ পয়েন্ট নিয়ে এক নম্বরে নেপাল। এক ম্যাচে এক হারে বাংলাদেশের বিপক্ষে নামবে স্বাগতিকরা। ৭ অক্টোবর রাত দশটায় মুখোমুখি হবে দুদল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ

মালদ্বীপ ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ

আপডেট সময় ০৭:৫২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১

আকাশ স্পোর্টস ডেস্ক:

সল্টলেকে বিশ্বকাপ বাছাই পর্ব আর কাল মালেতে সাফ চ্যাম্পিয়নশিপ; বাংলাদেশ দলের পারফরম্যান্সের পার্থক্য কতটা? বল দখল, আক্রমণ, গোলে শট এবং শক্তি— সব কিছুতে এগিয়ে থাকা ভারতকে কাল কার্যত হারের স্বাদই দিয়েছে জামাল-ইয়াসিনরা। আর পার্থক্য বলতে, গেলবার এগিয়ে থেকেও শেষ সময়ে হতাশার ড্র করে বাংলাদেশ এবার পিছিয়ে থেকে দুর্দান্ত কামব্যাক করে ১০ জনে পরিণত হওয়া দল। পাঁড় ভারতীয় সমর্থকও মানবেন যেগুলো সুযোগ বাংলাদেশ মিস করেছে তাতে ভারতের বিপক্ষে ১-১ গোল ব্যবধানে ড্র করাটাই বেমানান।

অবশ্য ফিফা র‍্যাংঙ্কিংয়েও ৮২ ধাপ পিছিয়ে থাকা বাংলাদেশ (১৮৯) শক্তিশালী ভারতের বিপক্ষে ১ পয়েন্ট নিতে পেরেই খুশি। খুশি ভারতকে ড্রতে আটকে রাখতে পেরে। তবে বাংলাদেশের আনন্দে ছেদ ফেলল একটি দুঃসংবাদ। আগামী ৭ অক্টোবর স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে থাকতে পারবেন না লাল-সবুজ জার্সিধারীদের দুই অন্যতম সেরা খেলোয়াড়।

ভারতের বিপক্ষে ১০ জনের দল নিয়েও সমতায় ফেরে বাংলাদেশ।

কার্ড সমস্যার কারণে ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ ও উইঙ্গার রাকিব হোসেনকে ছাড়াই নামতে হবে অস্কার ব্রুজেনের শিষ্যদের। বিশ্বনাথ ঘোষ কাল ম্যাচে সরাসরি লাল কার্ড দেখে। আর শ্রীলংকা ও ভারতের বিপক্ষে দুটি হলুদ কার্ড দেখায় ৭ তারিখ থাকবেন না রাকিব।

দলের অন্যতম দুই ফুটবলারকে হারিয়ে নিশ্চয়ই একটু সমস্যায় পড়বেন জামাল-জিকোদের কোচ। মালদ্বীপের বিপক্ষে বিশ্বনাথ-রাকিবের পরিবর্তে রিয়াদুল হাসান রাফি এবং ইব্রাহিমের খেলার সম্ভাবনা রয়েছে।

চলমান আসরে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বাংলাদেশ। দুই ম্যাচে দুটি জয়ে ৬ পয়েন্ট নিয়ে এক নম্বরে নেপাল। এক ম্যাচে এক হারে বাংলাদেশের বিপক্ষে নামবে স্বাগতিকরা। ৭ অক্টোবর রাত দশটায় মুখোমুখি হবে দুদল।