আকাশ জাতীয় ডেস্ক:
গোপালগঞ্জের মুকসুদপুর থেকে দেশীয় অস্ত্রসহ ফরহাদ শেখ (৪০) নামে এক ব্যক্তিকে আটকের দাবি করেছে মাদারীপুর র্যাব-৮।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চরপ্রসন্নদী গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত ফরহাদ শেখ মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের চরপ্রসন্নদী গ্রামের মৃত আক্কাস শেখের ছেলে।
বুধবার দুপুরে র্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় চরপ্রসন্নদী গ্রামে অভিযান পরিচালনা করে অস্ত্রধারী সন্ত্রাস ও মাদক ব্যবসায়ী ফরহাদ হোসেন শেখকে অস্ত্রসহ হাতেনাতে আটক করা হয়েছে।
এ সময় আটককৃত আসামির কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করেন।
আকাশ নিউজ ডেস্ক 
























