ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

শেয়ারবাজারে আস্থা বাড়াতে প্রয়োজন কার্যকর উদ্যোগ

আকাশ জাতীয় ডেস্ক: 

দেশের শেয়ারবাজারে মূল সমস্যা বিনিয়োগকারীদের আস্থা সংকট। বহু কারণে এ সংকট তৈরি হয়েছে। এর মধ্যে রয়েছে- সুশাসনের ঘাটতি, ভালো কোম্পানির শেয়ারের অভাব, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অযাচিত হস্তক্ষেপ এবং দুর্বল কোম্পানি তালিকাভুক্ত।

এছাড়াও করোনার আতঙ্কে টানা ৫ মাস কোম্পানিগুলোর শেয়ার মূল্যের ফ্লোর প্রাইস (কৃত্রিম সাপোর্ট) দিয়ে রাখা হচ্ছে। এতে বিনিয়োগকারীদের আস্থা আরও কমেছে। এ অবস্থার উত্তরণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। শেয়ারবাজার বিষয়ে শনিবার এক অনলাইন সেমিনারে বক্তারা এসব কথা বলেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, যত দ্রুত সম্ভব ফ্লোর প্রাইসের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) সভাপতি নিহাদ কবির, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি আজম জে চৌধুরী, ডিএসইর এমডি কাজী সানাউল হক, সিএসইর এমডি মামুন-উর-রশীদ, আইসিবির এমডি আবুল হোসেন, ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশনের সভাপতি শরীফ আনোয়ার হোসেন, ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হুসাইন এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক এসএম রাশিদুল ইসলাম।

করোনার প্রকোপ শুরু হলে দেশের শেয়ারবাজারে ভয়াবহ পতন দেখা দেয়। এ পতন ঠেকাতে ১৯ মার্চ প্রতিটি প্রতিষ্ঠানের শেয়ারের ফ্লোর প্রাইস (সর্বনিম্ন দাম) নির্ধারণ করে নতুন সার্কিট ব্রেকার চালু করা হয়। এতে দরপতন ঠেকানো গেলেও দেখা দেয় লেনদেন খরা। এ অবস্থায় একটি পক্ষ থেকে ফ্লোর প্রাইস তুলে দেয়ার জন্য নানামুখী চাপ দেয়া হচ্ছে। শনিবারের সেমিনারেও ফ্লোর প্রাইস নিয়ে সমালোচনা করা হয়।

অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান বলেন, ফ্লোর প্রাইস এক ধরনের প্রতিবন্ধকতা, এটা আমরাও বুঝি। কারণ বাজারকে স্বাভাবিকভাবে চলতে দেয়া উচিত। তবে বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। কিছু বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে কথা বলে যত দ্রুত সম্ভব আমরা এ ব্যাপারে ব্যবস্থা নেব।

মতে, বাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থা থাকলে টাকার অভাব হবে না। তিনি আরও বলেন, আমরা যখন যোগদান করেছিলাম তখন লেনদেন ছিল ৫০ কোটি টাকার মতো। এখন সেটা ৩শ’ কোটি টাকার ওপরে চলে যাচ্ছে, এটা আশার ব্যাপার। আমরা আশা করি শিগগিরই এটা ৫শ’ কোটি টাকার ওপরে চলে যাবে। মূলত বাজারের ওপর বিশ্বাস বা আস্থা এলে টাকার অভাব হবে না।

অধ্যাপক শিবলী বলেন, ক্রেস্ট সিকিউরিটিজ নামের একটি প্রতিষ্ঠান অনিয়ম করেছিল। ডিএসইর সহায়তায় আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি। বাজারে মেসেজ গেছে কেউ অনিয়ম করলে পার পাবে না। তিনি আরও বলেন, ব্যাংকের ২শ’ কোটি টাকার যে তহবিল গঠনের সুযোগ দেয়া হয়েছে, সেখানে কিছু প্রতিবন্ধকতা আছে। এই প্রতিবন্ধকতা দূর করতে আমরা বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছি। আশাকরি এ প্রতিবন্ধকতা দূর হয়ে যাবে।

নিহাদ কবির বলেন, বাংলাদেশে এমন কোম্পানির সংখ্যা খুবই কম, যেখানে বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে পারে। তাদের মতে, বাংলাদেশের শেয়ারবাজারে ৭-৮টা কোম্পানি আছে বিনিয়োগ করার মতো। আমাদের শেয়ারবাজারে ভালো কোম্পানি তালিকাভুক্ত হচ্ছে না। এর পেছনে অন্যতম কারণ সঠিক মূল্য না পাওয়া।

