ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদি হত্যার কেবল চার আসামি নয়, সম্পূর্ণ নেটওয়ার্কের বিচার চাই: ইনকিলাব মঞ্চ অচেতন অবস্থায় রংপুরে উদ্ধার গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী কোনো বিশেষ ক্ষেত্রে ভোট দেওয়ার নির্দেশনা দেওয়া সরকারের উচিত নয়: আমির খসরু আওয়ামী লীগকে নির্বাচনে আনতে আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই: শফিকুল আলম আমরা এখন আর আইসিইউতে নেই, কেবিনে উঠে এসেছি: অর্থ উপদেষ্টা ‘বন্দি থাকাকালে বেগম জিয়ার পক্ষে কথা বলার কেউই ছিলেন না’:আসিফ নজরুল নোয়াখালীকে হারিয়ে টেবিলের শীর্ষে চট্টগ্রাম রয়্যালস খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা জোট নয়, এককভাবেই নির্বাচনে লড়বে ইসলামী আন্দোলন ওসমান হাদির ভাইকে যুক্তরাজ্যে বাংলাদেশ মিশনে নিয়োগ

হালুয়াঘাটে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

অভাবের সংসারে ছোট দুই ভাইকে সাথে নিয়ে রূপকথার মতো জীবন সাজাতে চেয়েছিলেন মা হারা এক কিশোরী। কিন্তু তার এই স্বপ্নে খলনায়ক বনে যান নিজের বাবা। মাত্র ১৬ বছর বয়সেই নিজের বাবার কাছে অনৈতিক সম্পর্ক ও শারীরিক নির্যাতনের শিকার হন ওই কিশোরী। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ১১ নম্বর আমতৈল ইউনিয়নে।

এ ঘটনায় রবিবার সকালে ভুক্তভোগীর দাদি ও এলাকাবাসীর সহযোগিতায় ঘটনার মূলহোতা ও অভিযুক্ত বাবা মো. গোলাম মোস্তফাকে (৪০) আটক রেখে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে ওই কিশোরীকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শারীরিক পরীক্ষা শেষে থানা হেফাজতে নেওয়া হয় বলে নিশ্চিত করেন হালুয়াঘাট থানার উপ-পুলিশ পরিদর্শক মো. আতোয়ার রহমান।

কর্তব্যরত চিকিৎসক (সহকারী সার্জন) ইসরাত জাহান জানান, কিশোরীর হাত ও পায়ে আঘাতের চি‎হ্ন রয়েছে। ধর্ষণ বিষয়ে দুই ধরনের আলামত সংগ্রহ করা হয়েছে। ল্যাবে পরীক্ষা শেষে চূড়ান্ত তথ্য পাওয়া যাবে।

ভয়াবহ নির্যাতনের কথা স্বীকার করে কিশোরী জানান, গত মঙ্গলবার দুপুরে ঘরে একা পেয়ে আমার সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি প্রতিবাদ করায় অকথ্য ভাষায় গালাগালিসহ শারীরিক নির্যাতন চালায়। গতরাতেও একই কাণ্ড করতে বাধ্য করলে তাৎক্ষণিক দাদিকে বিষয়টি খুলে বলি। তারপর কোনো মতে রক্ষা পাই। এমন কর্মকান্ডে লম্পট বাবার উপযুক্ত বিচার দাবি করেন ওই কিশোরী।

অভিযুক্তের চাচা কামরুল ইসলাম জানান, প্রতিদিনের মতো আজও ধর্ষণের চেষ্টা চালায় মোস্তফা। শুধু ধর্ষণেই ক্ষান্ত হয়নি, চালিয়েছে নির্মম নির্যাতন। ভুক্তভোগী কিশোরীর দাদি বিষয়টি আমাকে অবহিত করলে স্থানীয় ইউপি সদস্যের সহায়তায় তাকে আইনের হাতে তুলে দেওয়া হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান শফিক বলেন, স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে আমি বিষয়টি অবগত হই। পরে উপজেলা নির্বাহী অফিসারসহ থানা পুলিশকে জানালে দ্রুত ব্যবস্থা নেয় প্রশাসন। এমন ন্যাক্কারজনক ঘটনায় লম্পট বাবার সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি।

