ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ ‘আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না’ গুম হওয়া পরিবারের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকাশক্তি : খন্দকার মোশাররফ

ম্যাচে ফিরতে একটি ভালো সেশনের অপেক্ষায় নাসির

অাকাশ স্পোর্টস ডেস্ক:

দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের উইকেট না নিতে পারা ও টাইগার সদস্যদের ফিল্ডিং মিসের মহড়া ছাড়িয়ে তৃতীয় দিনে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বলে জানিয়েছেন দলের অন্যতম অলরাউন্ডার ও ফিনিশার খ্যাত নাসির হোসেন।

দ্বিতীয় দিনের পারফরম্যান্সে বাংলাদেশকে পিছিয়ে রেখে নাসির মনে করেন, একটি ভালো সেশনেই ম্যাচে ফিরতে পারেন তারা।

মঙ্গলবার চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের ৩০৫ রানের জবাবে অস্ট্রেলিয়ার স্কোর ২২৫/২। অর্ধশতক করে অপরাজিত ডেভিড ওয়ার্নার ও পিটার হ্যান্ডসকম। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে দুই জনে গড়েছেন শতরানের জুটি।

এ অবস্থায় নাসির মনে করেন, ঘুরে দাঁড়াতে বুধবার তাদের দারুণ কিছু করতে হবে।

তিনি বলেন, “আমরা এখনো ৮০ রানে এগিয়ে আছি। ক্রিকেট এমন একটা খেলা, এখানে আপনি নিশ্চিত করে কিছুই বলতে পারবেন না। টেস্টে এক-দেড় ঘণ্টায় অনেক কিছু বদলে যায়।”

টাইগার বোলারদের সামর্থ্য নিয়ে নাসির বলেন, বোলাররা খারাপ করেনি। আপনারা যদি দেখেন, ওয়ার্নার এতো ধীরে ব্যাটিং করে না। কিন্তু আজ করেছে, মানে আমরা বোলিং ভালো করেছি। শুধু উইকেট পড়েনি।

খেলার এখনও অনেক বাকি। ধৈর্য ধরে নিজেদের কাজটা করে যেতে সতীর্থদের তাগিদ দেন নাসির।

প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ২৩ রান করলেও দ্বিতীয় ইনিংসে ব্যর্থ হন নাসির। তবে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে দলের জন্য প্রয়োজনীয় ৪৫ রান তুলে অর্ধশতকের জন্য ৫ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন নাসির। দ্বিতীয় ইনিংসে আরো ভালো কিছু করবেন নাসির, এমনটাই প্রত্যাশা টাইগার ভক্তদের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ

ম্যাচে ফিরতে একটি ভালো সেশনের অপেক্ষায় নাসির

আপডেট সময় ০৮:৫৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০১৭

অাকাশ স্পোর্টস ডেস্ক:

দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের উইকেট না নিতে পারা ও টাইগার সদস্যদের ফিল্ডিং মিসের মহড়া ছাড়িয়ে তৃতীয় দিনে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বলে জানিয়েছেন দলের অন্যতম অলরাউন্ডার ও ফিনিশার খ্যাত নাসির হোসেন।

দ্বিতীয় দিনের পারফরম্যান্সে বাংলাদেশকে পিছিয়ে রেখে নাসির মনে করেন, একটি ভালো সেশনেই ম্যাচে ফিরতে পারেন তারা।

মঙ্গলবার চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের ৩০৫ রানের জবাবে অস্ট্রেলিয়ার স্কোর ২২৫/২। অর্ধশতক করে অপরাজিত ডেভিড ওয়ার্নার ও পিটার হ্যান্ডসকম। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে দুই জনে গড়েছেন শতরানের জুটি।

এ অবস্থায় নাসির মনে করেন, ঘুরে দাঁড়াতে বুধবার তাদের দারুণ কিছু করতে হবে।

তিনি বলেন, “আমরা এখনো ৮০ রানে এগিয়ে আছি। ক্রিকেট এমন একটা খেলা, এখানে আপনি নিশ্চিত করে কিছুই বলতে পারবেন না। টেস্টে এক-দেড় ঘণ্টায় অনেক কিছু বদলে যায়।”

টাইগার বোলারদের সামর্থ্য নিয়ে নাসির বলেন, বোলাররা খারাপ করেনি। আপনারা যদি দেখেন, ওয়ার্নার এতো ধীরে ব্যাটিং করে না। কিন্তু আজ করেছে, মানে আমরা বোলিং ভালো করেছি। শুধু উইকেট পড়েনি।

খেলার এখনও অনেক বাকি। ধৈর্য ধরে নিজেদের কাজটা করে যেতে সতীর্থদের তাগিদ দেন নাসির।

প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ২৩ রান করলেও দ্বিতীয় ইনিংসে ব্যর্থ হন নাসির। তবে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে দলের জন্য প্রয়োজনীয় ৪৫ রান তুলে অর্ধশতকের জন্য ৫ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন নাসির। দ্বিতীয় ইনিংসে আরো ভালো কিছু করবেন নাসির, এমনটাই প্রত্যাশা টাইগার ভক্তদের।