আকাশ আইসিটি ডেস্ক :
চীন মালিকানাধীন সোশ্যাল ভিডিও অ্যাপ টিকটকের মার্কিন অংশ কেনা-বেচার চুক্তি থেকে বড় অঙ্কের অর্থ সরকারের পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক ১৫ সেপ্টেম্বরের মধ্যে বিক্রি না হলে তা নিষিদ্ধের হুশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট।
অবশ্য পরে তিনি টিকটকের যুক্তরাষ্ট্র অংশ বিক্রিতে মত দেন। মাইক্রোসফট তা কিনে নিলে ট্রাম্পের কোনো আপত্তি নেই বলেও জানান।
টিকটক-ইউএস বিক্রি নিয়ে মাইক্রোসফটের দরাদরির মধ্যেই প্রতিষ্ঠানটির প্রধানের সঙ্গে টেলিফোনে কথা বলেন। এতে টিকটক কেনা-বেচা নিয়ে কোনো রকম চুক্তির ক্ষেত্রে অর্থের একটি বড় অংশ যুক্তরাষ্ট্রের কোষাগারে দেওয়ার দাবি জানান তিনি।
বিবিসি জানিয়েছে, ট্রাম্প সময় বেধে দেয়ায় চীনা কোম্পানি বাইডেন্স টিকটক বিক্রি নিয়ে চাপের মধ্যে পড়েছে।
টিকটকসহ অন্যান্য চীনা অ্যাপের বিরুদ্ধে চীন সরকারকে তথ্য সরবরাহ করার অভিযোগ করেছে ট্রাম্প প্রশাসন। টিকটক অ্যাপটি আমেরিকানদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার কাজে ব্যবহার হতে পারে বলেও মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন।
যদিও এমন অভিযোগ টিকটক অস্বীকার করেছে। তাছাড়া, তাদের ওপর চীন সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই এবং তারা কোনও তথ্য সরকারকে দেয় না বলেও দাবি করেছে।
আকাশ নিউজ ডেস্ক 

























