ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনে ১০ দলীয় জোট সরকার গঠন করবে: ডা. তাহের সারা দেশে বিদ্রোহীদের বহিষ্কার করল বিএনপি, তালিকায় যারা প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, ৬৯ হাজারের বেশি উত্তীর্ণ আমার প্রতিদ্বন্দ্বী নির্বাচন করতে নয়, বানচাল করতে এসেছেন : নুর বিশ্বকাপে খেলতে হলে ভারতেই যেতে হবে, সিদ্ধান্ত আইসিসির এবারের নির্বাচন যেন ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত হয়ে থাকে: প্রধান উপদেষ্টা এবার ভোট গণনায় দেরি হতে পারে: প্রেস সচিব বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্যমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ মব সৃষ্টি করে জনমত প্রভাবিত করার দিন এখন আর নেই: জামায়াত আমির সরকারি চাকরিজীবীদের বেতন হচ্ছে সর্বনিম্ন ২০,০০০ টাকা, সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা

দ্বিতীয় টেস্টে বোলিং কোচ ওয়াকারকে পাচ্ছে না পাকিস্তান

আকাশ স্পোর্টস ডেস্ক:  

করোনা মহামারী ও কোয়ারেন্টিন জটিলতায় দীর্ঘ ছয় মাস ধরে পরিবার-পরিজনের কাছে যেতে পারছেন না পাকিস্তানের বোলিং কোচ ও দেশটির সাবেক অধিনায়ক ওয়াকার ইউনিস।

দায়িত্বের কারণে জাতীয় দলের সঙ্গে থাকতে হচ্ছে তাকে। বর্তমানে দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে রয়েছেন এ সাবেক পেসার।

দীর্ঘ সময় ধরে স্ত্রী-সন্তানদের কাছে না পেয়ে মানসিকভাবে অনেকটাই বিধ্বস্ত ওয়াকার। নিউজিল্যান্ডে শরীর থাকলেও মন পড়ে আছে তার পাকিস্তানে নিজের ঘরে।

নিজের এই মানসিক অবস্থার কথা পাকিস্তান টিম ম্যানেজমেন্টের কাছে ইতিমধ্যে জানিয়েছেন ওয়াকার। ছুটির আবেদন করেছিলেন তিনি।

জানা গেছে, ওয়াকারের আবেদন মঞ্জুর হয়েছে।

বুধবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, মাউন্ট মঙ্গানুইয়ে শনিবার থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট শেষেই লাহোরে নিজের পরিবারের কাছে ফিরবেন এই বোলিং কোচ। ছুটি কাটিয়ে আগামী বছরের জানুয়ারির শেষ দিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হতে যাওয়া সিরিজে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

২৬ জানুয়ারি থেকে করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট খেলবে পাকিস্তান। তার আগেই দলের অনুশীলনে পাওয়া যাবে ওয়াকারকে।

ওয়াকারের ছুটির বিষয়ে পাকিস্তান টিম ম্যানেজমেন্টের কর্মকর্তা মনসুর রানা বলেন, ‘জুন থেকে ওয়াকারের সঙ্গে তার পরিবারের দেখা না হওয়ার বিষয়টি আমরা বিবেচনায় নিয়েছি। আমরা তাকে ছুটি দিয়েছি যেন পরিবারের সঙ্গে সময় কাটাতে পারে।’

ক্রাইস্টচার্চে ৩ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে আরও একটি টেস্ট খেলবে পাকিস্তান। সেই টেস্টে দলের সঙ্গে থাকছেন না ৪৯ বছর বয়সী পাকিস্তানের বোলিং কোচ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয় টেস্টে বোলিং কোচ ওয়াকারকে পাচ্ছে না পাকিস্তান

আপডেট সময় ০৬:৫৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০

আকাশ স্পোর্টস ডেস্ক:  

করোনা মহামারী ও কোয়ারেন্টিন জটিলতায় দীর্ঘ ছয় মাস ধরে পরিবার-পরিজনের কাছে যেতে পারছেন না পাকিস্তানের বোলিং কোচ ও দেশটির সাবেক অধিনায়ক ওয়াকার ইউনিস।

দায়িত্বের কারণে জাতীয় দলের সঙ্গে থাকতে হচ্ছে তাকে। বর্তমানে দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে রয়েছেন এ সাবেক পেসার।

দীর্ঘ সময় ধরে স্ত্রী-সন্তানদের কাছে না পেয়ে মানসিকভাবে অনেকটাই বিধ্বস্ত ওয়াকার। নিউজিল্যান্ডে শরীর থাকলেও মন পড়ে আছে তার পাকিস্তানে নিজের ঘরে।

নিজের এই মানসিক অবস্থার কথা পাকিস্তান টিম ম্যানেজমেন্টের কাছে ইতিমধ্যে জানিয়েছেন ওয়াকার। ছুটির আবেদন করেছিলেন তিনি।

জানা গেছে, ওয়াকারের আবেদন মঞ্জুর হয়েছে।

বুধবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, মাউন্ট মঙ্গানুইয়ে শনিবার থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট শেষেই লাহোরে নিজের পরিবারের কাছে ফিরবেন এই বোলিং কোচ। ছুটি কাটিয়ে আগামী বছরের জানুয়ারির শেষ দিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হতে যাওয়া সিরিজে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

২৬ জানুয়ারি থেকে করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট খেলবে পাকিস্তান। তার আগেই দলের অনুশীলনে পাওয়া যাবে ওয়াকারকে।

ওয়াকারের ছুটির বিষয়ে পাকিস্তান টিম ম্যানেজমেন্টের কর্মকর্তা মনসুর রানা বলেন, ‘জুন থেকে ওয়াকারের সঙ্গে তার পরিবারের দেখা না হওয়ার বিষয়টি আমরা বিবেচনায় নিয়েছি। আমরা তাকে ছুটি দিয়েছি যেন পরিবারের সঙ্গে সময় কাটাতে পারে।’

ক্রাইস্টচার্চে ৩ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে আরও একটি টেস্ট খেলবে পাকিস্তান। সেই টেস্টে দলের সঙ্গে থাকছেন না ৪৯ বছর বয়সী পাকিস্তানের বোলিং কোচ।