বিষয়টি নিশ্চিত করে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ প্রেরণ করা হয়। পরে ঘটনাস্থল থেকে অভিযুক্তকে গ্রেফতার করে থানা হেফাজতে আনা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাদি হত্যার কেবল চার আসামি নয়, সম্পূর্ণ নেটওয়ার্কের বিচার চাই: ইনকিলাব মঞ্চ

হালুয়াঘাটে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

আপডেট সময় ০৫:৩০:২১ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১

আকাশ জাতীয় ডেস্ক:

অভাবের সংসারে ছোট দুই ভাইকে সাথে নিয়ে রূপকথার মতো জীবন সাজাতে চেয়েছিলেন মা হারা এক কিশোরী। কিন্তু তার এই স্বপ্নে খলনায়ক বনে যান নিজের বাবা। মাত্র ১৬ বছর বয়সেই নিজের বাবার কাছে অনৈতিক সম্পর্ক ও শারীরিক নির্যাতনের শিকার হন ওই কিশোরী। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ১১ নম্বর আমতৈল ইউনিয়নে।

এ ঘটনায় রবিবার সকালে ভুক্তভোগীর দাদি ও এলাকাবাসীর সহযোগিতায় ঘটনার মূলহোতা ও অভিযুক্ত বাবা মো. গোলাম মোস্তফাকে (৪০) আটক রেখে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে ওই কিশোরীকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শারীরিক পরীক্ষা শেষে থানা হেফাজতে নেওয়া হয় বলে নিশ্চিত করেন হালুয়াঘাট থানার উপ-পুলিশ পরিদর্শক মো. আতোয়ার রহমান।

কর্তব্যরত চিকিৎসক (সহকারী সার্জন) ইসরাত জাহান জানান, কিশোরীর হাত ও পায়ে আঘাতের চি‎হ্ন রয়েছে। ধর্ষণ বিষয়ে দুই ধরনের আলামত সংগ্রহ করা হয়েছে। ল্যাবে পরীক্ষা শেষে চূড়ান্ত তথ্য পাওয়া যাবে।

ভয়াবহ নির্যাতনের কথা স্বীকার করে কিশোরী জানান, গত মঙ্গলবার দুপুরে ঘরে একা পেয়ে আমার সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি প্রতিবাদ করায় অকথ্য ভাষায় গালাগালিসহ শারীরিক নির্যাতন চালায়। গতরাতেও একই কাণ্ড করতে বাধ্য করলে তাৎক্ষণিক দাদিকে বিষয়টি খুলে বলি। তারপর কোনো মতে রক্ষা পাই। এমন কর্মকান্ডে লম্পট বাবার উপযুক্ত বিচার দাবি করেন ওই কিশোরী।

অভিযুক্তের চাচা কামরুল ইসলাম জানান, প্রতিদিনের মতো আজও ধর্ষণের চেষ্টা চালায় মোস্তফা। শুধু ধর্ষণেই ক্ষান্ত হয়নি, চালিয়েছে নির্মম নির্যাতন। ভুক্তভোগী কিশোরীর দাদি বিষয়টি আমাকে অবহিত করলে স্থানীয় ইউপি সদস্যের সহায়তায় তাকে আইনের হাতে তুলে দেওয়া হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান শফিক বলেন, স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে আমি বিষয়টি অবগত হই। পরে উপজেলা নির্বাহী অফিসারসহ থানা পুলিশকে জানালে দ্রুত ব্যবস্থা নেয় প্রশাসন। এমন ন্যাক্কারজনক ঘটনায় লম্পট বাবার সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি।

বিষয়টি নিশ্চিত করে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ প্রেরণ করা হয়। পরে ঘটনাস্থল থেকে অভিযুক্তকে গ্রেফতার করে থানা হেফাজতে আনা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।