অাকাশ জাতীয় ডেস্ক:
চাঁদপুরে দিবাগত রাত সাড়ে ৯টায় পারিবারিক কলহের জের ধরে দেবরের ছুরিকাঘাতে ভাবি খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সদর উপজেলার বাগাদী ইউনিয়নের মমিনপুর গ্রামের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শারমীন বেগম (২০) ঘাতক ইয়াছিনের বড় ভাই প্রবাসী ইউসুফ মিজির স্ত্রী এবং পার্শ্ববর্তী ফরিদগঞ্জ উপজেলার কেওরা গ্রামের তাজুল ইসলামের মেয়ে।
চাঁদপুর মডেল থানার এসআই মফিজুল ইসলাম বলেন, ঘটনার পরপরই স্থানীয়রা অভিযুক্তকে আটক করেছে। তাকে আটক করে থানায় আনা হয়েছে। ঘটনাটি রাতের আঁধারে হঠাৎ করে ঘটে যাওয়ায় ভালো ভাবে তথ্য জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।
আকাশ নিউজ ডেস্ক 
























