আকাশ স্পোর্টস ডেস্ক:
করোনার আগমেনে পুরো বিশ্ব পড়েছে টানাপোড়েনে। ক্রিকেটের এর স্পষ্ট প্রভাব লক্ষণীয়। এ বছরই মাঠে গড়ানোর কথা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে করোনার নাজুক পরিস্থিতির কারণে অস্ট্রেলিয়া অনুষ্ঠিতব্য সেই বিশ্বকাপ আসর স্থগিতাদেশ পায়।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী বছর অর্থাৎ বিশ্বকাপ পিছিয়েছে দুই বছর, ফলে এই আসর মাঠে গড়াবে ২০২২ সোলে। যদিও ইতোমধ্যে অস্ট্রেলিয়া আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর উদ্যোগ গ্রহণ করলেও ভারত এখনো সেই সাহস করতে পারছে না।
ভারতে প্রতিদিন অর্ধ লক্ষেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে ১৪তম আইপিএলও ভারতে হবে কি না তাই বড় প্রশ্ন। বিশ্বকাপ আয়োজনের যৌক্তিকতা তো ঘুরেফিরে সামনে আসছেই। বিসিবিআই অবশ্য আশাবাদী। নির্ধারিত সময়ে ভারতেই আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা সম্ভব হবে বলে আশাবাদ বিসিসিআই কর্তাদের।
বিসিবি্ সভাপতি ও ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বিশ্বকাপ আয়োচনের দায়িত্ব পাওয়ার মর্যাদা অক্ষুন্ন রাখতে চান।
সৌরভ বলেন, ‘টি-২০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়া খুবই সম্মানের। ভারত একাধিক বড় টুর্নামেন্টের আয়োজন করেছে। আমি বিশ্বাস করি সারা বিশ্বের ক্রিকেটাররা মুখিয়ে থাকবে এমন ক্রিকেটপ্রেমী দেশে খেলতে আসার জন্য। আমি নিজে আইসিসির বিভিন্ন টুর্নামেন্টে খেলেছি, তাই জানি সারা বিশ্বের মানুষ কীভাবে মুখিয়ে থাকে এই আসর উপভোগ করার জন্য। এর থেকে দারুণ অনুভূতি কিছু হয় না।’
প্রসঙ্গত, ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী আসর মাঠে গড়াবে ২০২১ সালের অক্টোবর-নভেম্বরে। ফাইনাল মাঠে গড়াবে ১৪ নভেম্বর। পরের বছরের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আরেকটি আসর, অস্ট্রেলিয়ায়।
আকাশ নিউজ ডেস্ক 

























