আকাশ জাতীয় ডেস্ক:
এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ৭ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০১৯ সালে শেয়ারহোল্ডাদের জন্য ১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে ব্যাংকটি। এর মধ্যে ৯ শতাংশ নগদ এবং ২ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে।
আজ রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ এজিএম অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন এনআরবিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল। ভার্চুয়াল এই সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমাম, অডিট কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু, পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এ এম সাইদুর রহমান অন্যান্য পরিচালক ও শেয়ারহোল্ডাররা।
এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মুখতার হোসেন সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 

























