আকাশ স্পোর্টস ডেস্ক:
৩৪৪ দিন পর টেস্ট ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ দল। গত বছরের ২২ ফেব্রুয়ারি ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ টেস্ট ম্যাচ খেলেছে টাইগাররা। করোনায় দীর্ঘদিন পর ফের ক্রিকেটের অভিজাত ফরম্যাটে খেলতে নামছে মুমিনুল হকের নেতৃত্বাধীন দলটি।
বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে উইন্ডিজ-বাংলাদেশ। দেশের ১২০তম টেস্টের সম্ভাব্য একাদশে মুমিনুল হক সৌরভের থাকা বলতে গেলে নিশ্চিত। শেষ মুহূর্তে ইনজুরির কোনো ঝামেলায় না পড়লে মুমিনুলকে অধিনায়কের ভূমিকায় দেখা যাবে।
চোটের কারণে জাতীয় দলে অনিয়মিত হয়ে যাওয়া দেশের গতিময় পেসার তাসকিন আহমেদ প্রায় চার বছর পর উইন্ডিজের বিপক্ষে টেস্টের মধ্য দিয়ে সাদা পোশাকের ক্রিকেটে ফিরতে যাচ্ছেন।
ম্যাচ ফিক্সিংয়ের এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে দেড় বছর পর টেস্টে ফিরছেন সাকিব আল হাসানও। তবে ক্যারিবীয়দের বিপক্ষে অভিষেক হতে পারে মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলী চৌধুরীর।
সম্ভাব্য টাইগার একাদশে থাকতে পারেন- দেশসেরা ওপেনার তামিম ইকবাল, উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুন। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, স্পিনে তাইজুল ইসলাম আর পেস আক্রমণে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ও আবু জায়েদ রাহী।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল খান, মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও আবু জায়েদ চৌধুরী রাহী।
ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ: ক্রেইগ ব্রাথওয়েট, জার্মেইন ব্লাকউড,জন ক্যাম্পবেল,সাইনি মসলি, রাহিকিম কর্নওয়াল,কাইল মায়ার্স, রায়মন রেইফার, জশুয়া ডি সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, কেমার রোচ ও জোমাল ওয়ারিক্যান।
আকাশ নিউজ ডেস্ক 
























