অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
দুর্নীতির দায়ে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভার সাড়ে নয় বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। অভিযোগের প্রমাণ মেলায় বুধবার তাকে এ সাজা দেয় আদালত। আদালতের সাজার পরও একটি আপিলের নিষ্পত্তি না হওয়ায় আপাতত কারাগারে যেতে হচ্ছে না লুলাকে।
ব্রাজিলে আগামী বছর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন লুলা। কিন্তু এর আগে আদালতে দোষী সাব্যস্ত হওয়া তাঁর প্রতিদ্বন্দ্বিতায় বড় ধরনের ধাক্কা বলে মনে করছেন বিশ্লেষকরা।
রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোব্রাসের অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগের বিষয়ে দীর্ঘদিন ধরে তদন্ত চলছিলো। এছাড়া বিচার প্রক্রিয়ায় বাধার দেয়ারও অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। শুরু থেকে এসব অভিযোগ অস্বীকার করে একে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেন লুলা।
রায়ের পর লুলার আইনজীবীরা ইমেইলে পাঠানো এক বিবৃতিতে জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট নির্দোষ এবং এ বিষয়ে তারা আপিল করবেন।
২০০৩ সালের পয়লা জানুয়ারি থেকে ২০১১ সালের একই সময় পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন লুলা। এই সময়কালে ব্রাজিলে অসমতা কমানোয় সারা বিশ্বে প্রশংসিত হন সাবেক এই শ্রমিক নেতা।
আকাশ নিউজ ডেস্ক 



















