আকাশ স্পোর্টস ডেস্ক:
ওয়েস্ট ইন্ডিজ সফরে টস জিতে পাকিস্তান ফিল্ডিং নিতেই বৃষ্টির বাগড়া। টস হলেও বৃষ্টির কারণে খেলা এখনও শুরু হয়নি।
বুধবার বারবাডোজের কিংসট ওভালে উইন্ডিজের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় টস জিতে ফিল্ডিং নেয় পাকিস্তান।
এর আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে জয় পায় উইন্ডিজ।
তবে চলতি সপ্তাহে শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরে যায় ক্যারিবীয়রা।
অন্যদিকে পাকিস্তান ক্রিকেট দল সবশেষ ইংল্যান্ড সফরে পাত্তাই পায়নি। ইংল্যান্ডের দ্বিতীয় সারির দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইওয়াশ হয়ে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরে উইন্ডিজ সফরে আসে।
আকাশ নিউজ ডেস্ক 
























