আকাশ স্পোর্টস ডেস্ক:
লিডসে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে সফররত ভারত জাতীয় ক্রিকেট দল। আর হারের দিন থেকেই হাসপাতালে অবস্থান করছে ভারতের বোলিং অলরাউন্ডার রবিন্দ্রো জাদেজা। হাঁটুতে চোট পাওয়ার কারণে দ্রুত স্ক্যানের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া রয়েছে তাকে।
তৃতীয় টেস্টে ফিল্ডিং করতে গিয়ে হাঁটুতে চোঁট পেয়েছেন জাদেজা। আর তাই কোনো ঝুঁকি না নেয়ার জন্য ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তারের শরণাপন্ন হতে হয়ে এই ক্রিকেট তারকাকে। এখনও হাসপাতালেই অবস্থান করছেন তিনি। সেখানে তার পা-য়ের স্ক্যান করা হবে। চোট কতটা গুরুতর সেটি অবশ্য এখনই জানা যাচ্ছে না। স্ক্যানের ফল হাতে পেলেই সেই উত্তর মিলব।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের নিজের অ্যাকাউন্টে একটি স্টোরি দেন রবিন্দ্রো জাদেজা। সেখানে তিনি হাসপাতাল থেকে তোলা ছবি পোস্ট করেন। আর তাতে লেখেন, ‘এটা মোটেও ভালো জায়গা নয়।’
আকাশ নিউজ ডেস্ক 

























