আকাশ জাতীয় ডেস্ক:
নারায়ণগঞ্জের বন্দরের বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খোকন করোনায় মারা যাওয়ার পর তার দাফন করেছেন কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।
রোববার (৫ জুলাই) সকাল ১০টায় মাসদাইর কবরস্থানে ওই মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন করা হয়।
এর আগে শনিবার (৪ জুলাই) রাতে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে মারা যান মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খোকন। তার জানাজার আগে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জুলহাস হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব চন্দল শীল, আমজাদ হোসেন, সিপিবির জেলার সভাপতি হাফিজুল ইসলাম প্রমুখ।
দাফনের আগে তাকে সশস্ত্র সালাম ও বিউগলের সুরে বিদায় জানানো হয়।
খোরশেদ জানান, তার মৃত্যুতে আমরা শোকাহত। তার মরদেহ দাফনের জন্য আমাদের টিম কাজ করেছে। সব মৃত্যুই বেদনাদায়ক। করোনায় আর কোনো মৃত্যু চাই না, সবাইকে আল্লাহ হেফাজত করুন।
আকাশ নিউজ ডেস্ক 























