ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি ভুয়া জরিপ ও মিথ্যা প্রচারণা দিয়ে রাজনৈতিক ইতিহাস বদলানো যাবে না : দুদু গণ-অভ্যুত্থানের নিষ্ঠুরতম খুনিদের বিচার নিশ্চিত করা হবে : তাজুল ইসলাম এক্সপেকটেশন যদি ১০ থাকে, অন্তত চার তো অর্জন করতে পেরেছি : আসিফ নজরুল দাবি আদায় না হলে সারারাত ইসি অবরুদ্ধ রাখবে ছাত্রদল নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব নতুন করে সুরক্ষিত হয়েছে চব্বিশে: তারেক রহমান গুলশানে একটি ভাড়া বাসা থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বড় দুঃসংবাদ

‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা অনেক দেশের কাছে ঈর্ষণীয়’

আকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশের স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্য ব্যবস্থা পৃথিবীর অনেক দেশের কাছে ঈর্ষণীয় বলে উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার খুরশিদ আলম।

সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টায় রাজধানীর তেজগাঁও সাতরাস্তা এলাকায় কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ডা. আবুল বাসার খুরশিদ আলম বলেন, বাংলাদেশের স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্য ব্যবস্থা পৃথিবীর অনেক দেশের কাছে ঈর্ষণীয়। আমরা জোর দিয়ে বলতে পারি, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যে কাজগুলো করে যাচ্ছি, সেটা অবশ্যই বিশ্বের জন মানুষের কাছে সমাদৃত, সারা বিশ্বের কাছেও সমাদৃত হয়েছে।

তিনি আরও বলেন, আমরা আশা করবো সিএমএসডি আমাদের সঙ্গে যেভাবে কাজ করে যাচ্ছে, ভবিষ্যতেও সেই যাত্রা অব্যাহত থাকবে। এখানে যারা অন্যান্য হাসপাতালের পরিচালক আছেন, যারা আমাদের প্রধান অতিথির কাছ থেকে অ্যাম্বুলেন্সের চাবি নেবেন, আমি তাদের কাছে বিনিত অনুরোধ করবো, এই অ্যাম্বুল্যান্সগুলো যেন সচল থাকে। অ্যাম্বুল্যান্সগুলো যেন মানুষের সেবা দিতে পারে সেটার ব্যাপারে নজর রাখবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ভারতীয় দূতাবাসের হাইকমিশনার ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএমএসডি পরিচালক আবু হেনা মোর্শেদ জামান প্রমুখ।

আলোচনা শেষে অ্যাম্বুলেন্সগুলোকে বিভিন্ন হাসপাতালের পরিচালকের কাছে হস্তান্তর করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৬৭ বছরের ম্যাডোনার নতুন প্রেমিক ২৯ বছরের মরিস

‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা অনেক দেশের কাছে ঈর্ষণীয়’

আপডেট সময় ০৮:৩৫:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১

আকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশের স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্য ব্যবস্থা পৃথিবীর অনেক দেশের কাছে ঈর্ষণীয় বলে উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার খুরশিদ আলম।

সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টায় রাজধানীর তেজগাঁও সাতরাস্তা এলাকায় কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ডা. আবুল বাসার খুরশিদ আলম বলেন, বাংলাদেশের স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্য ব্যবস্থা পৃথিবীর অনেক দেশের কাছে ঈর্ষণীয়। আমরা জোর দিয়ে বলতে পারি, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যে কাজগুলো করে যাচ্ছি, সেটা অবশ্যই বিশ্বের জন মানুষের কাছে সমাদৃত, সারা বিশ্বের কাছেও সমাদৃত হয়েছে।

তিনি আরও বলেন, আমরা আশা করবো সিএমএসডি আমাদের সঙ্গে যেভাবে কাজ করে যাচ্ছে, ভবিষ্যতেও সেই যাত্রা অব্যাহত থাকবে। এখানে যারা অন্যান্য হাসপাতালের পরিচালক আছেন, যারা আমাদের প্রধান অতিথির কাছ থেকে অ্যাম্বুলেন্সের চাবি নেবেন, আমি তাদের কাছে বিনিত অনুরোধ করবো, এই অ্যাম্বুল্যান্সগুলো যেন সচল থাকে। অ্যাম্বুল্যান্সগুলো যেন মানুষের সেবা দিতে পারে সেটার ব্যাপারে নজর রাখবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ভারতীয় দূতাবাসের হাইকমিশনার ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএমএসডি পরিচালক আবু হেনা মোর্শেদ জামান প্রমুখ।

আলোচনা শেষে অ্যাম্বুলেন্সগুলোকে বিভিন্ন হাসপাতালের পরিচালকের কাছে হস্তান্তর করা হয়।