ঢাকা ০১:২২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় আমির হামজার বিরুদ্ধে বিক্ষোভ, কুশপুত্তলিকায় জুতার মালা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ ‘আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না’ গুম হওয়া পরিবারের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু

কেমন হলো দীঘির প্রথম সিনেমার ট্রেলার?

আকাশ বিনোদন ডেস্ক :

শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির এবার নায়িকা হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে বড় পর্দায়। আগামী ১২ মার্চ মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত প্রথম সিনেমা ‘তুমি আছো তুই নাই’ সিনেমাটি।

এটি পরিচালনা করেছেন দেশের সর্বাধিক সিনেমার পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু।

বৃহস্পতিবার (০৪ মার্চ) প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার। এতে পারিবারিক দ্বন্দ্ব ও ত্রিভুজ প্রেমের গল্প উঠে এসেছে। তবে ট্রেলারে নেই নতুনত্বের ছোঁয়া। দেখেই বোঝা যাচ্ছে, গৎবাঁধা নির্মাণের একটি সিনেমা পেতে যাচ্ছেন দর্শক।

এর আগে সিনেমাটির বেশ কয়েকটি পোস্টার প্রকাশ পেয়েছে, যা ফেসবুকে সমালোচনার মুখে পড়েছে। ২০২১ সালে এসে এমন পোস্টার তৈরি নিয়ে অনেকে কথা বলেন। তবে দীঘি সবকিছুর বাইরে সিনেমাটি দর্শক গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছেন।

‘তুমি আছো তুমি নেই’ সিনেমায় প্রথমে চুক্তিবদ্ধ হয়েছিলেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। তবে চুক্তির কয়েকদিন পর এই নায়ক সিনেমাটি ছাড়ার ঘোষণা দেন। এরপর এতে দীঘির নায়ক হন আসিফ ইমরোজ।

সিনেমাটি প্রযোজনা করেছেন সিমি ইসলাম কলি। প্রযোজক নিজেও সিনেমাতে অভিনয় করেছেন। এছাড়া আরও অভিনয় করেছেন- সুব্রত চক্রবর্তী, অমিত হাসান, শবনম পারভীন প্রমুখ।

‘তুমি আছো তুই নাই’র সঙ্গে দীঘির আরেক সিনেমা ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’রও মুক্তির ঘোষণা করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে শপিংমলে আগুন, ৫ জনের মৃত্যু

কেমন হলো দীঘির প্রথম সিনেমার ট্রেলার?

আপডেট সময় ১০:১৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১

আকাশ বিনোদন ডেস্ক :

শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির এবার নায়িকা হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে বড় পর্দায়। আগামী ১২ মার্চ মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত প্রথম সিনেমা ‘তুমি আছো তুই নাই’ সিনেমাটি।

এটি পরিচালনা করেছেন দেশের সর্বাধিক সিনেমার পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু।

বৃহস্পতিবার (০৪ মার্চ) প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার। এতে পারিবারিক দ্বন্দ্ব ও ত্রিভুজ প্রেমের গল্প উঠে এসেছে। তবে ট্রেলারে নেই নতুনত্বের ছোঁয়া। দেখেই বোঝা যাচ্ছে, গৎবাঁধা নির্মাণের একটি সিনেমা পেতে যাচ্ছেন দর্শক।

এর আগে সিনেমাটির বেশ কয়েকটি পোস্টার প্রকাশ পেয়েছে, যা ফেসবুকে সমালোচনার মুখে পড়েছে। ২০২১ সালে এসে এমন পোস্টার তৈরি নিয়ে অনেকে কথা বলেন। তবে দীঘি সবকিছুর বাইরে সিনেমাটি দর্শক গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছেন।

‘তুমি আছো তুমি নেই’ সিনেমায় প্রথমে চুক্তিবদ্ধ হয়েছিলেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। তবে চুক্তির কয়েকদিন পর এই নায়ক সিনেমাটি ছাড়ার ঘোষণা দেন। এরপর এতে দীঘির নায়ক হন আসিফ ইমরোজ।

সিনেমাটি প্রযোজনা করেছেন সিমি ইসলাম কলি। প্রযোজক নিজেও সিনেমাতে অভিনয় করেছেন। এছাড়া আরও অভিনয় করেছেন- সুব্রত চক্রবর্তী, অমিত হাসান, শবনম পারভীন প্রমুখ।

‘তুমি আছো তুই নাই’র সঙ্গে দীঘির আরেক সিনেমা ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’রও মুক্তির ঘোষণা করা হয়েছে।