আকাশ স্পোর্টস ডেস্ক:
ডোপিংয়ের নিয়ম ভঙ্গের কারণে পুরো এক বছর নিষিদ্ধ হলেন আয়াক্সের গোলকিপার আন্দ্রে ওনানা। তার ওপর এই নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। ক্যামেরুইয়ান এই ফুটবলারের মুত্রে নিষিদ্ধ উপাদান ফিউরোসেমাইড পাওয়া গেছে।
গত ৩০ অক্টোবর সকালে স্ত্রীর একটি ওষুধ তিনি ভুল করে খেয়ে ফেলেছিলেন, তারই ফল এটি। তবে ওনানা ও আয়াক্স কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এই রায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) আপিল করবে।
আয়াক্সের গুরুত্বপূর্ণ সদস্য ওনানা দলটির হয়ে খেলেছেন ১৪২ ম্যাচ। এরপর আগে ছিলেন আয়াক্সের রিজার্ভ টিমে। জং আয়াক্সের হয়ে খেলেছেন ৩৮টি ম্যাচ। ক্যামেরুন জাতীয় ফুটবল দলে ওনানার অভিষেক ঘটে ২০১৬ সালে। এখন পর্যন্ত খেলেছেন মোট ১৮টি ম্যাচ।
আকাশ নিউজ ডেস্ক 

