এখানে লোকসান করা কোম্পানির দর বাড়ে। তিনি বলেন, নিয়ন্ত্রক সংস্থার বিরুদ্ধে হস্তক্ষেপ করার যথেষ্ট অভিযোগ আছে। শেয়ার বিক্রি না করার জন্য ফোন দিয়ে নির্দেশ দেয়ার মতো ঘটনাও ঘটছে।

কিন্তু ব্রোকারেজ হাউস গ্রাহকের নির্দেশে শেয়ার বিক্রি করতে বাধ্য। আগামীতে এ সমস্যাগুলো কাটিয়ে উঠতে হবে। শেয়ারবাজারে দীর্ঘমেয়াদি বিনিয়োগ আনার জন্য সহায়ক পলিসির ঘাটতি রয়েছে। এটা সমাধান করা দরকার। এছাড়া ক্ষুদ্র ও বড় সব বিনিয়োগকারীর স্বার্থকে গুরুত্ব দিতে হবে।

বিএপিএলসির সভাপতি আজম জে চৌধুরী বলেন, ব্যাংকগুলোর বড় সমস্যা খেলাপি। কিন্তু শেয়ারবাজারে বিনিয়োগ করে কোনো ব্যাংক সমস্যায় আছে- এমন কোনো তথ্য আমার জানা নেই।

অথচ ব্যাংকগুলোকে ইক্যুইটির ২৫ শতাংশ শেয়ারবাজারে বিনিয়োগের সীমা বেঁধে দেয়া হয়েছে। এটা ঠিক না। বিনিয়োগ কী পরিমাণ করবে, সেটা ব্যাংকের ওপরই ছেড়ে দেয়া উচিত।

তিনি বলেন, অনিয়মকারীদের শাস্তির আওতায় আনলে শেয়ারবাজারের প্রতি আস্থা স্বাভাবিকভাবেই বাড়বে। তাই যখনই অনিয়ম হবে, তখনই শাস্তি দিতে হবে। তিনি বলেন, শেয়ারবাজারে এ মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তারল্য। তবে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের কাছে টাকা নেই। যদিও এরা প্রাইমারি ইনভেস্টর।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হুসাইন বলেন, যারা বোঝেন, তারা সবাই বলেছেন ফ্লোর প্রাইস থাকলে শেয়ারবাজার শেষ হয়ে যাবে। ক্ষুদ্র কিছু বিনিয়োগকারী বুঝতে পারে না।

তাদের ফাইন্যান্সিয়াল লিটারেসির অভাব আছে। তিনি বলেন, ফ্লোর প্রাইসের কারণে মার্কেটে তারল্যের মন্দাবস্থা। এছাড়া এ পদ্ধতির কারণে ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে।
এটি আর কয়েক মাস থাকলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বিলুপ্ত হয়ে যাবে। ফ্লোর প্রাইসের কারণে লেনদেন হচ্ছে না। কোনো কোনো প্রতিষ্ঠান ঠিকমতো বেতন দিতে পারছে না। এদিকে যথেষ্ট খেয়াল রাখা দরকার।

আইসিবির ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন বলেন, ২০১০ সালের ধস শুরুর পর থেকেই আইসিবি বিনিয়োগ করে আসছে। নিজের ব্যবসার কথা চিন্তা না করে শুধু শেয়ারবাজারকে সাপোর্ট দেয়ার জন্য বিনিয়োগ করেছে। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ১১ হাজার কোটি টাকা এনে শেয়ারবাজারে বিনিয়োগ করেছে।

তবে ২০২০ সালে এসে আইসিবি বিনিয়োগ সক্ষমতা হারিয়ে ফেলেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী আইসিবির বিনিয়োগ সক্ষমতা বাড়ানোর কথা বলেছেন। এটা এখন বাড়ানোর জন্য আইসিবির গৃহীত ঋণের সুদহার কমানো উচিত। আর তিন মাস অন্তর সুদ না নিয়ে বছর শেষে দেয়ার জন্য সুযোগ দিতে হবে। এ মুহূর্তে শেয়ার বিক্রি করে সুদ দেয়া সম্ভব না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

