অাকাশ জাতীয় ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে তার পায়ের চিকিৎসা শেষ করে আগামী সপ্তাহে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকালে উত্তরার নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
মির্জা ফখরুল বলেন, ‘উনার (খালেদা জিয়া) আর্থারাইটিসে যে ব্যথাটা আছে, উনি মাঝে মাঝে অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন। এটার চিকিৎসা চলছে এখন।’
তিনি বলেন, আমরা আশা করি যে, আগামী সপ্তাহের মধ্যে এটা শেষ হবে। এর পরই উনি চলে আসবেন। বিএনপির মহাসচিব বলেন, ‘আমার সঙ্গে সোমবারও উনার (খালেদা জিয়া) কথা হয়েছে, উনি বলেছেন, আমি দ্রুত আসার চেষ্টা করছি।’
আকাশ নিউজ ডেস্ক 






















