আকাশ জাতীয় ডেস্ক:
পটুয়াখালীর গলাচিপা শহরের একটি আবাসিক হোটেলে বুধবার রাতে এক যুবতীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গলাচিপা থানা পুলিশ গভীর রাতে হোটেলে অভিযান চালিয়ে ৫ ধর্ষককে গ্র্রেফতার ও ধর্ষিতাকে উদ্ধার করে। এ ঘটনায় ধর্ষণের শিকার নারী বাদী হয়ে বৃহস্পতিবার গলাচিপা থানায় ৫ ধর্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ধর্ষিতাকে মেডিকেল পরীক্ষার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
গলাচিপা থানা সূত্রে জানা যায়, গলাচিপা উপজেলার গজালিয়া গ্রামের একটি মেয়ে বুধবার বিকেলে ডাক্তার দেখাতে গলচিপা শহরে যায়। ডাক্তার দেখানো শেষে রাত হওয়ার কারণে ওই মেয়েটি গলাচিপা শহরের আবাসিক একটি হোটেলে রাত যাপন করে। পূর্ব পরিচিত শহিদুল (২৪), রশিদ গাজি (৩২), স্বপন (৪০), জিতেন (৩৫), খোকন ডাক্তার (৪৫) ভয় দেখিয়ে জোর পূর্বক ওই মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১২টায় হোটেলে অভিযান চালিয়ে শহিদুলসহ ৫ ধর্ষককে আটক এবং যুবতীকে উদ্ধার করে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম বলেন, রাতে খবর পেয়ে পুলিশ ৫ ধর্ষককে প্রেফতার এবং ধর্ষণের শিকার যুবতীকে উদ্ধার করে। বৃহস্পতিবার ধর্ষিতা বাদি হয়ে ৫ জনের বিরুদ্ধে গলাচিপা থানায় মামলা দায়ের করে। আসামিদের কোর্টে প্রেরণ করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 























