ঢাকা ১০:২৮ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনে ১০ দলীয় জোট সরকার গঠন করবে: ডা. তাহের সারা দেশে বিদ্রোহীদের বহিষ্কার করল বিএনপি, তালিকায় যারা প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, ৬৯ হাজারের বেশি উত্তীর্ণ আমার প্রতিদ্বন্দ্বী নির্বাচন করতে নয়, বানচাল করতে এসেছেন : নুর বিশ্বকাপে খেলতে হলে ভারতেই যেতে হবে, সিদ্ধান্ত আইসিসির এবারের নির্বাচন যেন ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত হয়ে থাকে: প্রধান উপদেষ্টা এবার ভোট গণনায় দেরি হতে পারে: প্রেস সচিব বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্যমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ মব সৃষ্টি করে জনমত প্রভাবিত করার দিন এখন আর নেই: জামায়াত আমির সরকারি চাকরিজীবীদের বেতন হচ্ছে সর্বনিম্ন ২০,০০০ টাকা, সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা

বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশের মানবিক সহায়তা লেবাননে পৌঁছেছে

আকাশ জাতীয় ডেস্ক: 

লেবাননের রাজধানী বৈরুতে বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে বাংলাদেশ সরকারের মানবিক সহায়তা লেবাননে এসে পৌঁছেছে।

সোমবার স্থানীয় সময় সকাল ৭টায় বাংলাদেশ বিমানবাহিনীর পরিবহন বিমান সহায়তা সামগ্রী নিয়ে রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে।

লেবাননের এ দুঃসময়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশের জনগণের পক্ষে লেবাননের জনগণের জন্য মানবিক সহায়তা পাঠায়।

৯ টন খাদ্যসামগ্রী, ২ টন ওষুধ ও ওষুধ সামগ্রীসহ বাংলাদেশ বিমানবাহিনীর একটি পরিবহন বিমান বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানে ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা ও বাংলাদেশ বিমানবাহিনীর ১২ জন ক্রু।

লেবাননের বাংলাদেশ দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান পিএসসি লেবানন সরকারের মনোনীত স্থানীয় প্রতিনিধির কাছে বাংলাদেশ সরকারের উক্ত মানবিক সহায়তা সামগ্রী হস্তান্তর করেন।

এ সময় প্রথম সচিব (শ্রম) দূতালয়প্রধান আব্দুল্লাহ আল মামুন, তৃতীয় সচিব আব্দুল্লাহ আল সাফি, লেবাননের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা, ইউনিফিলের কর্মকর্তা ও বৈরুত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৪ আগস্ট আনুমানিক বিকাল ৬টার দিকে লেবাননের রাজধানী বৈরুতে দুটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে বৈরুত পোর্টসহ বৈরুত এবং এর দশ কিমি. পরিসীমায় ব্যাপক ক্ষতিসাধিত হয়। বিস্ফোরণে ২০০ জনের বেশি নিহত হন এবং ছয় হাজারের অধিক লোক আহত হন। এছাড়া গৃহহারা হন প্রায় তিন লক্ষাধিক লোক।

লেবাননের জলসীমায় ইউনিফিলের (UNIFIL) অধীনে পাহারারত বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস বিজয় ওই সময় বিস্ফোরণে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং জাহাজে থাকা বাংলাদেশ নৌবাহিনীর ২১ জন কর্মকর্তা ও নাবিক আহত হন। এছাড়া বিস্ফোরণে লেবানন প্রবাসী পাঁচ বাংলাদেশি নিহত হন এবং শতাধিক আহত হন।

দূতাবাসের সহযোগিতায় আহতদের চিকিৎসা দেয়া হয় এবং নিহতদের লাশ যত দ্রুত সম্ভব স্বজনের কাছে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানান আব্দুল্লাহ আল মামুন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশের মানবিক সহায়তা লেবাননে পৌঁছেছে

আপডেট সময় ১১:৫৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০

আকাশ জাতীয় ডেস্ক: 

লেবাননের রাজধানী বৈরুতে বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে বাংলাদেশ সরকারের মানবিক সহায়তা লেবাননে এসে পৌঁছেছে।

সোমবার স্থানীয় সময় সকাল ৭টায় বাংলাদেশ বিমানবাহিনীর পরিবহন বিমান সহায়তা সামগ্রী নিয়ে রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে।

লেবাননের এ দুঃসময়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশের জনগণের পক্ষে লেবাননের জনগণের জন্য মানবিক সহায়তা পাঠায়।

৯ টন খাদ্যসামগ্রী, ২ টন ওষুধ ও ওষুধ সামগ্রীসহ বাংলাদেশ বিমানবাহিনীর একটি পরিবহন বিমান বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানে ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা ও বাংলাদেশ বিমানবাহিনীর ১২ জন ক্রু।

লেবাননের বাংলাদেশ দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান পিএসসি লেবানন সরকারের মনোনীত স্থানীয় প্রতিনিধির কাছে বাংলাদেশ সরকারের উক্ত মানবিক সহায়তা সামগ্রী হস্তান্তর করেন।

এ সময় প্রথম সচিব (শ্রম) দূতালয়প্রধান আব্দুল্লাহ আল মামুন, তৃতীয় সচিব আব্দুল্লাহ আল সাফি, লেবাননের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা, ইউনিফিলের কর্মকর্তা ও বৈরুত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৪ আগস্ট আনুমানিক বিকাল ৬টার দিকে লেবাননের রাজধানী বৈরুতে দুটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে বৈরুত পোর্টসহ বৈরুত এবং এর দশ কিমি. পরিসীমায় ব্যাপক ক্ষতিসাধিত হয়। বিস্ফোরণে ২০০ জনের বেশি নিহত হন এবং ছয় হাজারের অধিক লোক আহত হন। এছাড়া গৃহহারা হন প্রায় তিন লক্ষাধিক লোক।

লেবাননের জলসীমায় ইউনিফিলের (UNIFIL) অধীনে পাহারারত বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস বিজয় ওই সময় বিস্ফোরণে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং জাহাজে থাকা বাংলাদেশ নৌবাহিনীর ২১ জন কর্মকর্তা ও নাবিক আহত হন। এছাড়া বিস্ফোরণে লেবানন প্রবাসী পাঁচ বাংলাদেশি নিহত হন এবং শতাধিক আহত হন।

দূতাবাসের সহযোগিতায় আহতদের চিকিৎসা দেয়া হয় এবং নিহতদের লাশ যত দ্রুত সম্ভব স্বজনের কাছে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানান আব্দুল্লাহ আল মামুন।