ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকাশক্তি : খন্দকার মোশাররফ হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল ময়মনসিংহের ধোবাউড়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে ছুরিকাঘাতে হত্যা কৌশলের অজুহাতে বিএনপি কোনো গোপন বেশ ধারণ করেনি: তারেক রহমান

রোহিঙ্গা ইস্যুতে সরকারের কার্যকর উদ্যোগ নেই : রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

ক্রমাগত হামলা-নির্যাতনের মুখে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গা পরিস্থিতি সামাল দিতে সরকার কোনো কার্যকর উদ্যোগ নিতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপি নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী বলছেন, তিনি আন্তর্জাতিক চাপ সৃষ্টির জন্য চেষ্টা করছেন কিন্তু কার্যকর কোনো উদ্যোগ নেই। বার্মারাজ চাচ্ছে, চলে যাও নইলে হত্যার শিকার হও। ওরা মরুক, ওরা পচুক, নাফ নদীর পানিতে ভেসে যাক, কারো কোনো দায়দায়িত্ব নেই।’

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত রোহিঙ্গা হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে মানববন্ধনে রিজভী এসব কথা বলেন।

বিএনপির নেতা বলেন, এই যে উদ্বেগ-উৎকণ্ঠা এটা তো শুধু আজকের বিষয় নয়, দশকের পর দশক এই অত্যাচার হয়েছে। শুধু দশকের পর দশক বলব না, শতাব্দীর পর শতাব্দী। বার্মারা এক সময় আমাদের চট্টগ্রাম দখল করেছিল, শায়েস্তা খানের সেনাপতি ওমেদ খান চট্টগ্রাম পুনরুদ্ধার করেছিলেন। এটা আর কতদিন চলবে, আরাকান দখল করে এমন বিভৎসতা তৈরি করেছিল, এটা ভাবা যায় না। বার্মারাজ দাবি করেছিলেন, চট্টগ্রাম, ঢাকা ও মুর্শিদাবাদ তাদের দিয়ে দিতে ।

রিজভী আহমেদ অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী চাচ্ছেন, কূটনৈতিক সমাধান। কিন্তু কতদিন বছরের পর বছর উদ্ধাস্তু হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আসছে। আগে ৪ লাখের মতো এসেছে। ভারতে ৪০ হাজারের মতো, মোদি সরকার ঘোষণা দেন তাদেরও তাড়িয়ে দেবেন।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসিচব আরো বলেন, ঈদের দিনে রোহিঙ্গা শিশুরা এক টুকরো মাংসের জন্য কেঁদে ছিল, তার মা এক ফোঁটা পানিও দিতে পারেননি, মাংস তো দূরে থাক। কারবালায় যেমন পানি জোটেনি, সেই নতুন কারবালা তৈরি হয়েছে নাফ নদীর তীরে। রোহিঙ্গারা পানিহীন, বস্ত্রহীন, চিকিৎসাহীন। আমরা এই অন্যায়ের তীব্র নিন্দা জানাচ্ছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমানের পর বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে আরেক জনপ্রিয় সংগীতশিল্পী

রোহিঙ্গা ইস্যুতে সরকারের কার্যকর উদ্যোগ নেই : রিজভী

আপডেট সময় ০২:৩৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

ক্রমাগত হামলা-নির্যাতনের মুখে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গা পরিস্থিতি সামাল দিতে সরকার কোনো কার্যকর উদ্যোগ নিতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপি নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী বলছেন, তিনি আন্তর্জাতিক চাপ সৃষ্টির জন্য চেষ্টা করছেন কিন্তু কার্যকর কোনো উদ্যোগ নেই। বার্মারাজ চাচ্ছে, চলে যাও নইলে হত্যার শিকার হও। ওরা মরুক, ওরা পচুক, নাফ নদীর পানিতে ভেসে যাক, কারো কোনো দায়দায়িত্ব নেই।’

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত রোহিঙ্গা হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে মানববন্ধনে রিজভী এসব কথা বলেন।

বিএনপির নেতা বলেন, এই যে উদ্বেগ-উৎকণ্ঠা এটা তো শুধু আজকের বিষয় নয়, দশকের পর দশক এই অত্যাচার হয়েছে। শুধু দশকের পর দশক বলব না, শতাব্দীর পর শতাব্দী। বার্মারা এক সময় আমাদের চট্টগ্রাম দখল করেছিল, শায়েস্তা খানের সেনাপতি ওমেদ খান চট্টগ্রাম পুনরুদ্ধার করেছিলেন। এটা আর কতদিন চলবে, আরাকান দখল করে এমন বিভৎসতা তৈরি করেছিল, এটা ভাবা যায় না। বার্মারাজ দাবি করেছিলেন, চট্টগ্রাম, ঢাকা ও মুর্শিদাবাদ তাদের দিয়ে দিতে ।

রিজভী আহমেদ অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী চাচ্ছেন, কূটনৈতিক সমাধান। কিন্তু কতদিন বছরের পর বছর উদ্ধাস্তু হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আসছে। আগে ৪ লাখের মতো এসেছে। ভারতে ৪০ হাজারের মতো, মোদি সরকার ঘোষণা দেন তাদেরও তাড়িয়ে দেবেন।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসিচব আরো বলেন, ঈদের দিনে রোহিঙ্গা শিশুরা এক টুকরো মাংসের জন্য কেঁদে ছিল, তার মা এক ফোঁটা পানিও দিতে পারেননি, মাংস তো দূরে থাক। কারবালায় যেমন পানি জোটেনি, সেই নতুন কারবালা তৈরি হয়েছে নাফ নদীর তীরে। রোহিঙ্গারা পানিহীন, বস্ত্রহীন, চিকিৎসাহীন। আমরা এই অন্যায়ের তীব্র নিন্দা জানাচ্ছি।