আকাশ জাতীয় ডেস্ক:
রাজশাহীর ভবানীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক মণ্ডলের দায়ের করা হত্যাচেষ্টা মামলায় তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে ভবানীগঞ্জ বাজারের একটি মার্কেট থেকে থানা পুলিশ মেয়রপুত্র কামরুল হাসানকে (২৭) গ্রেফতার করেন। বৃহস্পতিবার কামরুলকে আদালতে পাঠানো হয়েছে।
বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, পৌর মেয়র তাকে হত্যাচেষ্টার অভিযোগ এনে গত ১৫ এপ্রিল স্ত্রী কোহিনুর, ছেলে কামরুল ও মেয়ের বিরুদ্ধে একটি মামলা করেছিলেন। সেই মামলাতেই ছেলে কামরুলকে গ্রেফতার করা হয়েছে। কামরুল কেবল নেটওয়ার্কের ব্যবসা করেন।
পুলিশ ও এলাকাবাসীর দেওয়া তথ্যে জানা গেছে, সম্প্রতি মেয়র আব্দুল মালেক মণ্ডল (৬০) তৃতীয়বারের মতো বিয়ে করার বায়না ধরলে স্ত্রী কোহিনুর বেগম ও ছেলে কামরুল হাসানসহ ছেলেমেয়েদের সঙ্গে তার পারিবারিক বিরোধ চরমে ওঠে ।
গত ১৫ এপ্রিল স্ত্রী, পুত্র ও মেয়েরা মিলে মেয়র মালেক মণ্ডলকে বেধড়ক পিটিয়ে জখম করেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সুস্থ হয়ে ২২ এপ্রিল তিনি বাড়িতে ফেরেন। বাড়িতে ফিরেই ৪০ বছরের দাম্পত্য সম্পর্ক ভেঙে দিয়ে প্রথম স্ত্রীকে তালাক দেন। একই সঙ্গে ২৩ এপ্রিল উপজেলার গণিপুর ইউনিয়নের লাউপাড়া গ্রামের আব্দুল মোনাফের মেয়ে নূপুর আক্তারকে (১৯) বিয়ে করেন।
এদিকে নতুন বউ নিয়ে বাড়িতে পৌঁছে প্রথম স্ত্রী, ছেলে ও মেয়েদের বাড়ি থেকে বের করে দেন মালেক। এর পর নিজের ফেসবুকে বিয়ের ছবি পোস্ট করেন তিনি। নতুন বউ নিয়ে যাতে সুখে-শান্তিতে সংসার করতে পারেন, সে জন্য পৌরবাসী ও দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া চেয়ে নেন।
মালেকের নতুন বিয়ের খবর জেনে সামাজিকমাধ্যমে নেটিজেনসহ দলীয় নেতাকর্মীরা নানান মন্তব্য করেন। অনেকে মজা করে বিভিন্ন মন্তব্য পোস্ট দেন। মালেকের তৃতীয় বিয়ে করার পোস্টটি ভাইরাল হয়ে যায়।
এদিকে চলতি বছরের ১৬ জানুয়ারি ভোটে দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হন মালেক। এর পর তিনি আবার বিয়ের বায়না ধরেন। বিভিন্ন স্থানে কনে দেখা শুরু করেন। এ নিয়ে স্ত্রী, ছেলে ও মেয়েদের সঙ্গে কলহ বিবাদেই কাটছিল মালেকের দিনকাল। গত ২৩ এপ্রিল হঠাৎ করেই নূপুর আক্তারকে বিয়ে করেন মালেক। তৃতীয়বার বিয়ের খবরটি এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
এ বিষয়ে ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক বলেন, তার সংসারে অশান্তি চলছিল। তাই তিনি বিয়ে করেছেন। এখন তিনি নতুন বউ নিয়ে সুখে শান্তিতে ঘর-সংসার করছেন। ছেলে কামরুল, প্রথম স্ত্রী কোহিনুর বেগম ও এক মেয়েকে আসামি করে হত্যাচেষ্টার মামলা করেছেন।
এ বিষয়ে পুলিশ আইনি ব্যবস্থা নেবেন বলে মালেক আশাবাদ ব্যক্ত করেছেন।
তবে মালেকের বিয়ের চমকে বাগমারার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কোনো মন্তব্য করতে রাজি হননি।
উল্লেখ্য, মেয়র আব্দুল মালেক মণ্ডল রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জি. এনামুল হকের ফুফাতো ভাই। শ্রমিক হয়ে জীবন শুরু করা মালেক এখন বিপুল সম্পদের মালিক।
আকাশ নিউজ ডেস্ক 

























