অাকাশ বিনোদন ডেস্ক:
আমেরিকার লস অ্যাঞ্জেলেসের মাইক্রোসফট থিয়েটারে বসে অ্যামি অ্যাওয়ার্ডের ৬৯তম আসর। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মার্কিন কৌতুকাভিনেতা ও টেলিভিশন উপস্থাপক স্টেফেন কোলবার্ট।
১৭ সেপ্টেম্বর সিবিএস চ্যানেলে প্রচারিত হয় এটি। এবারের পর্বে গুরুত্বপূর্ণ চারটি শাখায় পুরস্কার জিতেছে দ্য হ্যান্ডমেডস টেল। সেরা ড্রামা, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী ও সেরা পার্শ্ব অভিনেত্রী শাখায় পুরস্কার জিতেছে এ টিভি সিরিজটি।
লিমিডেট সিরিজ অথবা সিনেমা শাখায় দ্য নাইট অব-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার হাতে তুলেছেন ব্রিটিশ অভিনেতা রিজ আহমেদ। এছাড়া সবচেয়ে বেশি পুরস্কার জেতা সিরিজের মধ্যে রয়েছে এইচবিও-এর বিগ লিটল লাইস। লিমিটেড সিরিজ শাখায় সেরা অভিনেত্রী, সেরা পার্শ্ব অভিনেত্রী, সেরা পার্শ্ব অভিনেতা, সেরা পরিচালক ও সেরা লিমিটেড সিরিজের পুরস্কার জিতেছে এটি।
এছাড়া কয়েকটি উল্লেখযোগ্য বিভাগের মধ্যে যারা পুরস্কার পেলেন: ড্রামা সিরিজ : দ্য হ্যান্ডমেডস টেল (হুলু), কমেডি সিরিজ : ভীপ (এইচবিও)। ড্রামা অভিনেত্রী : ভায়োলা এলিজাবেথ মস (দ্য হ্যান্ডমেইডস টেল)। ড্রামা অভিনেতা : স্টার্লিং কে ব্রাউন (দিস ইজ আস) কমেডি অভিনেতা : ডোনাল্ড গ্লোভার (অ্যাটলান্টা)। কমেডি অভিনেত্রী : জুলিয়া লুইস-ড্রেফাস (ভীপ) ও লিমিটেড সিরিজ : বিগ লিটল লাইস (এইচবিও)।
আকাশ নিউজ ডেস্ক 






















