ঢাকা ০৬:১২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার ভুয়া জরিপ ও মিথ্যা প্রচারণা দিয়ে রাজনৈতিক ইতিহাস বদলানো যাবে না : দুদু গণ-অভ্যুত্থানের নিষ্ঠুরতম খুনিদের বিচার নিশ্চিত করা হবে : তাজুল ইসলাম এক্সপেকটেশন যদি ১০ থাকে, অন্তত চার তো অর্জন করতে পেরেছি : আসিফ নজরুল দাবি আদায় না হলে সারারাত ইসি অবরুদ্ধ রাখবে ছাত্রদল নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব নতুন করে সুরক্ষিত হয়েছে চব্বিশে: তারেক রহমান গুলশানে একটি ভাড়া বাসা থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বড় দুঃসংবাদ ৩ ইস্যুতে নির্বাচন কমিশন ভবন ঘেরাও কর্মসূচি ছাত্রদলের

সাব রেজিস্ট্রার নূর মোহাম্মদ হত্যায় চারজনের ফাঁসির আদেশ

আকাশ জাতীয় ডেস্ক:

কুষ্টিয়ায় সদরের সাব রেজিস্ট্রার নূর মোহাম্মদ শাহ হত্যা মামলায় চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া একজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ এসেছে আদালতের রায়ে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক তাজুল ইসলাম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সাইদুল ইসলাম (৩৭), ফারুক হোসেন (৩৮), কামাল শেখ (৪০) এবং মশিউল আলম (৪০)। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামির নাম মনোয়ার হোসেন ডাবলু (৩৮)।

কুষ্টিয়া জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) আইনজীবী অনুপ কুমার নন্দী জানান, ২০১৮ সালের ৮ অক্টোবর রাতে কয়েকজন দুর্বৃত্ত শহরের আড়–য়াপাড়া এলাকার বিসি স্ট্রিট সড়কের হানিফ আলীর বাড়ির তিনতলা বাসায় ঢোকে। পরে কুষ্টিয়া সদর সাব রেজিস্ট্রার নুর মোহাম্মদ শাহের হাত-পা ও মুখ বেঁধে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে।

নুর মোহাম্মদ শাহের বাড়ি কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার মৌলা গ্রামে। কুষ্টিয়া শহরের আড়–য়াপাড়া এলাকার হানিফ আলীর বাড়িতে ভাড়া থাকতেন তিনি।

হত্যাকাণ্ডের পরদিন নিহতের ছোট ভাই কামরুজ্জামান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের নামে হত্যা মামলা করেন। ঘটনার চারদিন পর পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও রশিসহ বিভিন্ন আলামত জব্দ করে। পরে আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ মামলাটির রায় ঘোষণা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫০ বছর পর চাঁদের উদ্দেশে মানুষ পাঠানোর প্রস্তুতি শুরু

সাব রেজিস্ট্রার নূর মোহাম্মদ হত্যায় চারজনের ফাঁসির আদেশ

আপডেট সময় ০১:৪৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১

আকাশ জাতীয় ডেস্ক:

কুষ্টিয়ায় সদরের সাব রেজিস্ট্রার নূর মোহাম্মদ শাহ হত্যা মামলায় চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া একজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ এসেছে আদালতের রায়ে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক তাজুল ইসলাম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সাইদুল ইসলাম (৩৭), ফারুক হোসেন (৩৮), কামাল শেখ (৪০) এবং মশিউল আলম (৪০)। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামির নাম মনোয়ার হোসেন ডাবলু (৩৮)।

কুষ্টিয়া জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) আইনজীবী অনুপ কুমার নন্দী জানান, ২০১৮ সালের ৮ অক্টোবর রাতে কয়েকজন দুর্বৃত্ত শহরের আড়–য়াপাড়া এলাকার বিসি স্ট্রিট সড়কের হানিফ আলীর বাড়ির তিনতলা বাসায় ঢোকে। পরে কুষ্টিয়া সদর সাব রেজিস্ট্রার নুর মোহাম্মদ শাহের হাত-পা ও মুখ বেঁধে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে।

নুর মোহাম্মদ শাহের বাড়ি কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার মৌলা গ্রামে। কুষ্টিয়া শহরের আড়–য়াপাড়া এলাকার হানিফ আলীর বাড়িতে ভাড়া থাকতেন তিনি।

হত্যাকাণ্ডের পরদিন নিহতের ছোট ভাই কামরুজ্জামান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের নামে হত্যা মামলা করেন। ঘটনার চারদিন পর পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও রশিসহ বিভিন্ন আলামত জব্দ করে। পরে আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ মামলাটির রায় ঘোষণা করেন।