শেয়ারবাজারে আস্থা বাড়াতে প্রয়োজন কার্যকর উদ্যোগ

আপডেট সময় ০৬:২৮:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০

আকাশ জাতীয় ডেস্ক: 

দেশের শেয়ারবাজারে মূল সমস্যা বিনিয়োগকারীদের আস্থা সংকট। বহু কারণে এ সংকট তৈরি হয়েছে। এর মধ্যে রয়েছে- সুশাসনের ঘাটতি, ভালো কোম্পানির শেয়ারের অভাব, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অযাচিত হস্তক্ষেপ এবং দুর্বল কোম্পানি তালিকাভুক্ত।

এছাড়াও করোনার আতঙ্কে টানা ৫ মাস কোম্পানিগুলোর শেয়ার মূল্যের ফ্লোর প্রাইস (কৃত্রিম সাপোর্ট) দিয়ে রাখা হচ্ছে। এতে বিনিয়োগকারীদের আস্থা আরও কমেছে। এ অবস্থার উত্তরণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। শেয়ারবাজার বিষয়ে শনিবার এক অনলাইন সেমিনারে বক্তারা এসব কথা বলেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, যত দ্রুত সম্ভব ফ্লোর প্রাইসের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) সভাপতি নিহাদ কবির, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি আজম জে চৌধুরী, ডিএসইর এমডি কাজী সানাউল হক, সিএসইর এমডি মামুন-উর-রশীদ, আইসিবির এমডি আবুল হোসেন, ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশনের সভাপতি শরীফ আনোয়ার হোসেন, ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হুসাইন এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক এসএম রাশিদুল ইসলাম।

করোনার প্রকোপ শুরু হলে দেশের শেয়ারবাজারে ভয়াবহ পতন দেখা দেয়। এ পতন ঠেকাতে ১৯ মার্চ প্রতিটি প্রতিষ্ঠানের শেয়ারের ফ্লোর প্রাইস (সর্বনিম্ন দাম) নির্ধারণ করে নতুন সার্কিট ব্রেকার চালু করা হয়। এতে দরপতন ঠেকানো গেলেও দেখা দেয় লেনদেন খরা। এ অবস্থায় একটি পক্ষ থেকে ফ্লোর প্রাইস তুলে দেয়ার জন্য নানামুখী চাপ দেয়া হচ্ছে। শনিবারের সেমিনারেও ফ্লোর প্রাইস নিয়ে সমালোচনা করা হয়।

অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান বলেন, ফ্লোর প্রাইস এক ধরনের প্রতিবন্ধকতা, এটা আমরাও বুঝি। কারণ বাজারকে স্বাভাবিকভাবে চলতে দেয়া উচিত। তবে বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। কিছু বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে কথা বলে যত দ্রুত সম্ভব আমরা এ ব্যাপারে ব্যবস্থা নেব।

মতে, বাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থা থাকলে টাকার অভাব হবে না। তিনি আরও বলেন, আমরা যখন যোগদান করেছিলাম তখন লেনদেন ছিল ৫০ কোটি টাকার মতো। এখন সেটা ৩শ’ কোটি টাকার ওপরে চলে যাচ্ছে, এটা আশার ব্যাপার। আমরা আশা করি শিগগিরই এটা ৫শ’ কোটি টাকার ওপরে চলে যাবে। মূলত বাজারের ওপর বিশ্বাস বা আস্থা এলে টাকার অভাব হবে না।

অধ্যাপক শিবলী বলেন, ক্রেস্ট সিকিউরিটিজ নামের একটি প্রতিষ্ঠান অনিয়ম করেছিল। ডিএসইর সহায়তায় আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি। বাজারে মেসেজ গেছে কেউ অনিয়ম করলে পার পাবে না। তিনি আরও বলেন, ব্যাংকের ২শ’ কোটি টাকার যে তহবিল গঠনের সুযোগ দেয়া হয়েছে, সেখানে কিছু প্রতিবন্ধকতা আছে। এই প্রতিবন্ধকতা দূর করতে আমরা বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছি। আশাকরি এ প্রতিবন্ধকতা দূর হয়ে যাবে।

