ঢাকা ১০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানি লন্ডারিংয়ের অভিযোগে সাংবাদিক আনিসের বিরুদ্ধে মামলা আসন সমঝোতা হলেও জোটের রাজনৈতিক গুরুত্ব আছে: নাহিদ ইসলাম স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল, সময়সূচি প্রকাশ গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায়মুক্তি নির্ধারণ আইন অনুমোদন হয়েছে : আসিফ নজরুল বিএনপি ক্ষমতায় এলে দেশের ঘরে ঘরে নারীদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে: দুলু জামায়াত জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত, রাতে প্রার্থী ঘোষণা শহীদ হাদি হত্যা মামলায় নতুন মোড়, পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছে আদালত নির্বাচন ঘিরে একটি পক্ষ ইচ্ছাকৃত বিভ্রান্তি তৈরি করতে চাইছে,সতর্ক থাকার আহ্বান : মির্জা আব্বাস

মঙ্গলে ফের যান পাঠাবে নাসা

অাকাশ আইসিটি ডেস্ক:

২০১৮ সালে মিশনটি শুরু হবে। মঙ্গলকে আরো গভীরভাবে পরীক্ষা করতে ইনসাইট কাজ করবে বলে নাসা সূত্রে জানানো হয়েছে। মঙ্গলে যানটি নামবে অক্টোবর নাগাদ ৷ পৃথিবী সহ অন্যান্য গ্রহগুলি কীভাবে তৈরি হল, তা নিয়ে আরো বিস্তারিত গবেষণা করা হবে এই মিশনে ৷

নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির ব্রুস বানের্ড একটি বিবৃতি প্রকাশ করেছেন ৷ সেই বিবৃতিতে বলা হয়েছে, গত ৩ বিলিয়ন বছরে পৃথিবীতে যতটা পরিবর্তন হয়েছে, মঙ্গলে হয়নি ৷ মঙ্গলে তাই অনেক প্রমাণ সঞ্চিত রয়েছে৷ তাই আমাদের গ্রহের থেকে গ্রহের শৈশব অবস্থা মঙ্গলেই ধরা পড়বে বেশি ৷

ইনসাইট (InSight) এর সম্পূর্ণ কথা ইন্টিরিয়র এক্সপ্লোশন ইউজিং সেইসমিক ইনভেস্টিগেশনস, জিওডেসি অ্যান্ড হিট ট্রান্সপোর্ট ৷ পরের বছর ৮ মে ক্যার্লিফোর্নিয়ার ভেন্ডেনবার্গ এয়ার ফোর্স থেকে মিশনটি শুরু হওয়ার কথা ৷

২০৩০ সালে মঙ্গলে মানুষ পাঠাবে নাসা ৷ তাই তার আগে গ্রহটি সম্পর্কে বিস্তারিত জেনে নিতে চাইছে তারা ৷ এরপর রোবোটিক পরীক্ষা হবে ৷ তারপর মঙ্গলে মানুষ পাঠানো হবে ৷ মঙ্গলের বিষুবরেখা বরাবর একটি স্টেশনারি ল্যান্ডার স্থাপন করবে নাসা ৷

২০১৬ সালের মার্চে এই মিশনটি হওয়ার কথা ছিল ৷ লেন্ডারের মুখ্য সায়েন্স ইনস্ট্রুমেন্টের ভ্যাকুয়ম লিক নিয়ে সমস্যা দেখা গিয়েছিল ৷ এবার সেটি তৈরি হয়ে গেছে ও তার পরীক্ষানিরীক্ষাও হয়ে গেছে ৷ স্বাভাবিকভাবেই প্রজেক্টের বাজেট বেড়ে যায় ৷ আগে এর বাজেট ছিল ৬৭৫ মিলিয়ন মার্কিন ডলার ৷ এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১৫৩.৮ মিলিয়ন মার্কিন ডলার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মঙ্গলে ফের যান পাঠাবে নাসা

আপডেট সময় ১২:৪৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০১৭

অাকাশ আইসিটি ডেস্ক:

২০১৮ সালে মিশনটি শুরু হবে। মঙ্গলকে আরো গভীরভাবে পরীক্ষা করতে ইনসাইট কাজ করবে বলে নাসা সূত্রে জানানো হয়েছে। মঙ্গলে যানটি নামবে অক্টোবর নাগাদ ৷ পৃথিবী সহ অন্যান্য গ্রহগুলি কীভাবে তৈরি হল, তা নিয়ে আরো বিস্তারিত গবেষণা করা হবে এই মিশনে ৷

নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির ব্রুস বানের্ড একটি বিবৃতি প্রকাশ করেছেন ৷ সেই বিবৃতিতে বলা হয়েছে, গত ৩ বিলিয়ন বছরে পৃথিবীতে যতটা পরিবর্তন হয়েছে, মঙ্গলে হয়নি ৷ মঙ্গলে তাই অনেক প্রমাণ সঞ্চিত রয়েছে৷ তাই আমাদের গ্রহের থেকে গ্রহের শৈশব অবস্থা মঙ্গলেই ধরা পড়বে বেশি ৷

ইনসাইট (InSight) এর সম্পূর্ণ কথা ইন্টিরিয়র এক্সপ্লোশন ইউজিং সেইসমিক ইনভেস্টিগেশনস, জিওডেসি অ্যান্ড হিট ট্রান্সপোর্ট ৷ পরের বছর ৮ মে ক্যার্লিফোর্নিয়ার ভেন্ডেনবার্গ এয়ার ফোর্স থেকে মিশনটি শুরু হওয়ার কথা ৷

২০৩০ সালে মঙ্গলে মানুষ পাঠাবে নাসা ৷ তাই তার আগে গ্রহটি সম্পর্কে বিস্তারিত জেনে নিতে চাইছে তারা ৷ এরপর রোবোটিক পরীক্ষা হবে ৷ তারপর মঙ্গলে মানুষ পাঠানো হবে ৷ মঙ্গলের বিষুবরেখা বরাবর একটি স্টেশনারি ল্যান্ডার স্থাপন করবে নাসা ৷

২০১৬ সালের মার্চে এই মিশনটি হওয়ার কথা ছিল ৷ লেন্ডারের মুখ্য সায়েন্স ইনস্ট্রুমেন্টের ভ্যাকুয়ম লিক নিয়ে সমস্যা দেখা গিয়েছিল ৷ এবার সেটি তৈরি হয়ে গেছে ও তার পরীক্ষানিরীক্ষাও হয়ে গেছে ৷ স্বাভাবিকভাবেই প্রজেক্টের বাজেট বেড়ে যায় ৷ আগে এর বাজেট ছিল ৬৭৫ মিলিয়ন মার্কিন ডলার ৷ এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১৫৩.৮ মিলিয়ন মার্কিন ডলার।