আকাশ জাতীয় ডেস্ক:
করোনার টিকা নিয়ে ভিডিওবার্তা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। বৃহস্পতিবার বিকালে তিনি এ ভিডিওবার্তা দেন।
ভিডিও বার্তায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, আগামীকাল রাত সাড়ে ১১টার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মডার্নার ১২ লাখ টিকা পৌঁছাবে। ওই রাতেই ১২টার দিকে সিনোফার্মের ১১ লাখ টিকা আসবে। পরদিন ৩ জুলাই মডার্নার আরও ১৩ লাখ টিকা রাত সাড়ে ৮টায় পৌঁছাবে এবং সিনোফার্মের আরও ৯লাখ টিকা সকাল ৫টার দিকে পৌঁছাবে। এই দুই ধরনের টিকা মোট ৪৫ লাখ ডোজ আমরা পেয়ে যাব। এবং আমাদের টিকার কর্মসূচি তারপরই শুরু করে দিতে পারব।
আকাশ নিউজ ডেস্ক 
