নিহাদ কবির বলেন, বাংলাদেশে এমন কোম্পানির সংখ্যা খুবই কম, যেখানে বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে পারে। তাদের মতে, বাংলাদেশের শেয়ারবাজারে ৭-৮টা কোম্পানি আছে বিনিয়োগ করার মতো। আমাদের শেয়ারবাজারে ভালো কোম্পানি তালিকাভুক্ত হচ্ছে না। এর পেছনে অন্যতম কারণ সঠিক মূল্য না পাওয়া।

এখানে লোকসান করা কোম্পানির দর বাড়ে। তিনি বলেন, নিয়ন্ত্রক সংস্থার বিরুদ্ধে হস্তক্ষেপ করার যথেষ্ট অভিযোগ আছে। শেয়ার বিক্রি না করার জন্য ফোন দিয়ে নির্দেশ দেয়ার মতো ঘটনাও ঘটছে।

কিন্তু ব্রোকারেজ হাউস গ্রাহকের নির্দেশে শেয়ার বিক্রি করতে বাধ্য। আগামীতে এ সমস্যাগুলো কাটিয়ে উঠতে হবে। শেয়ারবাজারে দীর্ঘমেয়াদি বিনিয়োগ আনার জন্য সহায়ক পলিসির ঘাটতি রয়েছে। এটা সমাধান করা দরকার। এছাড়া ক্ষুদ্র ও বড় সব বিনিয়োগকারীর স্বার্থকে গুরুত্ব দিতে হবে।

বিএপিএলসির সভাপতি আজম জে চৌধুরী বলেন, ব্যাংকগুলোর বড় সমস্যা খেলাপি। কিন্তু শেয়ারবাজারে বিনিয়োগ করে কোনো ব্যাংক সমস্যায় আছে- এমন কোনো তথ্য আমার জানা নেই।

অথচ ব্যাংকগুলোকে ইক্যুইটির ২৫ শতাংশ শেয়ারবাজারে বিনিয়োগের সীমা বেঁধে দেয়া হয়েছে। এটা ঠিক না। বিনিয়োগ কী পরিমাণ করবে, সেটা ব্যাংকের ওপরই ছেড়ে দেয়া উচিত।

তিনি বলেন, অনিয়মকারীদের শাস্তির আওতায় আনলে শেয়ারবাজারের প্রতি আস্থা স্বাভাবিকভাবেই বাড়বে। তাই যখনই অনিয়ম হবে, তখনই শাস্তি দিতে হবে। তিনি বলেন, শেয়ারবাজারে এ মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তারল্য। তবে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের কাছে টাকা নেই। যদিও এরা প্রাইমারি ইনভেস্টর।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হুসাইন বলেন, যারা বোঝেন, তারা সবাই বলেছেন ফ্লোর প্রাইস থাকলে শেয়ারবাজার শেষ হয়ে যাবে। ক্ষুদ্র কিছু বিনিয়োগকারী বুঝতে পারে না।

তাদের ফাইন্যান্সিয়াল লিটারেসির অভাব আছে। তিনি বলেন, ফ্লোর প্রাইসের কারণে মার্কেটে তারল্যের মন্দাবস্থা। এছাড়া এ পদ্ধতির কারণে ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে।
এটি আর কয়েক মাস থাকলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বিলুপ্ত হয়ে যাবে। ফ্লোর প্রাইসের কারণে লেনদেন হচ্ছে না। কোনো কোনো প্রতিষ্ঠান ঠিকমতো বেতন দিতে পারছে না। এদিকে যথেষ্ট খেয়াল রাখা দরকার।

আইসিবির ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন বলেন, ২০১০ সালের ধস শুরুর পর থেকেই আইসিবি বিনিয়োগ করে আসছে। নিজের ব্যবসার কথা চিন্তা না করে শুধু শেয়ারবাজারকে সাপোর্ট দেয়ার জন্য বিনিয়োগ করেছে। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ১১ হাজার কোটি টাকা এনে শেয়ারবাজারে বিনিয়োগ করেছে।

তবে ২০২০ সালে এসে আইসিবি বিনিয়োগ সক্ষমতা হারিয়ে ফেলেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী আইসিবির বিনিয়োগ সক্ষমতা বাড়ানোর কথা বলেছেন। এটা এখন বাড়ানোর জন্য আইসিবির গৃহীত ঋণের সুদহার কমানো উচিত। আর তিন মাস অন্তর সুদ না নিয়ে বছর শেষে দেয়ার জন্য সুযোগ দিতে হবে। এ মুহূর্তে শেয়ার বিক্রি করে সুদ দেয়া সম্ভব না।