আকাশ স্পোর্টস ডেস্ক:
ইদানীং হেলমেট ছাড়াই স্পিনারদের সামলাতে দেখা যাচ্ছে অধিকাংশ ব্যাটসম্যানকে। যা মোটেই কাম্য নয় বলে ধারণা শচীন টেন্ডুলকারের।
চলতি আইপিএলের এক ঘটনার ভিডিও পোস্ট করলেন মাস্টার ব্লাস্টার। হায়দরাবাদ বনাম কিংস ইলেভেন পাঞ্জাব ম্যাচে রান নেওয়ার সময় নিকোলাস পুরানের ছোড়া বল সোজা বিজয় শংকরের মাথায় আঘাত করে। তবে তিনি হেলমেট পরে থাকায় বড়সড় কোনও আঘাত পাননি। আইপিএলের অফিসিয়াল ওয়েবসাইটে এই ভিডিও প্রথমে পোস্ট করা হয়। এরপর শচীন সেই ভিডিও পুনরায় টুইটারে দিয়ে বলেন, ‘ক্রিকেট এখন অনেক দ্রুততর। তবে আদৌ কী পুরোপুরি সুরক্ষিত? সম্প্রতি আমরা যে ঘটনার সাক্ষী রয়েছি, তা থেকে অন্তত সেটা বলা যায় না। কারণ, হেলমেট না থাকলে বড়সড় কিছু ঘটতেই পারত। তাই আইসিসি’র উচিত, আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটসম্যানদের জন্য সবসময় হেলমেট পরে থাকাটা আবশ্যক করা।’
উল্লেখ্য, ২০১৪ সালে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে মাথায় আঘাত পেয়ে মৃত্যু হয়েছিল ফিল হিউজের। শেন অ্যাবটের বাউন্সার ঠিক অজি ব্যাটসম্যানটির হেলমেটের পিছনের দিকে ঘাড়ে লাগে। এই ঘটনার পর হেলমেট প্রস্তুত করার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়।
তবে তারপরও ব্যাটসম্যানরা সচেতন হননি বলেই মত মাস্টার-ব্লাস্টারের। টুইটারে আইসিসি’র পাশাপাশি বিসিসিআই, ক্রিকেট অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকেও ট্যাগ করেন তিনি। শুধু আইপিএলের ভিডিও নয়, শচীন আরও এক ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, অতীতে এক প্রীতি ম্যাচে সুনীল গাভাস্কারের ফুলটস বল সোজা রবি শাস্ত্রীর মাথায় আঘাত করছে। ভিডিও’র সঙ্গে তিনি লেখেন, ‘এই ঘটনার কথা মনে পড়লেও আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। একটা ফুলটস বল কতটা মারাত্মক হতে পারে, তা এই ঘটনার থেকে প্রমাণ পেয়েছিলাম। সেদিন অনেক কিছুই হতে পারত।’
আকাশ নিউজ ডেস্ক 

























