আকাশ স্পোর্টস ডেস্ক:
ফিওরেন্তিনার সঙ্গে ইন্টার মিলান ঘরের মাঠে ড্র করায় টানা ৯ বার খেতাব নিশ্চিত সুযোগ চলে এলো জুভেন্টাসের সামনে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সময় রাত সাড়ে ১১টায় অ্যাওয়ে ম্যাচে উদিনেসের মুখোমুখি হচ্ছেন রোনালদোরা। আর ওই ম্যাচে জিততে পারলে তিন ম্যাচ বাকি থাকতেই সিরি-আ জিতে নেব মাওরিসিও সারির দল।
বৃহস্পতিবারের ম্যাচ শুরুর আগে যদি লিগ টেবিলে নজর দেওয়া যায় তাহলে দেখা যাবে ৩৪ ম্যাচ খলে ৮০ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে জুভেন্টাস। দ্বিতীয় স্থানে থাকা আটলান্টার সেখানে ৩৫ ম্যাচে সংগ্রহ ৭৪ পয়েন্ট। অর্থাৎ, আজ জিতলে ৩৫ ম্যাচ খেলে ৮৩ পয়েন্টে পৌঁছে যাবে জুভেন্টাস। সেক্ষেত্রে বাকি তিন ম্যাচে জয় তুলে নিলেও ৮৩ পয়েন্টের বেশি সংগ্রহ করা সম্ভব নয় আটলান্টার পক্ষে। আর একই পয়েন্টে শেষ করলেও মুখোমুখি সাক্ষাতে আটলান্টার তুলনায় জুভেন্টাসের রেকর্ড ভালো হওয়ায় খেতাব উঠবে জুভেন্টাসের হাতেই।
বুধবার ফিওরেন্তিনার বিরুদ্ধে ইন্টার মিলানের জয় জুভেন্টাসের খেতাব জয়ের অপেক্ষা দীর্ঘায়িত করতে পারত। কিন্তু পয়েন্ট খুঁইয়ে আটলান্টাকে টপকে লিগ টেবিলে দ্বিতীয় স্থানেও পৌঁছনো হলো না তাঁদের। যদিও আটলান্টার সঙ্গে ইন্টারের দ্বিতীয় স্থানের লড়াইটা জুভেন্টাসের খেতাব আজ নির্ণয় হয়ে গেলেও জারি থাকবে। কারণ সমসংখ্যক ম্যাচ খেলে আটলান্টার চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে রয়েছে ইন্টার। বুধবার ফিওরেন্তিনার বিরুদ্ধে ভালো খেলেও জয় হাতছাড়া করল ইন্টার। ম্যাচে রোমেলু লুকাকু এবং অ্যালেক্সিস স্যাঞ্চেজের দুটি প্রচেষ্টা পোস্টে প্রতিহত হয়।
স্বাভাবিকভাবেই পয়েন্ট হারিয়ে একইসঙ্গে জুভেন্টাসের আরও সুবিধা করে দেওয়ায় হতাশ ইন্টার কোচ অ্যান্তোনিও কোন্তে। জুভেন্টাসের কোচ হিসেবে তিনবার সিরি-আ জয়ী কোচ জানাচ্ছেন, ‘দ্বিতীয় স্থানে শেষ করার কোনও অর্থ নেই আমার কাছে। এর মানে হল পরাজিতদের তালিকায় সবার উপরে তোমার স্থান।’
এদিকে গত ম্যাচে একাধিক রেকর্ডের পাশে নাম লেখানোর পর জুভেন্টাসের হয়ে আরও রেকর্ডে চোখ ক্রিশ্চিয়ানো রোনালদোর। ‘ওল্ড লেডি’র হয়ে চলতি সিরি-আ মৌসুমে ইতিমধ্যেই ৩০টি গোল হয়ে গিয়েছে পর্তুগিজ তারকার। উদিনেসের বিরুদ্ধে একটি গোল করলে ট্যালি ৩১-এ নিয়ে যাবেন তিনি। ১৯৩৩-১৯৩৪ ইতালির বিশ্বকাপজয়ী দলের সদস্য ফেলিস বোরেলের পর প্রথম জুভেন্টাস ফুটবলার হিসেবে এই নজির গড়বেন তিনি। এছাড়া লেওয়ানদোস্কিকে টপকে (৩৪) চলতি মৌসুমে ঘরোয়া লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগ রয়েছে সিআর সেভেনের।
আকাশ নিউজ ডেস্ক 

























