ঢাকা ১০:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: ফখরুলের অভিযোগ নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর-আগুন ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে: জাইমা রহমান চাকরির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা তা দেখা উচিত : আমীর খসরু ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি ভুয়া জরিপ ও মিথ্যা প্রচারণা দিয়ে রাজনৈতিক ইতিহাস বদলানো যাবে না : দুদু গণ-অভ্যুত্থানের নিষ্ঠুরতম খুনিদের বিচার নিশ্চিত করা হবে : তাজুল ইসলাম এক্সপেকটেশন যদি ১০ থাকে, অন্তত চার তো অর্জন করতে পেরেছি : আসিফ নজরুল

স্বল্প সময়ে ফের কোটিপতি অপূর্ব-মেহজাবীন!

আকাশ বিনোদন ডেস্ক : 

চলতি বছরের ৬ আগস্ট ইউটিউবে প্রকাশ পায় অপূর্ব-মেহজাবীন অভিনীত নাটক ‘মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ’। প্রকাশের পর বেশ সাড়া ফেলে নাটকটি।

মাত্র ৭৩ দিনে এটি ইউটিউবে ভিউ পার করেছে ১ কোটিরও বেশি।

রাজীব আহমেদের চিত্রনাট্যে ‘মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ’ পরিচালনা করেছেন রুবেল হাসান। প্রযোজনা করেছে সিএমভি। বাংলাদেশের নাটক ইতিহাসে সবচেয়ে দ্রুত সময়ে ১ কোটি ভিউ গড়ার তালিকায় এই নাটকটির স্থান দ্বিতীয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় প্রযোজনা সংস্থাটি।

এর আগে জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন চৌধুরী জুটি অভিনীত কোটি ভিউ হওয়া নাটকের প্রথম স্থানে রয়েছে মিজানুর রহমান আরিয়ানের ‘বড় ছেলে’ (৩৪ দিনে)।

পরিচালক রুবেল হাসান বলেন, আমরা চেয়েছি মজার ছলে দর্শকদের একটা ভালো বার্তা দিতে। সেটি দর্শক গ্রহণ করায় আরও ভালো কাজের জন্য উৎসাহ পেলাম। অপূর্ব ভাই, মেহজাবীন আপু, প্রযোজক পাপ্পু ভাই, ডিওপি কামরুল ইসলাম শুভ থেকে শুরু করে সংশ্লিষ্ট প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাই।

এমন অর্জনে অপূর্ব-মেহজাবীন দর্শক, নির্মাতা ও প্রযোজকসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

অভিনেতা অপূর্ব বলেন, দর্শকদের প্রতিটি ভিউ আর কমেন্ট- আমাদের কাছে হার্টবিটের মতো। সে অবস্থান থেকে এই নাটকটির এমন সফলতা খুব শান্তি দেয়।

ইউটিউবের ভিউ বিচারে স্বল্প সময়ে এক কোটির ঘর অতিক্রম করা ১০ নাটকের তালিকায় রয়েছে বড় ছেলে (৩৪ দিন), মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ (৭৩ দিন), ভালোবাসি তুমি আমি (১৩

০ দিন), জমজ ১০ (১৫৯ দিন), এক্স বয়ফ্রেন্ড (১৭২ দিন), মিশন বরিশাল (২০৪ দিন), টম অ্যান্ড জেরী (২১৫ দিন), বুকের বা পাশে (২৭৪ দিন), এক্স গার্লফ্রেন্ড (৩০১ দিন) এবং জমজ ১২ (৩২১ দিন)।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উত্তরায় নিরাপত্তাকর্মীকে পিটিয়ে অস্ত্র ছিনতাই-অপহরণ

স্বল্প সময়ে ফের কোটিপতি অপূর্ব-মেহজাবীন!

আপডেট সময় ১১:৫৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০

আকাশ বিনোদন ডেস্ক : 

চলতি বছরের ৬ আগস্ট ইউটিউবে প্রকাশ পায় অপূর্ব-মেহজাবীন অভিনীত নাটক ‘মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ’। প্রকাশের পর বেশ সাড়া ফেলে নাটকটি।

মাত্র ৭৩ দিনে এটি ইউটিউবে ভিউ পার করেছে ১ কোটিরও বেশি।

রাজীব আহমেদের চিত্রনাট্যে ‘মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ’ পরিচালনা করেছেন রুবেল হাসান। প্রযোজনা করেছে সিএমভি। বাংলাদেশের নাটক ইতিহাসে সবচেয়ে দ্রুত সময়ে ১ কোটি ভিউ গড়ার তালিকায় এই নাটকটির স্থান দ্বিতীয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় প্রযোজনা সংস্থাটি।

এর আগে জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন চৌধুরী জুটি অভিনীত কোটি ভিউ হওয়া নাটকের প্রথম স্থানে রয়েছে মিজানুর রহমান আরিয়ানের ‘বড় ছেলে’ (৩৪ দিনে)।

পরিচালক রুবেল হাসান বলেন, আমরা চেয়েছি মজার ছলে দর্শকদের একটা ভালো বার্তা দিতে। সেটি দর্শক গ্রহণ করায় আরও ভালো কাজের জন্য উৎসাহ পেলাম। অপূর্ব ভাই, মেহজাবীন আপু, প্রযোজক পাপ্পু ভাই, ডিওপি কামরুল ইসলাম শুভ থেকে শুরু করে সংশ্লিষ্ট প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাই।

এমন অর্জনে অপূর্ব-মেহজাবীন দর্শক, নির্মাতা ও প্রযোজকসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

অভিনেতা অপূর্ব বলেন, দর্শকদের প্রতিটি ভিউ আর কমেন্ট- আমাদের কাছে হার্টবিটের মতো। সে অবস্থান থেকে এই নাটকটির এমন সফলতা খুব শান্তি দেয়।

ইউটিউবের ভিউ বিচারে স্বল্প সময়ে এক কোটির ঘর অতিক্রম করা ১০ নাটকের তালিকায় রয়েছে বড় ছেলে (৩৪ দিন), মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ (৭৩ দিন), ভালোবাসি তুমি আমি (১৩

০ দিন), জমজ ১০ (১৫৯ দিন), এক্স বয়ফ্রেন্ড (১৭২ দিন), মিশন বরিশাল (২০৪ দিন), টম অ্যান্ড জেরী (২১৫ দিন), বুকের বা পাশে (২৭৪ দিন), এক্স গার্লফ্রেন্ড (৩০১ দিন) এবং জমজ ১২ (৩২১ দিন)।